পোল ভল্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস!
১২ নং লাইন:
 
সাবেক সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন প্রজাতন্ত্রের সার্গেই বুবকা ৬.১৪ মিটার উচ্চতা অতিক্রমণ করে পুরুষদের এবং রাশিয়া’র ইয়েলেনা ইসিনবায়েভা ৫.০৬ মিটার অতিক্রান্ত করে মেয়েদের বর্তমান বিশ্বরেকর্ডটি গড়েছেন।
 
== ইতিহাস ==
[[জলাভূমি|জলাভূমিবিশিষ্ট]] এলাকা হিসেবে [[উত্তর সাগর]] বরাবর [[নেদারল্যান্ডস|নেদারল্যান্ডসের]] ফ্রিজল্যান্ড, কেমব্রিজশায়ার, হাটিংডনশায়ার, লিঙ্কনশায়ার এবং নরফোকের জলাময় এলাকার প্রাকৃতিক বাঁধা অতিক্রমের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। কৃত্রিমভাবে তৈরি এসব জলাভূমি উন্মুক্ত নালা কিংবা [[খাল|খালের]] মাধ্যমে একে-অপরের সাথে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয়। এগুলো পারাপারের উদ্দেশ্যে কোনরূপ না ভিজেই যাতে পারাপার হওয়া যায়, [[সেঁতু|সেঁতুর]] বিকল্প হিসেবে প্রত্যেক বাড়ীতেই লাফানোর উপযোগী দণ্ড মজুত রাখা হতো। এ দণ্ড খালের উপর দিয়ে লাফানোর উদ্দেশ্যে ব্যবহৃত হতো।
 
দূরত্বের উদ্দেশ্যে পোল ভল্ট প্রতিযোগিতা অদ্যাবধি উত্তর সাগরের নিম্নাঞ্চলে বার্ষিকাকারে অনুষ্ঠিত হয়ে আসছে। এ ধরণের দূরত্বজনিত প্রতিযোগিতা বা ফার্লজিপেন উচ্চতা অনুযায়ী অনুষ্ঠিত হয় না।<ref>{{cite web|url=http://www.pbholland.com/info.php?context=alle&lang=en|title=Info|publisher=Polsstokverspringen/ Fierljeppen Holland|date=5 September 2012|accessdate=7 September 2012}}</ref> ১৮৪৩ সালে ফারনেসের (বর্তমান - কাম্বিয়া) আলভারস্টন ফুটবল ও ক্রিকেট ক্লাব মাঠে উচ্চতা আকারে পোল ভল্ট প্রথমদিককার প্রতিযোগিতারূপে গণ্য হয়েছে।<ref>Turnbull, Simon (2009-06-13). [http://www.independent.co.uk/sport/general/athletics/kate-dennison-it-helps-being-a-little-bit-crazy-1704055.html Kate Dennison: 'It helps being a little bit crazy']. ''[[The Independent]]''. Retrieved on 2009-06-15.</ref> পোল ভল্টের আধুনিক প্রতিযোগিতাটি ১৮৫০ সালের মধ্যে [[জার্মানি|জার্মানিতে]] আরম্ভ হয়েছিল বলে ধারণা করা হয়। সেখানে টার্নার জিমন্যাস্টিক ক্লাবের [[যোহন ক্রিস্টোফ ফ্রেইডরিখ গাটসমাথস]] ও [[ফ্রেইডরিখ এল. জন]] অতিরিক্ত ক্রীড়া হিসেবে যুক্ত করেন। উনবিংশ শতকের শেষদিকে [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রে]] আধুনিক পোল ভল্টের কৌশলের উন্নয়ন ঘটানো হয়।
 
সচরাচর, পোল ভল্টের রুক্ষ দণ্ডটি বাঁশ অথবা [[অ্যালুমিনিয়াম|অ্যালুমিনিয়ামজাতীয়]] উপকরণ দিয়ে তৈরি করা হয়। ১৯৫০-এর দশকের শুরুতে ফাইবারগ্লাস অথবা কার্বন ফাইবারজাতীয় উপকরণ দিয়ে গড়া নমনীয় দণ্ড সহযোগে প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। এ ধরণের দণ্ড ভল্টারকে অধিক উচ্চতায় উঠার জন্য উদ্বুদ্ধ করে।<ref name=first>http://news.google.com/newspapers?nid=1356&dat=19620207&id=CWxPAAAAIBAJ&sjid=MwUEAAAAIBAJ&pg=4887,840268</ref>
 
== বিবরণ ==