তিলা মুনিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Archaeodontosaurus (আলোচনা | অবদান)
৫৮ নং লাইন:
 
তিলা মুনিয়া ফসলের খেত, মাঠ, নলখাগড়ার বন, বাগান ও ঝোপে ঝাঁকে ঝাঁকে বিচরণ করে। মাঝে মাঝে ১০০ বা তারও বেশি পাখির ঝাঁক দেখা যায়। মাটি, ঘাস বা ধানের মধ্যে এরা খাবার খোঁজে। এদের ঠোঁট খাটো ও বেশ শক্ত। ধান বা অন্যান্য শস্যদানা মুখে রেখেই তা থেকে শক্ত খোসা ছাড়িয়ে নিতে পারে। এছাড়া ঘাসবীচি, রসালো ফল ও কীটপতঙ্গও খায়।<ref name="এশিয়াটিক"/><ref name="প্রথম"/> অন্যান্য মুনিয়া ও বাবুইয়ের সাথে দল বেঁধে এরা ঝোপ, আখখেত বা ঘাসবনে রাত কাটায়। সচরাচর শ্রুতিকটু স্বরে ডাকে: ''কিটি-কিটি-কিটি.....'', ''কিটি-ইইইইই....'', ''কি-কি-কি-কি-কি-টিইই....'', ''চিক্'', ''ট্র্যাট-ট্র্যাট''। মে-সেপ্টেম্বর প্রজননকাল। [[খেজুর|খেজুরগাছের]] পাতার আড়ালে, লতার ঝোপে, [[বাবলা]], [[ঝাউ]], [[কেয়া]], কান্তা, [[দেবদারু]] বা অন্যান্য ঝোপাকৃতির গাছে ২ থেকে ৫ মিটার উঁচুতে গোলাকৃতির বাসা বোনে। ঘাস-লতা-ধানের পাতা, পালক ইত্যাদি দিয়ে সুন্দর, নরম ও তুলট বাসার ভিত্তি রচনা করে। কাশফুল দিয়ে চারপাশটা মুড়ে নেয়। বাসার ভেতরে থাকে কাশফুলের গদি। বাসায় ঢোকার জন্য গোপন সরু পথ বানায়, যেন শত্রুরা না দেখে। এছাড়া কার্নিশের নিচে বা খালি কার্টনেও বাসা করে। স্ত্রী মুনিয়া চার থেকে দশটি ধবধবে সাদা ডিম পাড়ে। ডিমের মাপ ১.৬ × ১.১ সেমি। স্বামী-স্ত্রী মিলে ১৩ থেকে ১৬ দিন তা দিয়ে বাচ্চা ফোটায়।<ref name="এশিয়াটিক"/><ref name="প্রথম"/>
[[File:Lonchura punctulata MHNT 228 La Réunion.jpg|thumb|''Lonchura punctulata'']]
 
==পোষা পাখি মুনিয়া==