বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
Nasirkhan (আলোচনা | অবদান)
৮৭৪ নং লাইন:
 
ব্যবহারকারীকে ব্লক করে কোনো লাভ হবে বলে আমারও মনে হয় না। তাই ফ্লাগরিভিশন চালু সমর্থন করি। তবে আমি খেয়াল করলাম ব্যবহারকারী কিছু বিতর্কিত তথ্যে তথ্যসূত্র যোগের পাশাপাশি অন্যান্য তথ্যেও যাচাইযোগ্য তথ্যসূত্র যোগ করেছেন। যার জন্য ব্যবহারকারী সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি মনে করি, বিতর্কিত তথ্যগুলো বাদ দিয়ে অন্য যে সকল তথ্যে ব্যবহারকারী তথ্যসূত্র যোগ করেছেন, যা যাচাই করে নিবন্ধে যোগ করা উচিত। কারণ সাধারণত রেফারেন্স যোগের কাজটি অন্যরা করেন না। সাথে ব্যবহারকারীর ব্লক তুলে নেওয়ারও অনুরোধ্ জানাচ্ছি।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৬:৩৩, ২৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)
 
::: ফ্লাগরিভিশন গতকালই চালু করা হয়েছে। এবং একটি নির্দিষ্ট সময় পরে একাধিকবার তাকে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে। কিন্তু তিনি নিজের আলাপ পাতায় অথবা নিবন্ধের আলাপ পাতার আলোচনায় অংশ নেননি। তার যোগ করা বাক্যে ইন্টারউইকি লিংক, রেফারেন্স ইত্যাদি যুক্ত ছিল, ফলে ধরে নেয়া যায় উইকিপিডিয়া সম্পাদনা করার মত যোগ্যতা তার রয়েছে। আমার মনে হয়েছে সাম্প্রতিক পরিবর্তনগুলো দেখেই তিনি এত দ্রুত রিভার্ট করছিলেন এবং ইচ্ছা করেই তিনি আলোচনায় অংশ নিচ্ছিলেন না।
::: তার যোগ করা তথ্য সম্পর্কে অন্যদের দ্বিমত ছিলো, তাই সেই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করার পর যোগ করা উচিত। কিন্তু তিনি জোর করে তথ্য সংযোজনের চেষ্টা করছিলেন এবং আলোচনায় অংশ নিচ্ছিলেন না। যেই কাজটি আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। বর্তমানে তার বাধা দানের মেয়াদ ২সপ্তাহ থেকে কমিয়ে ৩দিন করা হয়েছে। --[[user:nasir8891|<span style="color:#006699">নাসির খান সৈকত</span>]] • <small>[[user talk:Nasir8891|<span style="color:#215876">আলাপ</span>]] </small>• ০৬:৫৩, ২৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)