ইউটু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 1 টি আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্তের - d:q396 এ রয়...
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে; কোনো সমস্যা?
২১ নং লাইন:
ব্যান্ডটি ১৯৭৬ সালে মাউন্ট টেম্পল সেকন্ডারি স্কুলে গঠিত হয় এবং সদস্যেরা সবাই সে সময়ে ছিলেন নিতান্তই সংগীতে আগ্রহী কয়েকজন কিশোর। চার বছরের মধ্যে তারা আইল্যান্ড রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন এবং তাদের প্রথম অ্যালবাম ''বয়'' মুক্তি পায়। ১৯৮০র দশকের মাঝামাঝি সময়ের মধ্যেই তারা আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। তবে তারা রেকর্ড বিক্রির চেয়ে লাইভ পার্ফর্মেন্সের কারণেই অধিকতর জনপ্রিয় ছিলেন। এ অবস্থার পরিবর্তন ঘটে ১৯৮৭ সালে, যখন তাদের অ্যালবাম ''[[The Joshua Tree|দ্য জশুয়া ট্রি]]'' মুক্তি পায়<ref>{{cite video | people =[[Paul McGuinness]] | title =Classic Albums: The Joshua Tree | medium =Television documentary | publisher =Rajon Vision |date=1998}}</ref>, যা ''[[Rolling Stone|রোলিং স্টোন]]'' পত্রিকার মতানুযায়ী ব্যান্ডটিকে ''হিরো থেকে সুপারস্টারে'' পরিণত করে।<ref name="RS_xx">{{cite book |last=Gardner |first=Elysa |title=U2: The Rolling Stone Files |work=Rolling Stone |year=1994 |location=New York |page=xx |isbn=0-283-06239-8}}</ref>
 
তাদের ১৯৯১ সালের অ্যালবাম ''[[Achtung Baby|আখটুং বেইবি]]'' এবং পাশাপাশি জু টিভি ট্যুর ছিল ব্যান্ডটির জন্যে সঙ্গীত ও ভাবধারার পুনরাবিষ্কারের। ব্যান্ডিটির সদস্যদের নিজেদের অনুভূত হওয়া সাংগীতিক নিশ্চলতা এবং ১৯৮০র শেষ দিকের বিরূপ সমালোচনার জবাব দিতে ইউটু তাদের সুর ও পরিবেশনায় [[Electronic dance music|ড্যান্স মিউজিক]] এবং [[alternative rock|অল্টারনেটিভ রক]] এর সন্নিবেশ ঘটায়, যার মাধ্যমে তারা তাদের পূর্ববর্তী শ্লেষ ও আত্মবিষাদপূর্ণ ভাবভঙ্গিমায় প্রভূত পরিবর্তন সাধন করেন। ১৯৯০ এর দশকে তাদের নিজেদের নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা চলে। ২০০০ সালে থেকে ইউটু অনেকখানি প্রচলিত ধারার সঙ্গীতে মনোনিবেশ করে, যা তাদের পূর্বকার সাঙ্গীতিক অভিজ্ঞতার মিশেলে তৈরি।
 
ইউটু এখন পর্যন্ত ১২ টি স্টুডিও অ্যালবাম মুক্তি দিয়েছে এবং তারা জনপ্রিয় সঙ্গীতের ধারায় সর্বাধিক বিক্রিত এবং আলোচিত ব্যান্ডদের মধ্যে অন্যতম। তারা এ পর্যন্ত ২২ টি [[Grammy Award|গ্রামি অ্যাওয়ার্ড]] জয় করেছে,<ref name="livedaily">{{cite web | url = http://www.livedaily.com/news/13932.html | title = U2 signs on with Live Nation | publisher = LiveDaily | first = Kym | last = Kilgore | date = 31 March 2008 | accessdate = 11 September 2008}}</ref> যা অন্য যেকোন ব্যান্ডের তুলনায় অধিক<ref name="GRAMMY">[http://www.grammy.com/GRAMMY_Awards/Winners/Results.aspx?title=&winner=u2&year=0&genreID=0&hp=1 Grammy Winners List] grammy.com. Retrieved 15 October 2006.</ref> এবং তাদের ১৫ কোটিরও অধিক রেকর্ড বিক্রিত হয়েছে। ২০০৫ সালে ব্যান্ডটি [[Rock and Roll Hall of Fame|রক অ্যান্ড রোল হল অফ ফেমে]] স্থান করে নেয়। ''রোলিং স্টোন'' ম্যাগাজিন ইউটু কে ''সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০০ শিল্পীর তালিকা''য় ২২ নম্বরে স্থান দেয়।<ref name="RS">{{cite magazine | url = http://www.rollingstone.com/music/lists/;kw%3D%5B4764,15155,15291%5D | first = Chris | last = Martin | title = The Immortals: The Fifty Greatest Artists of All Time: U2 | magazine = [[Rolling Stone]] | date = 15 April 2004 | issue=946}}</ref> তাদের ক্যারিয়ার জুড়ে বিভিন্ন সময়ে ইউটুর সদস্যরা ব্যান্ড ও ব্যাক্তি পর্যায়ে বিভিন্ন মানবিক অধিকার ও মানবসেবামূলক কাজে অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছে [[Amnesty International|অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল]], [[ONE Campaign|ওয়ান]]/[[DATA|তথ্য]] কর্মসূচি, [[Product Red|প্রোডাক্ট রেড]] এবং দ্য এজের [[Music Rising|মিউজিক রাইজিং]] কর্মসূচিতে অংশ নিয়েছেন।
 
== তথ্যসূত্র ==
'https://bn.wikipedia.org/wiki/ইউটু' থেকে আনীত