উপনিষদ্‌: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১১৮ নং লাইন:
 
সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে, রচয়িতার নাম নিয়ে এমন কোনো দাবি তথ্যনিষ্ঠ নয়। তিনি এই নামগুলিকে কাল্পনিক চরিত্র মনে করতেন। যেমন ছান্দোগ্য উপনিষদের রচয়িতা শ্বেতকেতুর নাম কোনো বইতেই পাওয়া যায় না। তাঁর অপর কোনো বইও নেই।<ref name="Radhakrishnan"/>
===কালপঞ্জি ও রচনার স্থান===
উপনিষদ্‌ রচনার সঠিক তারিখ নিয়ে গবেষকদের মধ্যে মতবিরোধ আছে। এক এক জন গবেষক বেদ ও উপনিষদের রচনাকাল সম্পর্কে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কোনো কোনো গবেষকের মতে, ''বৃহদারণ্যক'' ও ''ছান্দোগ্য'' সবচেয়ে পুরনো উপনিষদ্‌। এদুটি প্রাক্‌-বৌদ্ধ যুগে রচিত।{{sfn|Olivelle|p=xxxvi|1998}}{{sfn|King|Ācārya|p=52|1995}}{{#tag:ref|The date of the Buddha's birth and death are uncertain: most early 20th-century historians dated his lifetime as [[circa|c.]] 563 BCE to 483 BCE,{{sfn|Cousins|1996|pp=57–63}} but more recent opinion dates his death to between to between 486 and 483 BCE or, according to some, between 411 and 400 BCE.{{sfn|Narain|2003|p=}}|group=note}} অন্যদিকে ''তৈত্তিরীয়, ঐতরেয়'' ও ''কৌষিতকী'' উপনিষদে বৌদ্ধ প্রভাব রয়েছে। তাই এগুলি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর পরবর্তীকালের রচনা বলেই অনুমান করা হয়।{{sfn|King|Ācārya|p=52|1995}} অন্যান্য মুখ্য উপনিষদ্‌গুলি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের শেষ ভাগে লেখা।{{sfn|King|Ācārya|p=52|1995}}
 
ডুসেনের মতে প্রাচীনতম উপনিষদ্‌গুলি গদ্য রচনা। কিন্তু তাঁর এই মত অস্বীকার করেন রাণাডে। তাঁর মতে, প্রাচীন উপনিষদ্‌গুলি পদ্যে রচিত। কয়েকটি মাত্র শেষদিকে গদ্যে লেখা হয়েছিল। তিনি ছয় ধরনের পরীক্ষার পর একটি পৃথক কালপঞ্জি প্রস্তাব করেছিলেন।{{sfn|Ranade|1926|pp=13–14}} এই সারণিতে কয়েকটি প্রধান রচনার সংক্ষিপ্তসার পাওয়া যাবে:{{sfn|Sharma|1985|pp=17–19}}
<center>
{|
|
{|class="wikitable"
|+ বৈদিক ও/অথবা ঔপনিষদ্‌ যুগের তারিখ নিয়ে বিভিন্ন গবেষকদের মত
!লেখক!! সূচনা (খ্রিস্টপূর্ব) !!সমাপ্তি (খ্রিস্টপূর্ব)||কালনির্ণয়ের পদ্ধতি
|-
|তিলক (উইন্টারনিটজ তাঁর সঙ্গে একমত)||<center>৬০০০||<center>২০০||জ্যোতিষ
|-
|বি. ভি. কামেশ্বর আইয়ার||<center>২৩০০||<center>২০০০||জ্যোতিষ
|-
|ম্যাক্স মুলার||<center>১০০০||<center>৮০০||ভাষাতাত্ত্বিক
|-
|রাণাডে||<center>১২০০||<center>৬০০||ভাষাতাত্ত্বিক ও দর্শন ধারণার বিকাশ ইত্যাদি
|-
|রাধাকৃষ্ণন||<center>৮০০||<center>৬০০||দর্শন ধারণার বিকাশ
|}
||
{|class="wikitable"
|+ মুখ্য উপনিষদ্‌গুলির তারিখ ও কালপঞ্জি
! ডুসেন (১০০০ বা ৮০০ – ৫০০ খ্রিস্টপূর্বাব্দ)!! রাণাডে (১২০০ – ৬০০ খ্রিস্টপূর্বাব্দ) !! রাধাকৃষ্ণন (৮০০ – ৬০০ খ্রিস্টপূর্বাব্দ)
|-
| '''প্রাচীন গদ্য উপনিষদ্‌:''' বৃহদারণ্যক, ছান্দোগ্য, তৈত্তিরীয়, ঐতরেয়, কৌশিতকী, কেন<br>'''পদ্য উপনিষদ্‌:''' কেন, কঠ, ঈশ, শ্বেতাশ্বেতর, মুণ্ডক<br>'''পরবর্তীকালের গদ্য উপনিষদ্‌:''' প্রশ্ন, মৈত্রী, মাণ্ডুক্য||'''প্রথম গোষ্ঠী:''' বৃহদারণ্যক, ছান্দোগ্য<br>'''দ্বিতীয় গোষ্ঠী:''' ঈশ, কেন<br>'''তৃতীয় গোষ্ঠী:''' ঐতরেয়, তৈত্তিরীয়, কৌশিতকী <br>'''চতুর্থ গোষ্ঠী:''' কঠ, মুণ্ডক, শ্বেতাশ্বেতর<br>'''পঞ্চম গোষ্ঠী:''' প্রশ্ন, মাণ্ডুক্য, মৈত্রিয়ানী||'''প্রাক-বুদ্ধ, গদ্য:''' ঐতরেয়, কৌশিতকী, তৈত্তিরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, কেন<br>'''রূপান্তরের যুগ:''' কেন (১–৩), বৃহদারণ্যক (চার ৮–২১), কঠ, মাণ্ডুক্য<br>'''সাংখ্য ও যোগ দর্শনের প্রভাব:''' মৈত্রী, শ্বেতাশ্বেতর।
|}
|}</center>
 
