ইমামবাড়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Denniss (আলোচনা | অবদান)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
১ নং লাইন:
'''ইমামবাড়া''' মুসলমানদের একটি শাখা [[শিয়া]] সম্প্রদায়ের ২য় [[ইমাম হাসান]] (রা.) ও ৩য় [[ইমাম হোসেন]] (রা.)-এর স্মরণে নির্মিত ভবন।
 
== অর্থ ==
ইমামবাড়া শব্দটির আক্ষরিক অর্থ ইমামের বাড়ি। কিন্তু স্থাপত্য কলায় ইমামবাড়া হলো শিয়া মিলনায়তন।
 
== ব্যবহার ==
এটি কোনো উপানসালয় (মসজিদ) নয়, তবে এখানে নামাজ আদায়, মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়ে থাকে থাকে।
 
== সাজ-সজ্জা ==
ইমামবাড়ার প্রধান কক্ষে [[তাজিয়া]] স্থাপন করা হয়। এতে সাধারণতঃ দু'টি তাজিয়া থাকে, যার একটি ইমাম হাসান (রা.)-এর এবং অপরটি ইমাম হোসেন (রা.)-এর; ক্ষেত্রবিশেষে একাধিক তাজিয়াও রাখা হয়। এই তাজিয়াগুলোর ওপর শামিয়ানা টানিয়ে দামি গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়। নিয়মানুসারে, ইমাম হোসেন (রা.)-এর তাজিয়া সবুজ ও ইমাম হাসান (রা.)-এর তাজিয়ায় লাল গিলাফ ব্যবহার করা হয়। এ ছাড়া ইমামবাড়ার বিভিন্ন কক্ষের দেয়ালে কারবালা ময়দানের মানচিত্র, যুদ্ধক্ষেত্রের কাল্পনিক দৃশ্য, ঢাল-তলোয়ার, জিঞ্জির—এসব নানা সরঞ্জাম টানিয়ে রাখা হয়।<ref>http://www.prothom-alo.com/print/news/26919</ref>
 
== হোসেনী দালান ইমামবাড়ার চিত্র ==
<gallery>
Image:Hoseni Dalan Front face by Ragib Hasan.jpg|হোসেনী দালান ইমামবাড়ার উত্তরভাগ
১৭ নং লাইন:
</gallery>
 
== তথ্যসূত্র ==
<references/>