রিচি বেনো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
+ 17টি বিষয়শ্রেণী হটক্যাটের মাধ্যমে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - নতুন পরিচ্ছেদ সৃষ্টি করা হয়েছে
১ নং লাইন:
{{Infobox cricketer
| name = রিচি বেনো
| image = Richie Benaud 1956.jpg
| country = অস্ট্রেলিয়া
| fullname = রিচি বেনো
৫১ নং লাইন:
| source = http://content-uk.cricinfo.com/australia/content/player/4123.html ক্রিকইনফো
}}
[[File:BenaudEarly.jpg|200px|right]]
'''রিচার্ড রিচি বেনো''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|ওবিই]] ({{IPAc-en|ˈ|b|ɛ|n|oʊ}}; {{lang-en|Richard "Richie" Benaud}}; [[জন্ম]]: [[৬ অক্টোবর]], [[১৯৩০]]) [[নিউ সাউথ ওয়েলস]] প্রদেশের পেনরিথ এলাকায় জন্মগ্রহণকারী সাবেক [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলীয়]] [[ক্রিকেটার]]। তাঁকে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] সর্বাপেক্ষা [[প্রতিভা|প্রতিভাবান]] [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] হিসেবে গণ্য করা হয়ে থাকে। ১৯৬৪ সালে [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গন থেকে [[অবসর]] নেয়ার পর ব্রিটিশ [[টেলিভিশন|টেলিভিশনের]] ক্রিকেট [[ধারাভাষ্যকার]] হিসেবে কর্মরত ছিলেন। ব্যাপক পরিচিতির আসনে থেকে ধারাভাষ্যের জগৎ থেকে ২০০৫ সালে অবসর নেন।
 
টেস্ট ক্রিকেটে তিনি [[all-rounder|অল-রাউন্ডারের]] ভূমিকায় অবতীর্ণ হতেন। নিম্ন-সারির ব্যাটসম্যানদের বিপক্ষে লেগ স্পিন বোলিংয়ের মাধ্যমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আউট করতেন। তাঁর খেলার সঙ্গী ও বোলিং অল-রাউন্ডার [[Alan Davidson (cricketer)|অ্যালান ডেভিডসনের]] সাথে একত্রিত হয়ে ১৯৫০-এর দশকের শেষদিক থেকে ১৯৬০-এর দশকের শুরুর সময়কাল পর্যন্ত তিনি দলকে বিশ্বের শীর্ষসারির দলে রূপান্তরিত করেছিলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৮ বছর বয়সে বেনো [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অভিষিক্ত হন। তারপর ১৯৫১ সালে আন্তর্জাতিক ক্রিকেটের [[টেস্ট ক্রিকেট|টেস্ট ম্যাচে]] প্রথম অংশগ্রহণ করেন। ১৯৫৮ সালে [[Australian national cricket captains|অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়করূপে]] মনোনীত হন ও ১৯৬৪ সালে অবসর নেয়ার পূর্ব-পর্যন্ত স্ব-পদে ছিলেন। তাঁর নিপুণ ও কৌশলী নেতৃত্ব এবং ক্রিকেট খেলায় অসাধারণ জ্ঞানের ফলে ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চারটি সিরিজ জয় করে অস্ট্রেলীয় দল। পাশাপাশি সাধারণ [[দর্শক|দর্শকদের]] কাছে এ ক্রীড়ার গুরুত্ব আরও বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেন। ১৯৬১ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার [[পদক]] লাভ করেন। এছাড়াও, ২০০৭ সালে [[অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেম|অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমে]] তাঁকে অন্তর্ভূক্ত করা হয়।
 
== মূল্যায়ণ ==
[[Gideon Haigh|গিডিওন হেই]] তাঁকে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] পরবর্তী সময়কালে সবচেয়ে প্রভাববিস্তারকারী ক্রিকেটার ও ক্রিকেট ব্যক্তিত্বরূপে বর্ণনা করেছেন।<ref>[http://content-www1.cricinfo.com/australia/content/player/4123.html Cricinfo player profile on Richie Benaud]</ref> বেনো’র আত্মজীবনীমূলক ‘এনিথিং বাট’ গ্রন্থের সমালোচনামূলক বক্তব্য উপস্থাপন করেন [[শ্রীলঙ্কা|শ্রীলঙ্কার]] বিশিষ্ট ক্রিকেট [[লেখক]] [[Harold de Andrado|হ্যারল্ড ডি অ্যানড্রাডো]] লিখেছেন: ‘রিচি বেনো খুব সম্ভবত স্যার [[Don Bradman|ডন ব্র্যাডম্যানের]] পরেই স্থান পাবেন। তিনি একাধারে ক্রিকেট ব্যক্তিত্ব, গবেষক, লেখক, সমালোচক, সংগঠক, পরামর্শক এবং ক্রিকেট খেলার ছাত্র।’"<ref>[http://content-www1.cricinfo.com/australia/content/story/74804.html Cricinfo review of Benaud autobiography: ''Anything But'']</ref>
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}
 
== আরও দেখুন ==
* [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]]
* [[গারফিল্ড সোবার্স]]
* [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার]]
* [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল]]
* [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার]]
 
== বহিঃসংযোগ ==