কাজী নূরুজ্জামান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Hasive (আলোচনা | অবদান)
২৭ নং লাইন:
 
== মুক্তিযুদ্ধে অবদান ==
[[১৯৭১]] সালের [[২৫ মার্চ]] কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপর গণহত্যা শুরু করলে কাজী নূরুজ্জামান [[ঢাকা]] ত্যাগ করে স্বপরিবারে [[ময়মনসিংহ]] চলে যান। [[২৮ মার্চ]] দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জয়দেবপুর থেকে টাঙ্গাইল হয়ে ময়মনসিংহে পৌঁছে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর [[কাজী মোহাম্মদমুহাম্মদ সফিউল্লাহশফিউল্লাহ|কাজী মোহাম্মদমুহাম্মদ সফিউল্লাহ'রশফিউল্লাহর]] সঙ্গে দেখা করেন।
 
[[৪ এপ্রিল]], ১৯৭১ হবিগঞ্জের তেলিয়াপাড়া চা-বাগানের ম্যানেজারের বাংলোয় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ও তদূর্ধ্ব পদবির কর্মকর্তাদের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হয়। সে সভায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাত্তরের মে মাসে তাঁকে সভাপতি করে একটি পর্ষদ গঠন করা হয় [[বাংলাদেশ সেনাবাহিনী|বাংলাদেশ সেনাবাহিনীর]] প্রথম ব্যাচ ক্যাডেট নির্বাচনের জন্য। এই ক্যাডেটরা কমিশন লাভ করেন সে বছরের [[৯ অক্টোবর]]।