তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Addbot (আলোচনা | অবদান)
বট: 5 টি আন্তঃউইকি সংযোগ সরিয়ে নেওয়া হয়েছে, যা এখন উইকিউপাত্তের - d:q43035 এ রয...
১২ নং লাইন:
সপ্তদশ শতক থেকেই [[বিদ্যুৎশক্তি]] বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছিল। কিন্তু এর উপরে [[গবেষণা]] করার তীব্রতা বাড়তে থাকে ঊনবিংশ শতাব্দীতে এসে। এই শতকে [[জর্জ সায়মন ও'ম]], [[মাইকেল ফ্যারাডে]], [[জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল]] উল্লেখযোগ্য অবদান রাখেন। [[১৮২৭]] সালে জর্জ ও'ম কোন তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত [[তড়িৎ প্রবাহ]] ও এর দুই প্রান্তের [[বিভব পার্থক্য|বিভব পার্থক্যের]] মধ্যে সম্পর্ক নির্ণয়ের সূত্র প্রদান করেন যা [[ও'মের সূত্র]] নামে পরিচিত। মাইকেল ফ্যারাডে [[১৮৩১]] সালে [[তড়িচ্চুম্বকীয় আবেশ]] আবিষ্কার করেন এবং [[১৮৭৩]] সালে [[জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল]] বিদ্যুৎ ও [[চৌম্বক শক্তি|চৌম্বক শক্তির]] একীভূত রূপ সম্পর্কিত [[ম্যাক্সওয়েলের সমীকরণসমূহ|তত্ত্ব]] প্রকাশ করেন।<ref>{{cite encyclopedia| ency = এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা| edition = ১১ | year = ১৯১১ | article = "Ohm, Georg Simon", "Faraday, Michael" and "Maxwell, James Clerk"}}</ref>
[[চিত্র:Thomas Edison, 1878.jpg|thumb|left|140px|[[টমাস আলভা এডিসন]] সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু করেন]]
তখন তড়িৎ প্রকৌশল [[পদার্থবিদ্যা|পদার্থবিজ্ঞানের]] একটি শাখা হিসেবেই বিবেচিত হতো। পরে, ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এসে বিশ্ববিদ্যালয়গুলো তড়িৎ প্রকৌশলে [[স্নাতক]] ও [[স্নাতকোত্তর]] ডিগ্রী প্রদান শুরু করে। [[১৮৮৩]] সালে [[জার্মানি|জার্মানির]] [[টেখনিশে উনিভের্সিটেট ডার্মষ্টাট]] এবং [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[কর্নেল বিশ্ববিদ্যালয়]] [[পৃথিবী|পৃথিবীর]] ইতিহাসে প্রথমবারের মত তড়িৎ প্রকৌশল [[পাঠ্যসূচী]] প্রণয়ন করে।<ref>{{cite web | title = ওয়েলকাম টু ECE! | work = কর্নেল ইউনিভার্সিটি- স্কুল অব ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং | url = http://www.ece.cornell.edu | accessdate = December 29 | accessyear = 2005 }}</ref>
 
এই সময়ে তড়িৎ প্রকৌশল সম্পর্কিত কাজের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। [[১৮৮২]] সালে সর্বপ্রথম [[টমাস আলভা এডিসন]] লোয়ার [[ম্যানহাটন|ম্যানহাটনে]]র ঊনপঞ্চাশ জন গ্রাহকের কাছে ১১০ [[ভোল্ট|ভোল্টের]] বিদ্যুৎ সরবরাহ করেন। তাঁর সরবরাহকৃত বিদ্যুৎ ছিল [[একমুখী প্রবাহ]] ধরণের। [[১৮৮৭]] সালে [[নিকোলা টেসলা]] [[পরিবর্তী প্রবাহ]] ধরণের বিদ্যুৎ সরবরাহের জন্য [[পেটেন্ট]] বা [[স্বত্ত]] গ্রহণ করেন। পরবর্তী কয়েক বছর টেসলা ও এডিসনের মধ্যে সরবরাহকৃত বিদ্যুতের ধরণ নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বন্দ্ব বিদ্যুতের লড়াই (War of Currents) নামে পরিচিত। [[বিদ্যুৎ শক্তি উৎপাদন|বিদ্যুৎ উৎপাদন]] এবং সঞ্চালনের পদ্ধতি হিসেবে পরিবর্তী প্রবাহ একমুখী প্রবাহকে সরিয়ে স্থান দখল করে নেয় মূলত সঞ্চালন ব্যবস্থার তুলনামূলক দক্ষতা ও উন্নততর নিরাপত্তা ব্যবস্থার কারণে।