ফাস্ট বোলিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সংশোধন!
১ নং লাইন:
[[চিত্র:Shane_Bond%2C_Dunedin%2C_NZ%2C_2009_2.jpg|thumb|100px| [[শেন বন্ড]]
[[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] অন্যতম ফাস্ট বোলার ছিলেন।]]
[[চিত্র:Cricket_Grip_fast.png|thumb|300px| ফাস্ট বোলিংয়ের জন্যে [[গ্রীপ|গ্রীপের]] ব্যবহার]]
[[চিত্র:Cricket_Grip_slower.png|thumb|300px| স্লো বোলিংয়ের জন্যে গ্রীপের ব্যবহার]]
[[চিত্র:Cricket_Grip_legcutter.png|thumb|250px| লেগ কাটারের জন্যে গ্রীপের ব্যবহার]]
[[চিত্র:Cricket_Grip_offcutter.png|thumb|250px| অফ কাটারের জন্যে গ্রীপের ব্যবহার]]
'''ফাস্ট বোলিং''' ({{lang-en|Fast bowling}}) [[ক্রিকেটের পরিভাষা|ক্রিকেটীয়]] [[পরিভাষা|পরিভাষাবিশেষ]]। '''পেস বোলিং''' নামেও এর ব্যবহার হয়ে থাকে। রাজকীয় খেলা হিসেবে [[ক্রিকেট|ক্রিকেটে]] দুই ধরনের [[বোলিং (ক্রিকেট)|বোলিংয়ের]] অন্যতম এটি। অপরটি হচ্ছে [[স্পিন বোলিং]]। যিনি ফাস্ট বোলিংয়ে দক্ষ বা সিদ্ধহস্তের অধিকারী, তিনি সচরাচর [[ফাস্ট বোলার]], ''ফাস্টম্যান'', [[পেস বোলার]] অথবা ''ডি'' নামে পরিচিত। স্বতন্ত্রভাবে ফাস্ট বোলিংয়ের কলাকৌশল প্রয়োগের ফলে [[বোলার (ক্রিকেট)|বোলারকে]] ''সুইং বোলার'' কিংবা ''সীম বোলার'' নামেও অভিহিত করা হয়।
 
[[ডেনিস লিলি]], [[শেন বন্ড]], [[ইমরান খান]], [[কপিল দেব]], [[কার্টলি এমব্রোস]], [[ম্যালকম মার্শাল]], [[রিচার্ড হ্যাডলীহ্যাডলি]], [[এলেনঅ্যালান ডোনাল্ড]], [[গ্লেন ম্যাকগ্রা]], [[শাউনশাওন পোলক]], [[শোয়েব আখতার]] প্রমূখ খ্যাতনামা বোলারগণ পেস বোলিং জগতে অমর হয়ে রয়েছেন।
 
== উদ্দেশ্যাবলী ==
ফাস্ট বোলিংয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে [[বল (ক্রিকেট)|বলকে]] দ্রুতগতিতে নিক্ষেপ করা এবং [[ক্রিকেট পীচ|ক্রিকেট পীচে]] বল ফেলে বাউন্সের সাহায্যে শূন্যে উঠা।উঠানো। এরফলে ব্যাটসম্যানের পক্ষে বলের মোকাবেলা করা বেশ দুরূহ হয়ে পড়ে এবং ব্যাট দিয়ে বলকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়ে উঠে না। সচরাচর দ্রুত গতিতে বলের গড় গতিবেগ ১৩৬ থেকে ১৫০ কি.মি/ঘ (৮৫ থেকে ৯৫ মাইল/ঘন্টা) পর্যন্ত হয়ে থাকে।
 
আনুষ্ঠানিকভাবে দ্রুতগতিতে বল নিক্ষেপের ঘটনার [[বিশ্বরেকর্ড|রেকর্ড]] করা হয়েছে ঘন্টায় ১৬১.৩৯ কি.মি/ঘ (১১০.৩ মাইল/ঘন্টা)। [[২০০৩ বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ|২০০৩ সালের]] [[বিশ্বকাপ]] [[বিশ্বকাপ ক্রিকেট|ক্রিকেটে]] [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] [[শোয়েব আখতার]] [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ডের]] বিপক্ষে এ বিরল কীর্তিটি গড়েন। [[লেগ সাইড|লেগ সাইডে]] করা অত্যন্ত দ্রুতগতির এ বলের মোকাবেলা করেছিলেন [[নিক নাইট]]।<ref>[http://www.guardian.co.uk/sport/blog/2010/jul/07/shaun-tait-fast-shoaib Selvey, Mike (2010-07-07). "Shaun Tait is certainly very fast, but 100mph?". The Guardian. Retrieved 2010-07-09.]</ref>
 