আদি উপনিষদ্‌গুলির রচনাস্থল উত্তর ভারত। মোটামুটিভাবে আন্দাজ করা হয়, এই অঞ্চলের পশ্চিম সীমায় ছিল সিন্ধু নদ, পূর্বে নিম্ন গাঙ্গেয় উপত্যকা, উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বিন্ধ্য পর্বতমালা। কুরু-পাঞ্চাল, কোশল-বিদেহ এবং তার পূর্ব ও দক্ষিণের সন্নিহিত অঞ্চল ছিল ব্রাহ্মণ্য হিন্দুধর্মের মূল কেন্দ্র। এইখানেই উপনিষদ্‌ রচিত হয়েছিল।{{sfn|Olivelle|1998|p=xxxvii}}
 
সাম্প্রতিক কালে, প্রতিটি উপনিষদের সঠিক রচনাস্থল নিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু সেই কাজ এখনও শেষ হয়নি। উইটজেল মনে করেন, বৃহদারণ্যক উপনিষদের রচনাস্থল বিদেহ। কারণ এখানকার রাজা জনক এই উপনিষদের একজন মুখ্য চরিত্র। তাছাড়া এই উপনিষদের অন্যতম মুখ্য চরিত্র যাজ্ঞবল্ক্য ছিলেন জনকের রাজপণ্ডিত।{{sfn|Olivelle|1998|p=xxxviii}} কুরু-পাঞ্চাল রাজ্যের কেন্দ্রস্থলের ব্রাহ্মণরা এই অঞ্চলটিকে শ্রেষ্ঠ ধর্মতত্ত্ববিদ ও সাহিত্যিকদের বাসস্থান বলে উল্লেখ করেছেন। কারণ, এই অঞ্চলই ছিল উত্তর-বৈদিক যুগের ব্রাহ্মণ্য হিন্দুধর্মের প্রাণকেন্দ্র। বৃহদারণ্যক উপনিষদের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের পটভূমি সম্ভবত এটাই প্রমাণ করতে চেয়েছে যে বিদেহর যাজ্ঞবল্ক্য কুরু-পাঞ্চালের শ্রেষ্ঠ তাত্ত্বিকদের তর্কে পরাস্ত করেছিলেন। হয়ত, এখানে শিক্ষাকেন্দ্র হিসেবে বিদেহের উত্থানের একটি ইঙ্গিতও রয়েছে। ছান্দোগ্য উপনিষদের রচনাস্থল সম্ভবত আরও পশ্চিমের কোনো অঞ্চলে। সম্ভবত কুরু-পাঞ্চালের পশ্চিম অঞ্চলে।{{sfn|Olivelle|1998|p=xxxix}} কুরু-পাঞ্চালের বিশিষ্ট তাত্ত্বিক উদ্দালক আরুণির সম্পর্কে নেতিবাচক কিছু কথা পাওয়া যায় বৃহদারণ্যকে। কিন্তু ছান্দোগ্যে তিনিই প্রধান চরিত্র। মুখ্য উপনিষদ্‌গুলির সঙ্গে তুলনা করলে, মুক্তিকা উপনিষদে যে সব নতুন উপনিষদের নাম পাওয়া যায়, সেগুলি সম্পূর্ণ নতুন এলাকায় লেখা। সম্ভবত দক্ষিণ ভারতে। আর এগুলি তুলনামূলকভাবে অনেক পরবর্তীকালের।{{sfn|Deussen|1908|pp=35–36}}
 
সর্বপল্লী রাধাকৃষ্ণন দাবি করেন, প্রায় প্রতিটি উপনিষদ্‌ই বহু বছর ধরে গুপ্ত অবস্থায় সংরক্ষিত হয়। এগুলি শ্লোকের আকারে মুখে মুখে প্রচলিত ছিল। তাই মূল রচনা থেকে বর্তমানে প্রাপ্ত পাঠ কতটা ভিন্ন, তা আর ধরার উপায় নেই।<ref name="Radhakrishnan"/>
 
==আরও দেখুন==