ইউসেবিও: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৬৮ নং লাইন:
 
'''ইউসেবিও''', পুরো নাম ''ইউসেবিও ডা সিলভা ফেরেরা'', (জন্ম [[জানুয়ারি ২৫]], [[১৯৪২]], [[মোজাম্বিক]]) একজন প্রাক্তন [[পর্তুগাল|পর্তুগীজ]] ফুটবলার। ভক্তরা তাকে 'কালো চিতা' বলে থাকে। প্রচন্ড গতি, চমৎকার ড্রিবলিং আর নিঁখুত শুটিং-এর জন্য বিখ্যাত এই ফুটবলারকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।
 
== ক্লাব ফুটবল ==
ক্লাব ফুটবলে বিভিন্ন ক্লাবে খেললেও ক্যারিয়ার সেরা সময়ের সম্পূর্ণটাই খেলেছেন পর্তুগালের [[বেনফিকা]] ক্লাবে। এই ক্লাবের হয়ে ৩০১টি ম্যাচে তিনি ৩১৭টি গোল করেছেন।
 
== জাতীয় দল ==
পর্তুগাল জাতীয় দলের হয়ে [[১৯৬১]] থেকে [[১৯৭৩]] সালের মধ্যে মোট ৬৪টি খেলায় তার গোলসংখ্যা ৪১। [[১৯৬৬ বিশ্বকাপ ফুটবল|১৯৬৬ সালের বিশ্বকাপে]] পর্তুগালের তৃতীয় স্থান লাভের পেছনে প্রধান ভূমিকা রেখেছেন। এই আসরে তিনি ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। এর মাঝে বিশেষভাবে স্মরণীয় [[উত্তর কোরিয়া|উত্তর কোরিয়ার]] বিপক্ষে পর্তুগালের কোয়ার্টার ফাইনাল খেলাটি। এতে মাত্র ২৪ মিনিটের মধ্যে উত্তর কোরিয়া ৩-০ গোলে এগিয়ে যায়। এরপরও পর্তুগাল ম্যাচ জেতে ৫-৩ গোলে, যার ৪টি গোল একাই করেছিলেন ইউসেবিও।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
 
== বহিঃসংযোগ ==
[http://www.worldcupyears.com/years/1966starplayers.shtml সেরা খেলোয়াড়েরা]