ওয়েস্টমিনস্টার অ্যাবি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস!
Suvray (আলোচনা | অবদান)
৩৯ নং লাইন:
| designation2_number = ১২৯১৪৯৪<ref>{{cite web | url=http://list.english-heritage.org.uk/ | title=The National Heritage List For England | publisher=[[English Heritage]] | accessdate=2011-07-31}}</ref>
}}
'''ওয়েস্টমিনিস্টার অ্যাবি''' ({{lang-en|Westminster Abbey}}) [[গ্রেট ব্রিটেন|গ্রেট ব্রিটেনের]] বিখ্যাত [[গোথিক স্থাপত্যকলা|গোথিক]] [[চার্চ]] হিসেবে পরিচিত স্থাপনা। ব্রিটিশ জনগোষ্ঠীর অনেক সনাতনী প্রথার সাথে এর নামটি জড়িয়ে আছে। ব্রিটিশ রাজন্যবর্গের রাজ্যাভিষেকসহ রাজাদের শবদেহ এখানে সমাহিত করা হয়। যুক্তরাজ্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ধর্মীয় ভবন। এর অবস্থান লন্ডনে।লন্ডনের সিটি অফ ওয়েস্টমিনস্টারে। এটি ঠিক [[ওয়েস্টমিন্‌স্টার প্রাসাদ|ওয়েস্টমিন্‌স্টার প্রাসাদের]] পশ্চিমদিকে। পূর্বে আনুষ্ঠানিকভাবে একে '''ওয়েস্টমিনস্টারের কলেজিয়েট চার্চ অফ সেন্ট পিটার''' নামে ডাকা হয়।হতো। একাদশ শতক থেকে উনবিংশ শতকের মধ্যে অনেকবার নির্মাণকাজ পরিচালিত হয়েছে। প্রধান গির্জার পাশাপাশি ভজনালয়, মঠ, যাজক ঘর ও দূর্গ রয়েছে। ১৫৪০ থেকে ১৫৫০ সালের মধ্যে প্রধান গির্জার মর্যাদা পায় ওয়েস্টমিনিস্টার অ্যাবি।
 
== ইতিহাস ==
১০৫০ সালে ইংরেজদের রাজা এডওয়ার্ড দ্য কনফেসর পুরনো রোমান চার্চের পার্শ্বে এ অবকাঠামোর নির্মাণকার্য্য শুরু করেন। ১২৪৫ সালে [[ইংল্যান্ডের তৃতীয় হেনরি|রাজা তৃতীয় হেনরি]] এর পুণঃনির্মাণ কাজ শুরু করেন।<ref name="History – Westminster Abbey">[http://www.westminster-abbey.org/our-history History – Westminster Abbey], Retrieved 29 April 2011</ref> বর্তমান নির্মাণশৈলীতে বিশেষ করে ঝুলন্ত দেয়াল ও জানালার পাথরের উপরের কারুকাজে প্রাচীন ফরাসী [[গথ জাতি|গথ জাতিদের]] প্রভাব লক্ষ্য করা যায়। এর উচ্চতা প্রায় ৩১ মিটার বা ১০২ ফুট। ১৫০৩ সালে [[টিউডর]] ধাঁচে নির্মিত [[সপ্তম হেনরি|সপ্তম হেনরি’র]] [[ভজনালয়]] এখানে যুক্ত করা হয় যাতে চমকপ্রদ পাখা রয়েছে।
 
== তথ্যসূত্র ==
৮৪ নং লাইন:
{{London landmarks}}
{{Deans of Westminster}}
 
[[বিষয়শ্রেণী:লন্ডনের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]]
[[বিষয়শ্রেণী:ওয়েস্টমিনস্টার অ্যাবে]]
[[বিষয়শ্রেণী:ওয়েস্টমিনস্টারে পর্যটন আকর্ষণ]]