কুমির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
পরিবর্ধন
২২ নং লাইন:
| display_children = 1
}}
'''কুমির''' ('''ক্রোকোডাইল'''; '''ক্রোকোডিলাইন''' উপবর্গ, এরা '''ট্রু ক্রোকোডাইল''' নামে পরিচিত) হল একপ্রকাল জলচর চতুষ্পদ প্রাণী। এগুলিকে দেখা যায় [[আফ্রিকা]], [[এশিয়া]], [[উত্তর আমেরিকা|উত্তর]] ও [[দক্ষিণ আমেরিকা]] এবং [[অস্ট্রেলিয়া]] মহাদেশে।<ref name=Getal03>{{cite journal |last=Gatesy |first=Jorge |coauthors=Amato, G.; Norell, M.; DeSalle, R.; and Hayashi, C. |year=2003 |title=Combined support for wholesale taxic atavism in gavialine crocodylians |journal=Systematic Biology |volume=52 |issue=3 |pages=403–422 |doi= 10.1080/1063515035019703 |url=http://www.faculty.ucr.edu/~mmaduro/seminarpdf/GatesyetalSystBiol2003.pdf}}</ref>
 
কুমির, অ্যালিগেটর ও ঘড়িয়ালরা সাধারণ দৃষ্টিতে একই রমক দেখতে হলেও, জীববিজ্ঞানের দৃষ্টিতে এরা পৃথক বর্গের অন্তর্গত। ঘড়িয়ালের মুখের ডগার কাছটি গোলাকার। তবে অ্যালিগেটর ও কুমিরকে পৃথক করা একটু কঠিন। বাহ্যিক দৃষ্টিতে কুমিরের মাথাটি সরু ও দীর্ঘ আকারের হয়। অ্যালিগেটরের মুখটি অনেকটা ইংরেজি ইউ (U) আকৃতিবিশিষ্ট এবং কুমিরের মুখটি ইংরেজি ভি (V) আকৃতিবিশিষ্ট হয়। কুমিরের উপরের ও নিচের চোয়াল দুটির প্রস্থ এক এবং নিচের চোয়ালের দাঁতগুলি মুখ বন্ধ থাকা অবস্থায় উপরের চোয়ালের দাঁতগুলির উপরে থাকে। ফলে দাঁতগুলি ওই অবস্থায় দেখা যায়। এই বৈশিষ্ট অ্যালিগেটরের নেই।<ref>{{cite web|url=http://www.flmnh.ufl.edu/cnhc/cbd-faq-q1.htm |title=Crocodilian Biology Database - FAQ - What's the difference between a crocodile and an alligator |publisher=Flmnh.ufl.edu |date= |accessdate=2009-04-05}}</ref> একই বর্গের অন্যান্য প্রাণীর তুলনায় কুমির অনেক বেশি উগ্র হয়।<ref name="Guggisberg">{{cite book | author = Guggisberg, C.A.W. |url = | title = Crocodiles: Their Natural History, Folklore, and Conservation| year = 1972 | page = 195 | isbn = 0-7153-5272-5 | publisher = David & Charles | location = Newton Abbot}}</ref>
'''কুমির''' একটি বৃহদাকার জলজ [[সরীসৃপ]], যেটি [[আফ্রিকা]], [[এশিয়া]], [[আমেরিকা]] ও [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] [[গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল|গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে]] বাস করে। কুমির ''ক্রোকোডাইলিডে'' গোত্রভুক্ত যে কোন প্রজাতির সাধারণ নাম। কুমির সাধারণত মিঠাপানির [[নদী]], [[হ্রদ]], [[জলাভূমি]] এবং কখনো কখনো [[লোনা]] পানিতেও বাস করে। এরা সাধারণত [[মাছ]], [[সরীসৃপ]], [[স্তন্যপায়ী]] ইত্যাদি [[মেরুদন্ডী]] প্রাণী শিকার করে থাকে। কুমির উৎপত্তি অতি প্রাচীন কালে এবং ধারণা করা হয় ডাইনোসর যুগের পর এরা অল্পই পরিবর্তিত হয়েছে। বৈজ্ঞানিকদের মতে, এরা প্রায় ২০ কোটি বছর প্রাচীন, যেখানে ডাইনোসর বিলুপ্ত হয়েছে ৬.৫ কোটি বছর পূর্বে; অর্থাৎ কুমির বৃহৎ বিলুপ্তির পর্যায়গুলো পার হয়ে এসেছে।<ref name=ausfauna>Grigg, Gordon and Gans, Carl (1993) Morphology And Physiology Of The Crocodylia, in Fauna of Australia Vol 2A Amphibia and Reptilia, chapter 40, pages 326-336. Australian Government Publishing Service, Canberra. [http://eprint.uq.edu.au/archive/00002011/02/croc.pdf PDF]</ref>
 
সব ধরনের কুমিরই আকৃতি ও জীববিজ্ঞানের নিয়ম অনুসারে একই রকম। কিন্তু তাদের আকার, প্রকৃতি, আচরণ ও বাসস্থানের ধরন প্রজাতি অনুসারে বিভিন্ন হয়। যদিও এই সব ব্যাপারে তাদের মধ্যে বেশ কিছু মিলও দেখা যায়। সব কুমিরই অর্ধ-জলচর প্রাণী। এরা মূলত নদী, হ্রদ ও জলাভূমির মিষ্টি জলেই বাস করে। কোনো প্রজাতির কুমির অর্ধ-লবনাক্ত ও লবনাক্ত জলেও বাস করে। এরা মাংসাশী প্রাণী। প্রধানত মাছ, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীই এদের খাদ্য।
 
কুমির বিষুবীয় অঞ্চলে বাস করে। শীতল পরিবেশের প্রতি এরা সংবেদনশীল। প্রায় সাড়ে ৫ কোটি বছর আগে ইওসিন যুগে এরা অন্যান্য ক্রোকোডিলিয়ান প্রজাতির থেকে পৃথক হয়ে গিয়েছিল।<ref name=kambara>Buchanan, L.A. 2009. "Kambara taraina sp. nov. (Crocodylia, Crocodyloidea), a new Eocene mekosuchine from Queensland, Australia, and a revision of the genus". Journal of Vertebrate Paleontology 29 (2): 473–486.</ref> [[ক্রোকোডাইলোমর্ফিয়া|ক্রোকোডাইলোমর্ফিয়ার]] অন্যান্য শাখার মতো এই শাখাটিও বিগত সাড়ে ২২ কোটি বছর ধরে নানা গণ-বিলুপ্তি সত্ত্বেও টিকে আছে। তবে এখন বাসস্থানের সমস্যা ও বেআইনি শিকারের ফলে কুমিরের অনেক প্রজাতিই বিপন্ন বা লুপ্তপ্রায়।
 
== নাম ==