বিভূতিভূষণ মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Faizan (আলোচনা | অবদান)
সাধারণ ফিক্স using AWB
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
'''বিভূতিভূষণ মুখোপাধ্যায়''' ( জন্ম জুন,১৮৯৪- মৃত্যু ৩৯ শে জুলাই,১৯৮৭) একজন ভারতীয় লেখক। পিতার নাম বিপিন বিহারী মুখোপাধ্যায় । তার আদি নিবাস হুগলী জেলার চাতরা হলেও তার তিন পুরুষের বাস বিহারের দ্বার ভাঙ্গায় ছিল। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বি এ পাশ করেন।
== কর্মক্ষত্র ==
তার কর্মক্ষত্র ছিল বৈচিত্র ময়। কর্মজীবনের প্রথম দিকে তিনি ইন্ডিয়ান নেশন পত্রিকার কার্যাধ্যক্যের পদে আসিন ছিলেন। পরে বিহারের দ্বার ভাঙ্গায় মহারাজের সচীব হিসাবেও কাজ করেন। আবার পরবর্তি কালে কিছুকাল শিক্ষাকতাও করেছেন। শিক্ষাকতা চলা কালিন তিনি নিজেকে লেখার কাজে নিয়জিত করেন। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের তিনি রচয়িতা। তার জনপ্রিয় তম উপন্যাসটি হয় ''নীলাঙ্গুরিয়''। এছাড়াও তিনি অনেক কৌতুক ও রঙ্গরসের গল্পও লিখেছেন।
 
== সাহিত্যকর্ম ==
* বরযাত্রী
* রানু সিরিজের গল্প গুলি
* সর্গাদপীগরীয়সী
* দুয়ার হতে অদূরে
* কুশীপ্রাঙ্গনের চিঠি
* একই পথের দুই প্রান্ত্রে
* অযাত্রার জয়যাত্রা
* পনুর চিঠি
* কৈলাশের পাঠরানী
* দুষ্টুলক্ষিদের গল্প
* জীবন তীর্থ ( আত্মজীবনী)
* কাঞ্চনমূল্য (শরৎস্মৃতি পুরস্কার পান)
* এবার প্রিয়ংবদা ( রবীন্দ্র পুরস্কার পান)
 
== পুরস্কার ==
বর্ধমান বিশবিদ্যালয় তাকে ডি লিট উপাধি প্রদান করেন।
* কাঞ্চনমূল্য (শরৎস্মৃতি পুরস্কার পান)
* এবার প্রিয়ংবদা ( রবীন্দ্র পুরস্কার পান)
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
== বহিঃসযোগ ==
 
== গ্রন্থ তালিকা ==
{{অসম্পূর্ণ}}