ডেভিড গাওয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ZéroBot (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
সম্মাননা
৯১ নং লাইন:
}}
'''ডেভিড আইভন গাওয়ার''', [[ওবিই]] ({{lang-en|David Ivon Gower}}; [[জন্ম]]: [[১ এপ্রিল]], [[১৯৫৭]]) সাবেক [[ইংল্যান্ড|ইংরেজ]] [[ক্রিকেটার]]। পরবর্তীকালে তিনি [[স্কাই স্পোর্টস|স্কাই স্পোর্টসের]] [[ধারাভাষ্যকার]] হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৮০-এর দশকে তিনি [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] দায়িত্ব পালন করেছেন। তিনি আধুনিককালের অন্যতম সেরা বামহাতি [[ব্যাটসম্যান|ব্যাটসম্যানরূপে]] পরিগণিত হয়ে আছেন। নিজ দলের পক্ষে সর্বাধিক [[টেস্ট ক্রিকেট]] খেলায় অংশগ্রহণসহ তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১১৭টি টেস্টে অংশগ্রহণ করে ৮,২৩১ রান করেন তিনি। এছাড়াও, তিনি ইংল্যান্ডের পক্ষ হয়ে সবচেয়ে বেশী ১১৪টি [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট]] খেলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
গাওয়ার [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে অনুষ্ঠিত ১৯৮৫ সালের [[অ্যাশেজ]] সিরিজে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেন। এতে দল জয়লাভ করলেও ১৯৮৪ ও ১৯৮৫-৮৬ সালে অনুষ্ঠিত টেস্টে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] কাছে ৫-০ ব্যবধানে [[হুয়াইটওয়াশ]] হয়। এতে তাঁর দূর্বল অধিনায়কত্বের প্রমাণ মিলে। এরফলে তিনি সংক্ষিপ্তকালের জন্যে অধিনায়কত্ব হারান। পরবর্তীতে ১৯৮৯ সালের অ্যাশেজ সিরিজে [[গ্রাহাম গুচ|গ্রাহাম গুচের]] হাতে অধিনায়কত্ব প্রদানের পূর্ব পর্যন্ত স্বপদে বহাল ছিলেন। ১৯৯৩ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ১১৯টি টেস্টে কোন [[ডাক (ক্রিকেট)|শূন্য রানের]] নজির স্থাপন করেননি যা [[বিশ্বরেকর্ড]] হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।<ref>Frindall, Bill (2009). Ask Bearders. BBC Books. p. 106. ISBN 978-1-84607-880-4.</ref>
 
== সম্মাননা ==
ক্রিকেট জীবন থেকে [[অবসর]] গ্রহণের পর গাওয়ার সফলতম ক্রিকেট ধারাভাষ্যকাররূপে পরিচিতি পেয়েছেন। ১৬ জুলাই, ২০০৯ সালে তিনি [[আইসিসি ক্রিকেট হল অব ফেম|আইসিসি ক্রিকেট হল অব ফেমে]] ঠাঁই পেয়েছেন।<ref>[http://www.thesportscampus.com/200907161402/test-cricket/hof-inductees "Border, Harvey, Gower, Underwood inducted into Hall of Fame". The Sports Campus. 17 July 2009. Retrieved 16 July 2009.]</ref><ref>[http://icc-cricket.yahoo.net/the-icc/icc_centenary.php "ICC Hall of Fame". ICC. Retrieved 3 April 2009.]</ref>
 
== তথ্যসূত্র ==