তিব্বত সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
৪৬ নং লাইন:
==সপ্তম শতাব্দীর প্রথমার্ধ ও সাম্রাজ্য স্থাপনা==
 
[[লাসা]]র দক্ষিণপূর্বে অবস্থিত [[ইয়ার্লুং উপত্যকা]]র বিভিন্ন গোষ্ঠীপতিদের মধ্যে একজন [[গ্নাম-রি-স্রোং-ব্ত্সন]] আনুমানিক ৬০০ খ্রিষ্টাব্দে ঐ উপত্যকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত গোষ্ঠীদের একের পর এক যুদ্ধে পরাজিত করেন। এইভাবে তাঁর রাজ্য [[লাসা]] সহ মধ্য [[তিব্বত]] পর্যন্ত ছড়িয়ে পড়ে। বহু যুদ্ধে জয়ী তাঁর রণ অভিজ্ঞ সৈন্যবাহিনীর সমর্থনে তিনি এক শক্তিশালী কেন্দ্রীয় শাসনব্যবস্থা গঠন করতে সক্ষম হন, যার ফলে তিব্বত মালভূমির বিভিন্ন গোষ্ঠী একত্রিত হয়। <ref name="Kolmaš>Josef Kolmaš, ''Tibet and Imperial China, A Survey of Sino-Tibetan Relations up to the End of the Madchu Dynasty in 1912''. Occasional paper No. 7, The Australian National University, Centre of Oriental Studies, Canberra, 1967. ([http://picasaweb.google.com/hugo.lpz/TibetAndImperialChina/photo#s5192105797551575666 lire en ligne], appuyer sur F11 pour l'affichage plein écran) </ref> {{rp|৫}} [[গ্নাম-রি-স্রোং-ব্ত্সন]]কে ৬১৮ অথবা ৬২৯ খ্রিষ্টাব্দে বিদ্রোহীদের দ্বারা বিষক্রিয়ার মাধ্যমে হত্যা করা হলে তাঁর পুত্র [[স্রোং-ব্ত্সন-স্গাম-পো]] এই বিদ্রোহ দমন করে পরবর্তী সম্রাট হন। <ref name=BeckwithBeckwith87>Beckwith, Christopher I. (1987). The Tibetan Empire in Central Asia: A History of the Struggle for Great Power among Tibetans, Turks, Arabs, and Chinese during the Early Middle Ages. Princeton University Press. Princeton, New Jersey. ISBN 0-691-02469-3.</ref> {{rp|১৯}} <ref name=Bushell>Bushell, S. W. "The Early History of Tibet. From Chinese Sources." Journal of the Royal Asiatic Society, Vol. XII, 1880 </ref> {{rp|৪৪৩}}
 
৬২৭ খ্রিষ্টাব্দে স্রোং-ব্ত্সন-স্গাম-পোর মন্ত্রী ম্যাং-মাং-পো-র্জে [[ঝাংঝুং]] রাজ্যের সাহায্যে উত্তর পূর্ব [[তিব্বত|তিব্বতে]] বসবাসকারী [[সুমপা]] জাতিকে পরাজিত করেন।<ref>''Documents de Touen-houang relatifs a l'histoire du Tibet''. J. Bacot, F. W. Thomas and Ch. Toussaint. Libraire Orienaliste Paul Geunther. Paris, 1940, pp. 130, 147.</ref> [[জিউ ট্যাংশু]] গ্রন্থে বলা হয়েছে যে ৬৩৪ খ্রিষ্টাব্দে ইয়াংটং বা [[ঝাংঝুং]] ও অন্যান্য [[চিয়াং জাতি]] [[তিব্বত|তিব্বতের]] অধীনস্থ হয়। এরপর সম্রাট [[ঝাংঝুং]] রাজ্য ও নিজের রাজ্যকে মিলিত করে [[তুয়ুহুন রাজ্য]]কে পরাজিত করেন। <ref>Norbu, Namkhai. (1981). ''The Necklace of Gzi, A Cultural History of Tibet'', p. 30. Information Office of His Holiness The Dalai Lama, Dharamsala, H.P., India.</ref><ref>Allen, Charles. ''The Search for Shangri-La: A Journey into Tibetan History'', pp. 127-128. (1999). Reprint: (2000). Abacus, London. ISBN 0-349-11142-1.</ref>
 
