ফকির শাহাবুদ্দীন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Subrata Roy (আলোচনা | অবদান)
সৃষ্ট
 
Subrata Roy (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন
১ নং লাইন:
'''ফকির শাহাবুদ্দীন''' ([[জন্ম]]: ?, [[১৯২৪]] - [[মৃত্যু]]: [[২৮ নভেম্বর]], [[১৯৮৯]]) বিশিষ্ট [[রাজনীতিবিদ]] ও [[আইনজীবী]] ছিলেন। [[গাজীপুর জেলা|গাজীপুরের]] কাপাসিয়ার ঘাগুটিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ও ২৮ নভেম্বর, ১৯৮৯ তারিখে [[ঢাকা|ঢাকায়]] মৃত্যুবরণ করেন। ১৯৭২ সালে গঠিত খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন ও [[বাংলাদেশের সংবিধান]] রচনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। সংবিধানের বিধি মোতাবেক ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম [[এটর্নি জেনারেল]] হিসেবে নিযুক্ত হন।<ref name="bac">''বাংলা একাডেমী চরিতাভিধান'', সম্পাদক: [[সেলিনা হোসেন]] ও নূরুল ইসলাম, ২য় সংস্করণ, ২০০৩, বাংলা একাডেমী, ঢাকা, পৃ. ২৩২</ref>
 
== প্রারম্ভিক জীবন ==
{{মূল নিবন্ধ|বাংলা ভাষা আন্দোলন}}
 
[[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে [[স্নাতক]] সম্মান ডিগ্রীর পাশাপাশি স্নাতকোত্তর ও এল.এল.বি ডিগ্রী অর্জন করেন। ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে মহান [[বাংলা ভাষা আন্দোলন|ভাষা আন্দোলনে]] সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তৎকালীন পাকিস্তান সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে [[২১শে ফেব্রুয়ারি]] থেকে ঢাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। এর পূর্বদিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে [[১৪৪ ধারা]] ভঙ্গ না করার সিদ্ধান্ত নিয়ে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সলিমুল্লাহ হলে তাঁর সভাপতিত্বে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
 
১৯৫৫ সালে হাইকোর্টে ও ১৯৫৮ সালে সুপ্রিম কোর্টে আইন ব্যবসায় যোগদান করেন। ''গণতন্ত্রের মানসপুত্র'' হিসেবে পরিচিত [[হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী|হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর]] জুনিয়র হিসেবে প্রায় ছয় বছর [[আইন]] ব্যবসা সম্পাদন করেন। ১৯৬২ সালে পাকিস্তান বার কাউন্সিলের সদস্যরূপে নির্বাচিত হন।
 
== রাজনৈতিক জীবন ==
 
== তথ্যসূত্র ==
{{Reflist}}