বীমাগাণনিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র, বহিঃসংযোগ
সম্প্রসারন
২ নং লাইন:
|name= একচুয়ারি
|image=[[File:Hurricane katrina damage gulfport mississippi.jpg|300px]]
|caption= [[হারিকেন ক্যাটরিনা|হারিকেন ক্যাটরিনায়]] ক্ষয়ক্ষতির চিত্র। একচুয়ারি পেশাজীবিদের সুদূর ভবিষ্যতের জন্য এই ধরনের ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাব্যতা অনুমান করতে হয় যাতে করে সঠিক প্রিমিয়ামের মাধ্যমে এই জাতীয় সম্পদের বীমা করে ঝুকি কমানো যায়।
<!------------Details------------------->
|type=[[পেশা]]
১২ নং লাইন:
|average_salary=See [[#Remuneration|Remuneration]]
}}
'''একচুয়ারি''' হল একটি ব্যাবসা সংক্রান্ত পেশাপেশাজীবি যারা ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতীক ঝুকি এবং অর্থনৈতীক অনিশ্চয়তা নিয়ে কাজ করে। [[গণিত]] এবং জটিল অর্থনৈতীক হিসাবনিকাশের সাহায্যে একচুয়ারিগন প্রতিষ্ঠানের অর্থনৈতীক নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন।
 
অর্থনৈতীক ক্ষতির পরিমান কমাতে এবং তা নিয়ন্ত্রন করার লক্ষে একচুয়ারিরাএকচুয়ারিগন গানিতীক ভাবে হিসাব নিকাশ করে একটি দূর্ঘটনা কিংবা অর্থনৈতীক ক্ষতির সম্ভাব্যতা নিরূপন করেন। সব ধরনের ক্ষতির ক্ষতিপূরন হয় না,না। যেমন কোন মানুষের মৃত্যু হলে কোনভাবেই এর ক্ষতিপূরন সম্ভব নয়নয়। তবে এই ধরনের সম্ভাব্যতা নিরূপনের উদ্দেশ্য হল ঐ লোকটির মৃত্যুর ফলে যে ধরনের অর্থনৈতীক ক্ষতি হয়হয়েছে তা পুষিয়ে নেওয়া। ব্যাবসার সম্ভাব্য ঝুকির হিসাব করতে হলে অবশ্যই হিসাবকারীকে ব্যাবসা, অর্থনৈতীক ব্যাবস্থা, এবং মানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়া উচ্চমাত্রার একচুয়ারি দক্ষতাও এই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ন।
 
ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্টের ২০০৬ সালের এক জরিপে একচুয়ারি পেশাটি পৃথিবীর অন্যতম সেরা ২৫ টি জন আকাঙ্ক্ষিত পেশার মধ্যে স্থান করে নিয়েছে যার চাহিদা ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] একটি জব সার্চ ওয়েবসাইট ''ক্যারিয়ার কাস্ট'' অনুযায়ী ২০১০ সালে একচুয়ারি পেশাটি এক নম্বর স্থানে, ২০১২ সালে দুই নম্বর এবং ২০১৩ সালে আবারো এক নম্বর স্থানে ছিলো। কর্মক্ষেত্রের পরিবেশ, আয়, চাকুরীর সুযোগ, চাহিদা এবং কাজের চাপ এই পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই র‍্যাংকিং করা হয়েছিল।
 
==তথ্যসূত্র==