অপরাজিত (ক্রিকেট): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
৩ নং লাইন:
 
== ব্যবহার ==
ক্রিকেট খেলায় প্রত্যেক দলের প্রতিটি ইনিংসে কমপক্ষে একজন ব্যাটসম্যান অপরাজিত থাকেন। [[খেলোয়াড়|খেলোয়াড়ের]] সংখ্যা ১১ জন হলেও আউট হন ১০ জন। কিন্তু একাদশ বা সর্বশেষ ব্যাটসম্যান সঙ্গীর অভাবে ব্যাটিং করতে পারেন না। [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] [[ডিক্লেয়ার (ক্রিকেট)|ডিক্লেয়ারজনিত]] কারণে কিংবা [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] [[ওভার (ক্রিকেট)|ওভারের]] সীমাবদ্ধতা কিংবা নিজ দল কর্তৃক প্রতিপক্ষের রানকে অতিক্রম করার মাধ্যমে জয়ী হলে ব্যাটিংয়ে অংশগ্রহণকারী দুইজন ব্যাটসম্যানই অপরাজিত থাকেন। [[ব্যাটিং অর্ডার]] অনুযায়ী অন্য খেলোয়াড়দের মাঠে প্রবেশ করার প্রয়োজন না পড়লে তারা [[ডিড নট ব্যাট]] বা ''ব্যাটিং করেননি'' শব্দগুচ্ছ তাদের নামের পার্শ্বে লিপিবদ্ধ হয়। অপরদিকে ক্রিজে থেকে কোন বলের মোকাবেলা না করলেও ব্যাটসম্যান অপরাজিত থেকে যান। আঘাতপ্রাপ্তিতে কোন ক্রিকেটার মাঠের বাইরে চলে গেলে ''রিটায়ার্ড হার্ট'' কিন্তু অপরাজিত থাকেন। আঘাতবিহীন অবস্থায় কোন ব্যাটসম্যান [[অবসর]] নিলে তিনি ''রিটায়ার্ড আউট'' হন।
 
একজন ব্যাটসম্যানের রানের গড় নির্ধারিত হয় তার আউট সংখ্যার মাধ্যমে। যিনি প্রায়শঃই অপরাজিত থাকেন, তুলনামূলকভাবে তার [[ব্যাটিং গড়]] বেশী হয়।<ref name="bbc4906060"/> [[মাইকেল বেভান]] তার [[খেলোয়াড়|খেলোয়াড়ী]] জীবনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭ বার অপরাজিত থেকেছেন। টেস্ট ক্রিকেটে [[জেমস এন্ডারসন]] ১৬ ইনিংসের ১২টিতেই অপরাজিত ছিলেন। ১৯৫৩ সালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংলিশ]] ব্যাটসম্যান [[বিল জনস্টন]] [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া]] [[সফর|সফরে]] ব্যাটিং গড়ে শীর্ষস্থান অধিকার করেছিলেন।<ref name="bbc4906060">{{cite web|url=http://news.bbc.co.uk/sport1/hi/sports_talk/stump_bearders/4906060.stm|title=Stump the Bearded Wonder No 120|last=Frindall|first=Bill|date=13 April 2006|work=[[BBC Online]]|accessdate=8 July 2010}}</ref>
 
== তথ্যসূত্র ==