জাতীয় পতাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 41 গুলো আন্তঃসংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্ত এর d:q186516 এ রয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২৮ নং লাইন:
{{flag image|Image = Flag of Romania.svg|Caption = [[flag of Romania|রোমানিয়ার পতাকা]].}}
{{see also|অনুরূপ পতাকার সংগ্রহালয় }}
যদিও কোন দেশের জাতীয় পতাকা সেই দেশের একটি বিশিষ্ট প্রতীক, তাও বিশ্বে এমন অনেক জোড়া দেশ আছে যাদের পতাকার অনেকটাই একই রকম দেখতে; আর তাই সহজেই গুলিয়ে যায়। যেমন [[Flag of Monaco|মোনাকোর]] আর [[Flag of Indonesia|ইন্দোনেশিয়ার]] পতাকা, শুধুমাত্র পতাকার আকারের অনুপাতের দিক থেকে আলাদা। আবার [[Flag of the Netherlands|হল্যান্ডের]] এবং [[Flag of Luxembourg|লুক্সেমবুর্গের]] পতাকা আকারের অনুপাতে আলাদা তো বটেই, তাছাড়াও পতাকার নীল রঙের গাড়ত্বেও পার্থক্য আছে। আর [[Flag of Romania|রোমানিয়া]] ও [[Flag of Chad|চাদের]] পতাকায় পার্থক্য শুধুমাত্র পতাকার নীল রঙের গাড়ত্বে।
 
আবার পতাকার রঙের ব্যবহারে আঞ্চলিক পছন্দ লক্ষ্যনীয়। যেমন, [[Slavic Europe|স্লাভ অঞ্চলের]] দেশগুলির পতাকায় লাল, সাদা ও নীল রং বেশি ব্যবহার হয়েছে। [[Flag of the Czech Republic|চেক প্রজাতন্ত্র]], [[Flag of Russia|রাশিয়া]], [[Flag of Slovenia|স্লোভেনিয়া]], এবং [[Flag of Croatia|ক্রোয়েশিয়া]] এই ধারার উদাহরণ। এছাড়াও পশ্চিমী বিশ্বেও এই তিনটি রঙের আধিক্য দেখা যায়; যেমন, [[Flag of Australia|অস্ট্রেলিয়া]], [[Flag of France|ফ্রান্স]], [[Flag of New Zealand|নিউজিল্যান্ড]], [[Flag of the United Kingdom|যুক্তরাজ্য]], [[Flag of the Netherlands|হল্যান্ড]] ও [[Flag of the United States|যুক্তরাষ্ট্র]]। [[Africa|আফ্রিকার]] দেশগুলি আবার লাল, হলুদ আর সবুজ রং বেশি পছন্দ করে। যেমন, [[Flag of Cameroon|ক্যামেরুন]], [[Flag of Mali|মালি]] ও [[Flag of Senegal|সেনেগাল]]। আবার আরব দেশগুলির পছন্দ কালো, সাদা ও লাল রং। যেমন, [[Flag of Egypt|মিশর]], [[Flag of Iraq|ইরাক]] ও [[Flag of Yemen|ইয়েমেন]]।
 
এই আশ্চর্য্য মিলের কিছু কিছু কাকতালীয় হলেও, কিছু কিছু আবার দেশগুলির একই ইতিহাসের সাক্ষ্য বহন করছে। উদাহরণ হিসাবে বলা যায়, [[Flag of Venezuela|ভেনেজুয়েলা]], [[Flag of Colombia|কলম্বিয়া]], আর [[Flag of Ecuador|ইকুয়েডরের]] পতাকা আসলে [[flag of Great Colombia|গ্রেট কলম্বিয়ার পতাকারই]] বিভিন্ন রূপ। স্পেন থেকে প্রথমে গ্রেট কলম্বিয়া নামে ঐ ভূখন্ড স্বাধীনতা লাভ করে; পরে ভেনেজুয়েলার বিখ্যাত স্বাধীনতা যোদ্ধা [[Francisco de Miranda|ফ্রানসিস্কো ডি মিরান্ডার]] সাহায্যে দেশ তিনটি পৃথক হয়। আবার আরব বিদ্রোহের পতাকার (১৯১৬-১৯১৮) সাথে [[Flag of Egypt|মিশর]], [[Flag of Iraq|ইরাক]], [[Flag of Syria|সিরিয়া]], ও[[Flag of Yemen|ইয়েমেনের]] পতাকার মিল লক্ষ্যনীয়। নর্ডিক দেশগুলির (মানে [[Flag of Iceland|আইসল্যান্ড]], [[Flag of Denmark|ডেনমার্ক]], [[Flag of Norway|নরওয়ে]], [[Flag of Sweden|সুইডেন]], [[Flag of Finland|ফিনল্যান্ড]], এছাড়া [[Flag of Faroe Islands|ফারো দ্বীপপুঞ্জ]] ও [[Flag of Åland|আলান্ডের]] মত স্বশাসিত এলাকা গুলি) পতাকা আবার একই নক্সার। এই নক্সা হল এক রঙের জমির উপর আর এক রঙের "+"-চিহ্ন। [[United States|যুক্তরাষ্ট্র]] ও [[United Kingdom|যুক্তরাজ্য]] উভয়ের পতাকাতেই লাল নীল ও সাদা রং ব্যবহার করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের প্রথম তেরটি রাজ্য যুক্তরাজ্যের প্রাক্তন উপনিবেশ ছিল। আবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পতাকাতেও ব্রিটিশ ঐতিহ্যের কারণে সাযুজ্য লক্ষ্যনীয়। দুদেশের পতাকাতেই [[Union Flag|ইউনিয়ন জ্যাক]] আছে এক কোনায়, জমিতে গাঢ় নীল রং, এবং দুদেশের পতাকাতেই [[Southern Cross|সাদার্ন ক্রস]] ভীষণ ভাবে উপস্থিত।