শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১০০ নং লাইন:
ভেঙ্কট তাঁর আম্পায়ারিং জীবনের অভিষেক ঘটান [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের]] মাধ্যমে। ১৮ জানুয়ারি, ১৯৯৩ সালে জয়পুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারত বনাম [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] মধ্যকার ওডিআইয়ে তিনি আম্পায়ার ছিলেন। একই মাসে [[কলকাতা|কলকাতায়]] স্বাগতিক ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার টেস্ট খেলায়ও তিনি অভিষেক ঘটান নিজেকে। ১৯৯৪ সালে গঠিত আন্তর্জাতিক আম্পায়ার তালিকায়ও তিনি স্থান পান। এরপর থেকে নিয়মিতভাবে নিরপেক্ষ আম্পায়াররূপে নিজ দেশের বাইরে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেছেন। ২০০২ সালে [[আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা|সেরা আম্পায়ার তালিকায়ও]] শীর্ষ আটজন আম্পায়ারের একজন হিসেবে পূর্ণাঙ্গকালীন নিয়োগ পান ও প্রাতিষ্ঠানিকভাবে প্রায় সকল টেস্ট খেলাতেই অংশ নিয়েছিলেন। পরবর্তীতে জানুয়ারি, ২০০৪ সালে শীর্ষ আম্পায়ার হিসেবেই ক্রিকেট জগৎ থেকে [[অবসর]] নেন।
 
তাঁর আম্পায়ারিং জীবনের অন্যতম ঘটনা ছিল ছয়টি [[দি অ্যাশেজ|অ্যাশেজ]] টেস্টসহ ১৯৯৬, ১৯৯৯ এবং [[২০০৩ ক্রিকেট বিশ্বকাপ|২০০৩]] - এই তিনটি [[বিশ্বকাপ ক্রিকেট|বিশ্বকাপে]] নিয়োগ পেয়েছিলেন। তন্মধ্যে [[১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপ|১৯৯৬]] এবং [[১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ|১৯৯৯]] সালের [[বিশ্বকাপ]] [[প্রতিযোগিতা|প্রতিযোগিতার]] [[সেমি-ফাইনাল|সেমি-ফাইনালে]] মাঠে অবস্থান নেন। [[তৃতীয় আম্পায়ার]] হিসেবে ১৯৯৯ সালে [[লর্ডস ক্রিকেট গ্রাউন্ড|লর্ডসে]] অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] মধ্যকার [[ ফাইনাল]] খেলা পরিচালনা করেন। মাঠে তিনি সর্বমোট ৭৩ টেস্ট এবং ৫২টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনা করেছেন।<ref name="cricpro"/>
{| class="wikitable"
|-
১২৪ নং লাইন:
== বহিঃসংযোগ ==
{{প্রবেশদ্বার|ক্রিকেট}}
* {{Cricinfo|ref=india/content/player/35656.html}}
* {{Cricketarchive|ref=Archive/Players/1/1260/1260.html}}
 
{{S-start}}