কূটনীতিবিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
মনঃস্তত্ব দিক
Suvray (আলোচনা | অবদান)
পোশাক
১ নং লাইন:
[[চিত্র:Talleyrand-perigord.jpg|thumb|250px| [[ফ্রান্স|ফ্রান্সেরাফ্রান্সের]] [[চার্লস মরিস দ্য টল্যার‌্যান্ড-পেরিগর্ড|চার্লস মরিস দ্য টল্যার‌্যান্ড-পেরিগর্ডকে]] সর্বকালের সর্বশ্রেষ্ঠ কূটনীতিবিদদের একজনরূপে গণ্য করা হয়।]]
 
'''কূটনৈতিক''' বা '''কূটনীতিবিদ''' ({{lang-en|Diplomat}}) কোন [[রাষ্ট্র]] কর্তৃক কূটনীতিবিদ্যায় প্রশিক্ষিত ও [[কূটনৈতিক পদমর্যাদা|কূটনৈতিক পদমর্যাদাসম্পন্ন]] মনোনীত ব্যক্তি। তিনি অন্য কোন [[দেশ]] বা [[আন্তর্জাতিক সংস্থা|আন্তর্জাতিক সংস্থার]] সাথে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করেন। তার প্রধান কাজই হচ্ছে নিজ দেশের স্বার্থ সংরক্ষণ এবং অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে কোন কিছু উপস্থাপনা করা। এছাড়াও তিনি পারস্পরিক বন্ধুত্বমূলক সম্পর্কের উন্নয়ন ও আনুষাঙ্গিক তথ্যাদি তুলে ধরেন।
১৯ নং লাইন:
== মনঃস্তত্ব দিক ==
নিজ দেশ থেকে অন্য কোন বহিঃদেশে প্রেরিত হওয়ার প্রেক্ষাপটে মনোগত দিক থেকে কূটনৈতিকগণ প্রভাবান্বিত হতে পারেন। অনেক সময় তারা নিজ দেশের সাথে সম্পর্কচ্ছেদসহ নিজস্ব [[সংস্কৃতি]] থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন। স্যার [[হ্যারল্ড নিকলসন]] স্বীকার করছেনে যে, “কূটনীতিবদগণ বিজাতীয়তাবোধ, আন্তর্জাতিক মনোভাবাপন্ন এবং তারপর পানি শূন্যতায় আক্রান্ত হন যা সুরুচিসম্পন্ন শূন্য খোসাবিশেষের ন্যায়”।<ref>Harold Nicolson, The Evolution of Diplomacy (New York: Collier, 1962) at 107.</ref>
 
== পোশাক ==
{{মূল নিবন্ধ|কূটনৈতিক পোশাক}}
 
অষ্টাদশ শতকে [[ইউরোপ|ইউরোপের]] দেশসমূহে অলঙ্করিত অবস্থায় [[কূটনৈতিক পোশাক|কূটনৈতিক পোশাকের]] প্রবর্তন ঘটে। অষ্টাদশ শতক থেকে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] অব্যহতিকাল পর্যন্ত অধিকাংশ দেশের [[দূতাবাস]] ও কনস্যুলার কর্মকর্তা হিসেবে কূটনৈতিকগণ বিভিন্ন সরকারী অনুষ্ঠানে আনুষ্ঠানিক পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণ করতেন। বর্তমানে গুটিকয়েক দেশে এ ধরনের পোশাক শুধুমাত্র কূটনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের উদ্দেশ্যে পরিধান করতে দেখা যায়। বিংশ শতকে এসে এ পোশাকের প্রচলন প্রায় নেই বললেই চলে।<ref>Hackspiel-Mikosch, Elisabeth (2005). "Uniforms, diplomatic". In Steele, Valerie. Encyclopedia of Clothing and Fashion 3. Thomson Gale. pp. 362–364. ISBN 0-684-31394-4.</ref>
 
উনবিংশ শতকে অনেক অ-ইউরোপীয় দেশে ইউরোপীয় ঘরাণার কূটনৈতিক পোশাক গ্রহণ করতে শুরু করে। তন্মধ্যে, [[জাপান]] [[মেইজি আন্দোলন|মেইজি আন্দোলনের]] পর সনাতনী ধারার পোশাকের পরিবর্তে সকল কর্মকর্তাকে ইউরোপীয় পোশাক সরবরাহ করে।
 
== তথ্যসূত্র ==