বাঁকুড়া জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৯ নং লাইন:
 
কোনো কোনো ঐতিহাসিক মনে করেন, প্রোটো-ইন্দো-ইউরোপীয়রা প্রথমে উত্তর ও পূর্ববঙ্গে বসতি স্থাপন করেন। পশ্চিমবঙ্গে তাঁদের বসতিস্থাপনের ঘটনা অপেক্ষাকৃত পরবর্তীকালের ঘটনা। বঙ্গে বৌদ্ধ ও জৈনধর্ম বিস্তারের ক্ষেত্রেও এই অঞ্চলের বিশেষ গুরুত্ব ছিল। তবে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর মধ্যেই যে আর্যদের ধর্ম ও সংস্কৃতি পশ্চিমবঙ্গে প্রাধান্য অর্জন করতে সক্ষম হয়েছিল, তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়।<ref name=Binoy/>
 
===বিষ্ণুপুর রাজ্য===
[[File:Dalmadal Arnab Dutta 2011.JPG|thumb|left|বিষ্ণুপুরের দলমাদল কামান, মল্ল রাজাদের দ্বারা নির্মিত]]
খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের সূচনাকাল পর্যন্ত বাঁকুড়া জেলার প্রায় এক হাজার বছরের ইতিহাসের সঙ্গে [[বিষ্ণুপুর|বিষ্ণুপুরের]] হিন্দু রাজাদের শাসনকাল ওতোপ্রতোভাবে জড়িত।<ref name=omalley2>O’Malley, L.S.S., ICS, ''Bankura'', ''Bengal District Gazetteers'', pp. 21-46, 1995 reprint, Government of West Bengal</ref> বিষ্ণুপুর ও তৎসংলগ্ন এলাকা সেই সময় মল্লভূম নামে পরিচিত ছিল। মল্লভূম রাজ্যের বিস্তার ছিল পশ্চিমে [[সাঁওতাল পরগনা|সাঁওতাল পরগনার]] [[দামিন-ই-কোহ]], দক্ষিণে [[পশ্চিম মেদিনীপুর জেলা|পশ্চিম মেদিনীপুর]], পূর্বে ও উত্তরে [[বর্ধমান জেলা]] পর্যন্ত। [[ছোটোনাগপুর মালভূমি|ছোটোনাগপুর মালভূমির]] কিছু অংশ এই রাজ্যের অধিভুক্ত ছিল। আদিবাসী রাজ্য [[ধলভূম]], [[টুংভূম]], [[সামন্তভূম]], বরাহভূম বা বরাভূম ধীরে ধীরে বিষ্ণুপুরের মল্ল রাজবংশের অধীনস্থ হয়ে পড়ে।<ref name=omalley2/>
 
মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা আদি মল্ল (জন্ম ৬৯৫ খ্রিস্টাব্দ)। তিনি [[কোতুলপুর]] থেকে {{convert|8.4|km}} দূরে লাউগ্রাম থেকে ৩৩ বছর শাসনকাজ চালিয়েছিলেন। ১৫ বছর বয়সেই তিনি একজন অপ্রতিদ্বন্দ্বী মল্লযোদ্ধা হয়ে ওঠেন। এই কারণেই তিনি আদি মল্ল নামে পরিচিত হন। তিনি বাগদি রাজা নামে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র জয় মল্ল সিংহাসনে বসেন। তিনি রাজ্যের সীমানা প্রসারিত করেন এবং বিষ্ণুপুরের রাজ্যের রাজধানী স্থাপন করেন। তাঁর পরের রাজারা রাজ্যের আয়তন আরও বৃদ্ধি করেছিলেন। এই বংশের রাজাদের মধ্যে কালু মল্ল, কাউ মল্ল, জৌ মল্ল ও সুর মল্লের নাম উল্লেখযোগ্য।
 
===পরবর্তীকাল===