দক্ষিণেশ্বর কালীবাড়ি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:শাক্ত ধর্ম অপসারণ; বিষয়শ্রেণী:শাক্তধর্ম যোগ হটক্যাটের মাধ্যমে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১০ নং লাইন:
'''দক্ষিণেশ্বর কালীবাড়ি''' [[কলকাতা|কলকাতার]] অদূরে [[হুগলি নদী|হুগলি নদীর]] তীরে অবস্থিত একটি [[পশ্চিমবঙ্গের কালীমন্দিরগুলির তালিকা|কালীমন্দির]]। এটি [[উত্তর চব্বিশ পরগনা জেলা|উত্তর চব্বিশ পরগনা জেলার]] [[কামারহাটি]] শহরের অন্তঃপাতী দক্ষিণেশ্বরে অবস্থিত। ১৮৫৫ সালে প্রসিদ্ধ মানবদরদি [[জমিদার]] [[রানি রাসমণি]] এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।<ref name = kaliokalikshetra>''পশ্চিমবঙ্গের কালী ও কালীক্ষেত্র'', দীপ্তিময় রায়, মণ্ডল বুক হাউস, কলকাতা, ১৪১৪ মুদ্রণ, পৃ. ১০৭-১৩</ref> এই মন্দিরে দেবী কালীকে "ভবতারিণী" নামে পূজা করা হয়।<ref name = kaliokalikshetra/> ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী [[রামকৃষ্ণ পরমহংস]] এই মন্দিরে কালীসাধনা করতেন।
 
কথিত আছে, রানি রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন।<ref name = kaliokalikshetra/> মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানিকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত।<ref name = kaliokalikshetra/> ১৮৫৭-৫৮ সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন।<ref name = kaliokalikshetra/> পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তাঁর সাধনক্ষেত্ররূপে বেছে নেন।
 
দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালীমন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি [[টালিগঞ্জ|টালিগঞ্জের]] রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত।<ref name = kaliokalikshetra/> মূল মন্দির ছাড়াও রয়েছে "দ্বাদশ শিবমন্দির" নামে পরিচিত বারোটি আটচালা শিবমন্দির। মন্দিরের উত্তরে রয়েছে "শ্রীশ্রীরাধাকান্ত মন্দির" নামে পরিচিত [[রাধাকৃষ্ণ]] মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাটমন্দির।<ref name = kaliokalikshetra/> মন্দির চত্বরের উত্তর-পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ।<ref name = kaliokalikshetra/> মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তাঁর পরিবারবর্গের স্মৃতিবিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থানরূপে বিবেচিত হয়।
 
== ইতিহাস ==
২২ নং লাইন:
এই স্বপ্নের পর রানি অবিলম্বে গঙ্গাতীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণকাজ শুরু করেন। ১৮৪৭ সালে এই বিরাট মন্দিরের নির্মাণকাজ শুরু হয়; শেষ হয় ১৮৫৫ সালে।
 
মন্দিরের ২০ একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল ''সাহেবান বাগিচা'' নামে। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান। তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়।<ref>{{Harvnb|Prabhananda|2003}}</ref> আটবছরে নয় লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। ১৮৫৫ সালের ৩১ মে [[স্নানযাত্রা|স্নানযাত্রার]] দিন মহাসমারোহে মন্দিরে মূর্তিপ্রতিষ্ঠা করা হয়। পূর্বে মন্দিরের আরাধ্যাকে ''মাতা ভবতারিনি কালিকা'' নামে অভিহিত করা হয়েছিল। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন, তাঁর ছোটোভাই গদাধর বা গদাই (পরবর্তীকালে [[রামকৃষ্ণ পরমহংস]]) তাঁর সহযোগী হন। পরে তাঁর ভাগনে হৃদয়ও তাঁকে সহায়তা করতে থাকেন।<ref>{{Harvnb|Mehrotra|2008}} p.11</ref>
[[চিত্র:Dakshineswar Bhavatarini Kali.jpg|right|180px|thumb| মন্দিরের আরাধ্যা দেবী ভবতারিণী [[কালী]], পদতলে [[শিব]]]]
পরের বছরই রামকুমার দেহরক্ষা করেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন। তাঁর সহধর্মিনী [[সারদা দেবী]] মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করতে থাকেন। এই নহবতখানা এখন সারদা দেবীর মন্দির।
৭৭ নং লাইন:
* [http://www.dakshineswarkalitemple.org/index.html Dakshineswar Kali Temple, website]
* {{wikivoyage|Dakshineswar}}
* [http://www.dakshineswar.com/ Dakshineswar.com - gives details about the origin and history of the temple]
* [http://web.archive.org/20090331074853/homepage.mac.com/afperry/2002/Dak/Ramakrishna.html#p1010024 Pilgrim shrine connected with Sri Ramakrishna]
{{রামকৃষ্ণ পরমহংস}}