কুন্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Kafi Rashid (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২ নং লাইন:
 
==উপাখ্যান==
কুন্তী ছিলেন কুন্তিভোজ'র পালিতা কণ্যা, বাসুদেবের বোন, কৃষ্ণ'র ফুফু।পিসি। তার মানে কুন্তী'র পাঁচ ছেলে, যারা পঞ্চপান্ডব নামে পরিচিত ছিলেন তারা হলেন কৃষ্ণ'র ফুফাতোপিসতেতো ভাই। মামাতো ভাই কৃষ্ণ ১৬ হাজার রাজকণ্যা বিয়ে করলেও পঞ্চপান্ডবেরা পাঁচ ভাই পেলেন একটামাত্র বৌ! কুন্তী যখন কুমারী ছিলেন তখন তার গৃহে দুর্বাসা মুনি অতিথি হয়ে এলে কুন্তী তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করে দ্যান। খুশি হয়ে দুর্বাসা মুনি কুন্তীকে এক অদ্ভুত বর দ্যান, যা কিনা এতোদিন শুধু পুরুষেরাই পেয়ে এসেছে। বর টা ছিলো অ্যামন, কুন্তী কোন দেবতাকে স্মরণ করলে সেই দেবতা এসে কুন্তীকে যৌনসঙ্গম দ্বারা পরিতৃপ্ত করে পুত্রসন্তান দান করবে।
 
বর পেয়ে কৌতুহলী কুন্তী কুমারী অবস্থায়ই সূর্যদেবকে কামনা করে বসেন, সূর্যদেবের সাথে মিলনে কুন্তী গর্ভবতী হয়ে পরায় সন্তানের জন্ম হলে লজ্জায় তাকে পানিতে ভাসিয়ে দেয়া হয়। এই পুত্র মহাভারতে কর্ণ নামে পরিচিত হন। কথিত আছে, "কুন্তি" নামের অর্থ "সূর্যদেবের প্রেমিকা"।
৮ নং লাইন:
এরপর কুন্তিভোজ কুন্তীর জন্য স্বয়ংবরা'র আয়োজন করলে কুন্তী পাণ্ডু'র গলায় মালা দ্যান। পাণ্ডু'র আরেক স্ত্রী ছিলো, মাদ্রী। একদিন পাণ্ডু মাদ্রী ও কুন্তীকে নিয়ে হিমালয়ের দক্ষিনে বেরিয়ে পরেন। সেখানে এক মুনি, যার নাম কিমিন্দম, হরিণের রূপ ধরে এক হরিণীর সাথে সঙ্গমরত ছিলেন। পাণ্ডু না বুঝে হরিণ-হরিণী দুটোকে হত্যা করেন, মৃত্যুর আগে কিমিন্দম পাণ্ডুকে এক শাপ দ্যান যে, পাণ্ডু যদি কোন নারীর সাথে সঙ্গমে লিপ্ত হয় তাহলে তার মৃত্যু ঘটবে। এই ঘটনার পর পাণ্ডু যেদিন কুন্তীর সাথে সঙ্গম করার ইচ্ছা প্রকাশ করেন সেদিন কুন্তী দুর্বাসা মুনি'র বরের কথা বললে পাণ্ডু তিনজন দেবতাকে কামনা করতে বলেন। কুন্তী দেবতা ধর্মকে আহবান করলে তার সাথে মিলনে যুধিষ্ঠির'র জন্ম হয়, বায়ু'র সাথে মিলনে ভীম ও ইন্দ্রের সাথে মিলনে অর্জুনের জন্ম হয়।
 
সতীন মাদ্রী এই বিশেষ মন্ত্র কুন্তীর কাছ থেকে জেনে অশ্বিনীকে কামনা করেন, জন্ম হয় দুই পুত্রের- সহদেব ও নকুল। পাণ্ডু'র দুই স্ত্রী'র গর্ভে জন্ম নেয়া যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব ও নকুল, এই পাঁচ পুত্র হলো পঞ্চপান্ডব। এরপর একদিন অত্যন্ত কামার্ত অবস্থায় পাণ্ডু মাদ্রীর সাথে সঙ্গমে লিপ্ত হলে কিমিন্দম মুনি'র শাপে পাণ্ডু'র মৃত্যু হয়। এরপরের কাহিনীর প্রায় পুরোটা জুরে আছেন পঞ্চপান্ডব ও দ্রৌপদী, যা আরেক ট্র্যাজেডি।
 
==External links==