এসপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রভাব
Suvray (আলোচনা | অবদান)
জীবনী
৮ নং লাইন:
| other_names = ইসপ, আইসপ
| birth_name =
| birth_date = আনুমানিক খ্রিষ্টখ্রিস্ট-পূর্ব ৬২০
| death_date = আনুমানিক খ্রিষ্টখ্রিস্ট-পূর্ব ৫৬৪
| residence =
| nationality =
২১ নং লাইন:
| institutions =
| influences =
| influenced = [[Aristotle|এরিস্টটল]], [[Herodotus|হিরোডটাসহিরোডোটাস]], [[Plutarch|প্লুটার্চপ্লুতার্ক]], [[Aristophanes|এরিস্টোফ্যান্স]], [[Sophocles|সোফোক্লিস]], [[Socrates|সক্রেটিস]], [[Diogenes Laertius|ডিওজেন্স]], [[Demetrius of Phalerum|দিমিত্রিয়াস অব ফালেরাম]], [[Phaedrus (fabulist)|ফায়েদ্রাস]], [[Babrius|বাব্রিয়াস]], [[Avianus|এভিয়ানাস]], [[Dositheus Magister|দোসিথিয়াস]], [[Himerius|হিমারিয়াস]], [[Maximus Planudes|ম্যাক্সিমাস প্লানুডেস]]
}}
'''এসপ''' ({{IPAc-en|ˈ|iː|s|ɒ|p}} {{respell|EE|sop}}; {{lang-grc|Αἴσωπος}}; [[জন্ম]]: [[খ্রিষ্টপূর্ব ৬২০]] - [[খ্রিষ্টপূর্ব ৫৬৪]]) বিখ্যাত ও প্রাচীন গ্রীক [[লেখক]] ছিলেন। খ্রিষ্ট-পূর্ব ষষ্ঠ শতকে তিনি পশু-প্রাণীদের ঘিরে অনেকগুলো [[উপ-কথা]] বা কল্পকাহিনী মুখে বলার মাধ্যমে অনেকগুলো নীতি-কথা ব্যক্ত করে আধুনিক বিশ্বে অমর হয়ে রয়েছেন। একসময় তিনি থ্রাসে দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিলেন। প্রাণীসম্পর্কীয় চরিত্র, স্থির বিষয়াবলীকে ঘিরে রচিত উপ-কথা ব্যক্ত করে মানবচরিত্রের সমস্যার সমাধান করতে পারঙ্গমতা প্রদর্শন করেছেন। এ উপ-কথাগুলোর সাথে তাঁর নামও যুক্ত হয়ে আছে এবং মৌখিকভাবে দীর্ঘ সময় ধরে প্রবাহিত হচ্ছে। ইন্দো-ইউরোপীয় জনগোষ্ঠীর সাধারণ জীবনধারায় এ উপ-কথাগুলোর ভূমিকা অপরিসীম। এছাড়াও [[বিশ্বসাহিত্য]] অঙ্গনেও এর জনপ্রিয়তা অসম্ভব আকারে রয়েছে।
২৮ নং লাইন:
 
আধুনিক ইউরোপে প্রচলিত উপ-কথাগুলো বাইজেন্টাইন সন্ন্যাসী [[ম্যাক্সিমাস প্লানুডেস|ম্যাক্সিমাস প্ল্যানুডেসের]] ল্যাটিন সংস্করণ থেকে আহুত। সংস্কৃত ভাষায় পঞ্চতন্ত্র শিরোনামে খ্রীষ্ট-পূর্ব ৩য় শতক থেকে খ্রীষ্ট পরবর্তী ৪র্থ শতকের মধ্যে ভারতীয় লেখক [[বিষ্ণুশর্মা]] লিখেছেন। ''পঞ্চতন্ত্র'' কমপক্ষে ৫০টি ভাষায় দুই শতাধিক সংস্করণে লিখিত হয়েছে।
 
== জীবনী ==
এসপের জন্মস্থান নিয়ে বেশ বিতর্ক রয়েছে। থ্রেস, ফ্রিজিয়া, এথিওপিয়া, সামোস, এথেন্স এবং সার্দিস - শহরগুলোর প্রত্যেকেই তাঁর জন্মস্থানের সম্মাননার দাবীদার।<ref name=bio/> তাঁর জীবনভিত্তিক তথ্যগুলোর তেমন ভিত্তি নেই। তবে, তিনি যে সামোসের ইয়াদমনের ক্রীতদাস ছিলেন ও ডেলফির অধিবাসীদের হাতে মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বিখ্যাত ইতিহাসবেত্তা [[হিরোডোটাস|হিরোডোটাসও]] তাঁর হত্যার বিষয়ে কোন কারণ উল্লেখ করেননি। পরবর্তীকালে অনেক [[লেখক|লেখকই]] তাঁর অবজ্ঞাসূচক দৃষ্টিভঙ্গী, ডেলফিতে টাকা ছড়ানো, রৌপ্যনির্মিত পেয়ালা চুরি ইত্যাদি বিষয়াবলী এ হত্যাকাণ্ডে ইন্ধন জুগিয়েছে বলে ধারণা করেছেন।
 
== এসপের উপ-কথা ==
৩৭ ⟶ ৪০ নং লাইন:
 
== প্রভাব ==
এসপের উপ-কথাগুলো আজো নৈতিক শিক্ষা প্রদান করে থাকে। বিভিন্ন বিনোদনধর্মী ব্যবস্থা বিশেষতঃ শিশুদের খেলাধূলায় ও [[কার্টুন|কার্টুনের]] বিষয়বস্তু হিসেবে এ উপ-কথাগুলো প্রয়োগ করা হয়।<ref name=bio>[http://www.biographybase.com/biography/Aesop.html www.biographybase.com - Aesop]</ref> এসপ অত্যন্ত [[প্রতিভা|প্রতিভাবাপন্ন ব্যক্তি]] হিসেবে তাঁর এ সকল উপকথাগুলোকে উপস্থাপন করেছেন। এগুলোর মাধ্যমে তিনি অনেকগুলো স্মরণীয় উদাহরণের স্বাক্ষর রেখেছেন যাতে তাঁর নাম স্থান, কাল, পাত্রভেদে স্বর্ণালী অক্ষরে লিপিবদ্ধ হয়ে রয়েছে। পরবর্তীকালের লেখকগণ তাঁর এ সকল উপ-কথাগুলো সংগ্রহ করে বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করে রেখে গেছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এ সকল উপকথাগুলোই [[পাশ্চাত্য সাহিত্য]] ও পল্লীসাহিত্যের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসেছ যুগ যুগ ধরে।
 
== তথ্যসূত্র ==
৯৪ ⟶ ৯৭ নং লাইন:
[[বিষয়শ্রেণী:উপ-কথা লেখক]]
[[বিষয়শ্রেণী:প্রাচীন গ্রীক দাস ও মুক্ত ক্রীতদাস]]
[[বিষয়শ্রেণী:খ্রিষ্টপূর্বখ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তি]]
'https://bn.wikipedia.org/wiki/এসপ' থেকে আনীত