পোল ভল্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফো!
Suvray (আলোচনা | অবদান)
১৪ নং লাইন:
উচ্চ লম্ফের অধিকারী ক্রীড়াবিদদের ন্যায় পোল-ভল্টারগণ ক্রসবার অতিক্রমের চেষ্টা চালান। পোল ভল্টের বারটি অনেক উঁচুতে, যাতে নমনীয় দণ্ডের প্রয়োজন পড়ে। সাধারণতঃ দণ্ডটি ৪ থেকে ৫ মিটার (১২ থেকে ১৬ ফুট) লম্বা। এর উপর ভর দিয়ে, শারীরিক ভারসাম্য বজায় রেখে শূন্যে দেহ ভাসিয়ে বার অতিক্রম করতে হয়। পূর্বে এ দণ্ডটি [[বাঁশ]] কিংবা ধাতব পদার্থের ছিল যা ১৯৬০-এর দশকে ফাইবারগ্লাস অথবা কার্বন ফাইবারজাতীয় উপাদান দিয়ে ব্যবহৃত দণ্ড হিসেবে প্রতিস্থাপিত হয়েছে।
 
স্বল্পদূরত্বের দৌঁড়ে পোল ভল্টার দণ্ডটি ক্রসবারের সামনে মাটিতে ভর দিয়ে ক্রসবার অতিক্রম করে একটি বাক্স আকারের নরম প্যাডে যা ভল্ট বক্স নামে পরিচিত, তাতে লাফিয়ে পড়ে। এজন্যে ভল্টারকে তার পদযুগল প্রথমে ক্রসবারকে অতিক্রান্ত করে।
 
প্রত্যেক উচ্চতা অতিক্রমের জন্য একজন প্রতিযোগীকে তিনবার চেষ্টা চালাতে হয়। প্রত্যেকবারই তা ৮ থেকে ১৫ সে.মি. (৩ থেকে ৬ ইঞ্চি) করে বারটি উঁচু করা হয়। প্রদেয় উচ্চতা অতিক্রমে যদি ভল্টার তিনবার ব্যর্থ হয়, তাহলে ভল্টারকে অযোগ্য ঘোষণা করা হয়। যখন ক্রীড়াবিদ বার অতিক্রম করার সময় বার ফেলে দেয় অথবা পার্শ্ব দিয়ে অথবা বারের নীচ দিয়ে যায়, তখন এ প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছে বলে গণ্য করা হয়।
 
== অলিম্পিক ক্রীড়া ==
মার্কিন যুক্তরাষ্ট্রের [[বব রিচার্ডস]] প্রথম পোল-ভল্টার, যিনি [[১৯৫২ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|১৯৫২]] ও [[১৯৫৬ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|১৯৫৬]] সালের প্রতিযোগিতায় দু’টি অলিম্পিক [[স্বর্ণপদক]] জয়ে পারঙ্গমতা দেখিয়েছেন। সাবেক [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] [[ইউক্রেন সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র|ইউক্রেনের]] [[সার্গেই বুবকা]] পোল ভল্টের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ২০ ফুট বা ৬.১ মিটার উচ্চতা অতিক্রম করেন ১৯৯১ সালে। ৩১ অক্টোবর, ১৯৯৪ তারিখে বুবকা ৬.১৪ মিটার উচ্চতা অতিক্রমের মাধ্যমে পোল ভল্টে [[বিশ্বরেকর্ড]] গড়েন।
 
== তথ্যসূত্র ==