৬৩৪ খ্রিষ্টাব্দে [[স্রোং-ব্ত্সন-স্গাম-পো]] [[ট্যাং রাজবংশ|ট্যাং সম্রাটের]] নিকট দূত মারফৎ সোনা ও রেশম পাঠিয়ে চীনের যে কোন একজন রাজকুমারীকে বিবাহ করার প্রার্থনা করেন। কিন্তু এতে [[ট্যাং রাজবংশ|ট্যাং সম্রাট]] [[ট্যাং তাইজং]] আপত্তি করলে তিনি [[তুয়ুহুন রাজ্য]] ও সোংঝৌ নামক [[ট্যাং রাজবংশ|ট্যাং সাম্রাজ্যের]] সীমান্ত প্রদেশ আক্রমণ করেন।<ref name="Powers168 9"/> ট্যাংদের লেখা রচনাতে বলা হয়েছে, এই যুদ্ধে [[স্রোং-ব্ত্সন-স্গাম-পো]] পরাজিত হয়ে ক্ষমা প্রার্থনা করলে [[ট্যাং রাজবংশ|ট্যাং সম্রাট]] [[ট্যাং তাইজং]] তাঁর বিবাহের প্রার্থনা স্বীকার করেন। <ref name="Lee7 9"> Lee, Don Y. The History of Early Relations between China and Tibet: From Chiu t'ang-shu, a documentary survey (1981) Eastern Press, Bloomington, Indiana. ISBN 0-939758-00-8pp. 7-9</ref><ref name="Pelliot3 4"Pelliot>Pelliot, Paul. Histoire ancienne du Tibet (1961) Librairie d'Amérique et d'orient, Paris, pp. 3-4</ref>{{rp|৩}} কিন্তু তিব্বত থেকে প্রাপ্ত রচনা থেকে যায় যে তিব্বতী সেনা চীনাদের পরাজিত করলে [[ট্যাং তাইজং]] তাঁর ভ্রাতুষ্পুত্রী [[ওয়েংচেন গোংঝু]]কে তাঁর হাতে দিতে বাধ্য হন। <ref name="Powers168 9">Powers, John. History as Propaganda: Tibetan Exiles versus the People's Republic of China (2004) Oxford University Press. ISBN 978-0-19-517426-7, pp. 168-9</ref>
 
==সপ্তম শতাব্দীর দ্বিতীয়ার্ধ==
 
৬৫০ খ্রিষ্টাব্দে [[স্রোং-ব্ত্সন-স্গাম-পো]]র পৌত্র [[খ্রি-মাং-স্লোন-র্ত্সান]] সিংহাসনে বসলে [[ট্যাং রাজবংশ|ট্যাং সাম্রাজ্যের]] সঙ্গে [[তিব্বত|তিব্বতের]] সম্পর্কের অবনতি ঘটে। ৬৫৮ খ্রিষ্টাব্দে খ্রি-মাং-স্লোন-র্ত্সান তাঁর পিতামহ [[স্রোং-ব্ত্সন-স্গাম-পো]]র মতো [[ট্যাং রাজবংশ|ট্যাং সম্রাটের]] কাছে কোন চীনা রাজকুমারীর সঙ্গে তাঁর বিবাহের অনুমতি প্রার্থনা করেন, কিন্তু চীনারা তা মানতে অস্বীকার করেন। <ref name=Pelliot/>{{rp|৭, ৮৫}} এরপর [[খ্রি-মাং-স্লোন-র্ত্সান]] পূর্বে [[তুয়ুহুন রাজ্য]] ও পশ্চিমে [[ঝাংঝুং]] রাজ্যে তিব্বতের শাসনকে আরো শক্তিশালী করা শুরু করেন। <ref name=Yeshe>''Ancient Tibet: Research materials from the Yeshe De Project''. 1986. Dharma Publishing, California. ISBN 0-89800-146-3</ref>{{rp|২৩১}}
 
৬৬২ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে [[খ্রি-মাং-স্লোন-র্ত্সান]] [[পশ্চিম তুর্কী খাগানাত|পশ্চিম তুর্কী খাগানাতের]] সাথে বন্ধুত্ব স্থাপন করে এই দুই শক্তি ৬৬৩ খ্রিষ্টাব্দে [[কাশগর]] ও ৬৬৫ খ্রিষ্টাব্দে [[খোটান]] দখল করে। ৬৬৭ খ্রিষ্টাব্দে [[তিব্বত|তিব্বতের]] নিকট তুর্কী [[নুশিবাই]] পরাজয় স্বীকার করে<ref>Beckwith, Christopher I. ''The Tibetan Empire in Central Asia''. (1987), pp. 32-33. Princeton University Press. ISBN 0-691-02469-3.</ref> যার ফলে [[ওয়াখান]] উপত্যকা দখলে চলে আসে। <ref name=Yeshe/>{{rp|২৩২}} ৬৭০ খ্রিষ্টাব্দে তিব্বতী বাহিনী [[চীন|চীনের]] অধিকারে থাকা [[তারিম নদী]]র পশ্চিম উপত্যকা ও [[আকসু]] দখল করে নেয়। <ref name=Beckwith87/>{{rp|৩৪-৩৬}}
 
==তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রসার==