ক্যাম্পাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
[[Fileচিত্র:Joseph Ramée Union College USA.jpg|250px|thumb|[[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[নিউইয়র্ক|নিউইয়র্কস্থিত]] স্ক্যানেকটেডি এলাকায় প্রস্তাবিত [[ইউনিয়ন কলেজ|ইউনিয়ন কলেজের]] জন্য [[জোসেফ জ্যাকুয়েস রেমি]] কর্তৃক অঙ্কিত প্রথম পরিকল্পিত ক্যাম্পাসের [[নকশা]]।<ref>{{cite book | last = Turner | first = Paul V. | year = 1996 | title = Joseph Ramée: International Architect of the Revolutionary Era | publisher = Cambridge University Press | location = Cambridge | page = 190}}</ref>]]
'''ক্যাম্পাস''' ({{lang-en|Campus}}) বলতে সাধারণতঃ বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় কিংবা অন্য যে-কোন ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থিত খোলা কিংবা পরিবেষ্টনকারী একখণ্ড ভূমিবিশেষ। [[বাংলা একাডেমী|বাংলা একাডেমীর]] অভিধানমাফিক এর বাংলা অর্থ হচ্ছে '''''শিক্ষাপ্রতিষ্ঠানের এলাকা'''''। সচরাচর এতে ছাত্র-শিক্ষক উভয়ের জন্যেই [[গ্রন্থাগার]], [[শ্রেণীকক্ষ]], [[গবেষণাগার]], [[উদ্যান]], [[ক্যাফেটেরিয়া]], [[আবাসিক হল]] বা [[ছাত্রাবাস]], [[খেলার মাঠ]] ইত্যাদি [[স্থায়ী সম্পত্তি]] থাকতে পারে। শুরুতে ক্যাম্পাস শব্দটি ভবনের মাঝামাঝি ঘাষযুক্ত উন্মুক্ত ভূ-খণ্ডকে নির্দেশ করতো। পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো এলাকাকে ক্যাম্পাস হিসেবে পরিগণনা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত এবং সম্পর্কবিহীন ভবন - উভয়ই ক্যাম্পাসের সাথে জড়িত।<ref>[http://www.thefreedictionary.com/campus Campus from the Free Online Dictionary] Retrieved February 1, 2010</ref> বর্তমানে ক্যাম্পাসের সংজ্ঞা পরিবর্তিত রূপ ধারণ করেছে যা যে-কোন ধরণের প্রতিষ্ঠানের কয়েকটি [[ভবন|ভবনের]] সম্মিলন স্থলকে বুঝায়।
 
== উৎপত্তি ==
ক্যাম্পাস শব্দটি এসেছে [[ল্যাটিন শব্দ]] ''ফিল্ড'' থেকে। অষ্টাদশ [[শতক|শতকে]] মাঝামাঝি অর্থাৎ ১৭৭৫ সালে ''কলেজ অব নিউ জার্সি'' (বর্তমান - [[প্রিন্সটন বিশ্ববিদ্যালয়]])-এর মাঠের জন্য প্রথমবারের মতো শব্দটি ব্যবহার করা হয়েছিল।<ref>Douglas Harper, [http://www.etymonline.com/index.php?term=campus Campus], ''Online Etymology Dictionary'', accessed October 2, 2011</ref> পরবর্তীকালে অন্যান্য [[আমেরিকান কলেজ|আমেরিকান কলেজগুলো]] তাদের নিজেদের [[মাঠ|মাঠের]] জন্যও ক্যাম্পাস শব্দের ব্যবহার করতে শুরু করে। কিন্তু ক্যাম্পাস বলতে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের মাঠকেই বুঝায় না। [[বিদ্যালয়]], [[মহাবিদ্যালয়|মহাবিদ্যালয়ের]] সমগ্র এলাকা ক্যাম্পাস, মাঠ কিংবা [[উঠান]] হিসেবেও বিবেচিত হতে পারে। এছাড়াও, হাসপাতাল কিংবা ক্ষেত-খামারের বিস্তৃত [[জমি|জমিও]] ক্যাম্পাস হিসেবে পরিচিতি পেয়ে থাকে।
 
== প্রয়োগক্ষেত্র ==
[[ইউরোপ|ইউরোপীয়]] [[বিশ্ববিদ্যালয়|বিশ্ববিদ্যালয়গুলোয়ও]] ক্যাম্পাস শব্দের পরিচিতি রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানই ব্যক্তিগত উদ্যোগে [[শহর|শহরাঞ্চলে]] এর শাখা-প্রশাখার বিস্তার ঘটাচ্ছে। [[২য় বিশ্বযুদ্ধ|২য় বিশ্বযুদ্ধের]] পর [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যে]] নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপযোগী পরিবেশ না থাকায় মনোনীত স্থানে শাখা প্রতিষ্ঠা করেছিল। নতুন শিক্ষায়তনিক কেন্দ্র হিসেবে অনেকক্ষেত্রে সেগুলো বিশ্বের শিক্ষাঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
 
১২ নং লাইন:
বিংশ শতাব্দীতে এসে ক্যাম্পাস শব্দের ভাবগত অর্থ আরো ব্যাপক ও বিস্তৃত হয়েছে। কয়েকটি স্থানে ১৯৫০-এর দশকে পুরনো অর্থ পরিবর্তিত হয়ে যায় ও সাধারণভাবে অর্থ প্রকাশ পেয়েছে। কখনো কখনো কোন [[প্রতিষ্ঠান|প্রতিষ্ঠানের]] কার্যালয় ভবনও ক্যাম্পাসরূপে পরিচিত হয়েছে। তন্মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসের অনুরূপ [[ওয়াশিংটন|ওয়াশিংটনের]] রেডমন্ডেও [[মাইক্রোসফট ক্যাম্পাস]] গড়ে উঠেছে। জরুরী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে [[হাসপাতাল]] কর্তৃপক্ষও তাদের [[সেবা|সেবার]] পরিধিকে বিভাজন ঘটিয়ে, বিভিন্ন এলাকায় বিশেষায়িত বিভাগগুলোকে ক্যাম্পাস হিসেবে পরিচিতি পাচ্ছে।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
== বহিঃসংযোগ ==
{{Wiktionary|Campus}}
{{Commons category|Campuses}}
 
== আরও দেখুন ==
* [[শিক্ষা]]
* [[বিদ্যালয়]]