লুকা পাচিওলি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সম্প্রসারণ
৬ নং লাইন:
ফ্রা লুকা বার্তোলোমিয়ো দা প্যাসিলি বা লুকা প্যাসিলি (১৪৪৫-১৫১৭) ছিলেন একজন ইতালিয় গণিতবিদ। তিনি লিয়নার্দো দ্যা ভিঞ্চির একজন সহযোগী ছিলেন এবং তাকে বর্তমান হিসাব বিজ্ঞানের জনক বলা হয়
 
==ব্যক্তিগত জীবন==
লুকা ডি প্যাসিওলিকে আধুনিক হিসাববিজ্ঞানের জনক বলা হয়। তিনি ১৪৯৪ খ্রিস্টাব্দে তার রচিত "Sunma De Arithmetic Geometrica Proportionate Proportionalita" নামক গ্রন্থে হিসাবশাস্ত্রের মুলনীতি হিসেবে সর্বপ্রথম দু'তরফা নীতি বা পদ্ধতির কথা লেখেন। তার পুস্তকের ৫টি অংশ ছিলঃ (1) Arithmetic and Algebra, (2) Their use in trade reckoning, (3) Accounting, (4) Money and exchange, (5) Geometry. তিনি তার পুস্তকের তৃতীয় অংশে হিসাবশাস্ত্র সম্পর্কে লেখেন।
লুকা প্যাসিওলি ১৪৪৫ সালে "সানসিপলক্রো"তে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি ছোটবেলায় স্কুলিং শেষ করেন। সকুলে তিনি গতানুগতিক শিক্ষা গ্রহণের বদলে ব্যবসা শিক্ষায় বাধ্য হন। যৌবনের শুরুতে তিনি গণিতের শিক্ষক হিসেবে ব্যাক্তিগতভাবে কাজ করতেন । একসময় তিনি গণিতের শিক্ষকতা চেরে দিতে বাধ্য হন এবং ১৪৯৭ সালে তার প্রথম বই প্রকাশ করেন। এর নাম ছিল "Sunma De Arithmetic Geometrica Proportionate Proportionalita"। তার এই বই প্রকাশের পর তিনি ইতালির মিলান শহররের ডিউকের কাছ থেকে মিলানে এসে তার সাথে কাজ করার আমন্ত্রণ পান। মিলানেই তিনি লিয়নার্দো দ্যা ভিঞ্চির সাথে পরিচিত হন এবং তাকে গণিত পড়ানো শুরু করেন।
 
==তথ্যসূত্র==
{{reflist}}
==বহিঃসংযোগ==
 
[[বিষয়শ্রেণী:ইতালীয় গণিতবিদ]]