অধিকাংশ [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের তালিকা|ক্রিকেট খেলুড়ে দেশে]] ফাস্ট বোলারকে দলীয় বোলিং আক্রমণের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। তারা ধীরগতির বোলার বা [[স্পিনার|স্পিনারদেরকে]] সহায়তা করে থাকেন। স্পিনারদেরকে সহকারী বোলারের মানদণ্ডে তুলে ধরা হয়। [[ভারতীয় উপমহাদেশ|ভারতীয় উপমহাদেশে]] [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশ]], [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত]], [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান]] এবং [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কায়শ্রীলঙ্কা দলে]] বর্তমানে ফাস্ট বোলারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফাস্ট বোলাররা বলকে নমনীয় করে স্পিনারদের ব্যবহারের উপযোগী করে তুলছেন। এ দেশগুলোর পীচগুলো স্পিনারদের উপযোগী করে তৈরী করা হয় যা ফাস্ট বোলারদের চেয়ে অধিক কার্যকরী। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে স্পিনারদের অবিশ্বাস্য কীর্তিগাঁথাগুলো এ ধারণাকে ম্লান করে দিয়েছে। [[মুত্তিয়া মুরালিধরন]], [[শেন ওয়ার্ন]], [[শহীদ আফ্রিদি]], [[অনিল কুম্বলে]], [[সনথসনাথ জয়সুরিয়াজয়াসুরিয়া]], [[সাকলাইন মুশতাক]], [[ড্যানিয়েল ভেট্টোরী]], [[হরভজন সিং]], [[সাকিব আল হাসান]] প্রমূখ স্পিনারদের সফল পদচারণা এর প্রকৃষ্ট উদাহরণ।
 
== শ্রেণীবিভাগ ==
ফাস্ট বোলিংয়ের জন্যে কিশোর-তরুণ বোলারদেরকে পরিপূর্ণভাবে গতির দিকে মনোযোগী হতে হয়। যখন ফাস্ট বোলাররা পরিপক্ক হয়ে উঠেন, তখন তাদের দক্ষতায় সুইং কিংবা সীম বোলিং কলা-কৌশল প্রয়োগে সফলকাম হন। অধিকাংশ ফাস্ট বোলাররাই এ দু'টির একটিকে বেছে নেন। তখন তারা সুইং কিংবা সীম বোলাররূপে পরিচিত হন। কিন্তু এ শ্রেণীবিভাগ সর্বদা সর্বক্ষেত্রে প্রচলিত নয়। সাধারণতঃ দক্ষ ও অভিজ্ঞ পেস বোলাররা ফাস্ট, সুইং, সীমসহ [[অফ কাটার]] প্রয়োগে বল ডেলিভারী দেন।
 
বল ডেলিভারীরনিক্ষেপণের গতিবেগের উপর নির্ভর করে বোলারদেরকে বিভিন্ন উপ-বিভাগে বিভক্ত করে নিম্নে দেখানো হয়েছে:-
 
{| class="wikitable"
৪৮ ⟶ ৫০ নং লাইন:
 
কিন্তু [[ক্রিকইনফো]] ফাস্ট-মিডিয়াম বোলার এবং মিডিয়াম-ফাস্ট বোলার উভয় পরিভাষাই অদল-বদল করে প্রয়োগ ঘটায়।<ref>See, for example, the Cricinfo profiles for [http://content-aus.cricinfo.com/ci/content/player/36603.html Ewen Chatfield], [http://content-nz.cricinfo.com/ci/content/player/46248.html Albie Morkel], and [http://content-nz.cricinfo.com/ci/content/player/49552.html Graeme Labrooy].</ref>
 
== কৌশল প্রয়োগ ==
 
== শীর্ষস্থানীয় বোলার ==
৮১ ⟶ ৮৫ নং লাইন:
! ২৭৭৪০ || ১২৮৬৭ || ৪৩৪ || ২৯.৬৪ || ৯/৮৩ || ২৩ || ২
|-
| স্যার [[রিচার্ড হ্যাডলীহ্যাডলি]]
! ১৯৭৩-১৯৯০
| ৮৬ || ১৫০
১৫৮ ⟶ ১৬২ নং লাইন:
! ১২৯৭০ || ৮৩৯১ || ৩৮১ || ২২.০২ || ৭/১৫ || ৭
|-
| '''[[ব্রেট লি]]'''
! ২০০০-২০১২
| ২২১ || ২১৭
১৮৮ ⟶ ১৯২ নং লাইন:
{{Reflist}}
 
== আরোআরও দেখুন ==
* Hughes, Simon (2002), Jargonbusting: The Analyst's Guide to Test Cricket, Channel 4 books, ISBN 0-7522-6508-3
* Lewis, Tony (Editor) (1995), MCC Masterclass, Weidenfeld & Nicolson, ISBN 0-297-81578-4