ডানকান ফ্লেচার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফো!
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন!
৬৮ নং লাইন:
}}
'''ডানকান অ্যান্ড্রু গোয়েন ফ্লেচার''' ({{lang-en|Duncan Andrew Gwynne Fletcher}}; [[জন্ম]]: [[২৭ সেপ্টেম্বর]], [[১৯৪৮]]) [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ের]] সাবেক [[ক্রিকেটার]] ও [[কোচ (ক্রীড়া)|কোচ]]। বর্তমানে তিনি [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারতীয় জাতীয় পুরুষ ক্রিকেট দলের]] কোচের দায়িত্ব পালন করছেন। ১৯৯৭-২০০৭ মেয়াদকালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] কোচ ছিলেন ফ্লেচার। [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] ইংল্যান্ডের দুরবস্থাকে দূরে ঠেলে পুণরুজ্জীবন ঘটাতে সমর্থ হয়েছেন তিনি।
 
== ব্যক্তিগত জীবন ==
ডানকান ফ্লেচার দক্ষিণ রোডেশিয়ার সলিসবারিতে জন্মগ্রহণ করেন যা বর্তমানে জিম্বাবুয়ের হারারে এলাকায় অবস্থিত। রোডেশিয়ার [[কৃষক]] [[পরিবার|পরিবারের]] [[সন্তান]] ফ্লেচারের আরও চার ভাই রয়েছে। তাঁর বোন [[অ্যান গ্র্যান্ট]] [[মস্কো|মস্কোতে]] অনুষ্ঠিত [[১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|১৯৮০]] সালের [[গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সে]] জিম্বাবুয়ের প্রমিলা [[হকি]] দলের [[অধিনায়ক (ক্রীড়া)|অধিনায়কত্ব]] করেন ও দলকে [[স্বর্ণপদক]] প্রাপ্তিতে সহায়তা করেন। এছাড়াও, [[অ্যালান ফ্লেচার]] নামীয় এক ভাই রোডেশিয়া ক্রিকেট দলের হয়ে ১৯৭০-এর দশকের শেষার্ধে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেন।
 
== তথ্যসূত্র ==