ফার্স্ট লেডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.7.2+) (বট পরিবর্তন করছে: tr:First Lady
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
[[Image:First Ladies 2008.jpg|thumb|right|200px| ২২ সেপ্টেম্বর, ২০০৮ সালে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ৩৬ দেশের ফার্স্ট লেডিদের সমাবেশ]]
'''ফার্স্ট লেডি''' ({{lang-en|First Lady}}) হচ্ছেন বিশ্বের নির্দিষ্ট কয়েকটি দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানদের স্ত্রীদেরকে প্রদত্ত উপাধি। এ [[উপাধি|উপাধিটি]] তিনি অলিখিতভাবে প্রচার মাধ্যমসহ জনগণের কাছ থেকে ধারণপূর্বক ব্যবহার করে থাকেন। [[পুরুষ|পুরুষদের]] ক্ষেত্রে এর [[লিঙ্গ]] বৈপরীত্য হিসেবে ''ফার্স্ট জেন্টেলম্যান'' উপাধি প্রদান করা হয়ে থাকে।
 
==উৎপত্তি স্থল==
[[চিত্র:Barack and Michelle Obama at the Home States Ball.jpg|thumbnail|right|200px| ''হোম স্ট্যাটস্‌ বলে'' বাহুতে বাহু জড়িয়ে ও হাস্যচিত্তে নৃত্যরত অবস্থায় মিচেল ওবামা এবং বারাক ওবামা]]
১৮৪০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্স্ট লেডি পদবীর উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত। [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] তৎকালীন প্রেসিডেন্ট [[জ্যাকারি টেইলার|জ্যাচারীজ্যাকারী টেলরের]] স্ত্রী ছিলেন [[ডলি মেডিসন।মেডিসন]]। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক উদযাপনের সময় স্ব-লিখিত ও উচ্চ প্রশংসাযুক্ত [[কবিতা|কবিতায়]] ''ফার্স্ট লেডি'' হিসেবে তাঁকে আখ্যায়িত করেন টেলর।<ref name= "Dolley Madison">{{cite web |url=http://www.firstladies.org/biographies/firstladies.aspx?biography=4|title= Dolley Madison |accessdate=2007-04-29 |publisher= National First Ladies Library}}</ref>
 
যুক্তরাষ্ট্রে শুরুর দিকে [[প্রেসিডেন্ট|প্রেসিডেন্টের]] [[পত্নী|পত্নীকে]] সচরাচর ও গ্রহণযোগ্য কোন পদবী প্রদান করা হতো না। ঐ সময়ে অনেক ফার্স্ট লেডিকে তাঁদের নিজস্ব দক্ষতা, সক্ষমতা ও গ্রহণযোগ্যতার উপর বিভিন্নভাবে [[পদবী]] ব্যবহার করতে দেখা যায়। তন্মধ্যে ''লেডি'', ''মিসেস প্রেসিডেন্ট'', ''মিসেস প্রেসিডেন্ট্রেস'' এবং ''কুইন অব দ্য হুয়াইট হাউজ'' পদবীর প্রচলন ছিল। একমাত্র [[জুলিয়া টাইলার|জুলিয়া টাইলারের]] ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়।
 
অতীতে অন্য কোন [[মহিলা|মহিলাও]] ফার্স্ট লেডি'র মর্যাদাপ্রাপ্তির অধিকারী হতেন। যেমনঃযেমন: প্রেসিডেন্ট [[কন্যা]] তাঁর মাতার অনিচ্ছাজ্ঞাপন, অক্ষমতাজনিত কারণের ফলে শূন্যস্থান পূরণেপূরণের লক্ষ্যে বিকল্পভাবে ফার্স্ট লেডির দায়িত্ব পালন করতেন।
অথবা, প্রেসিডেন্ট যদি বিপত্নীক বা কুমার হয়ে থাকেন, সেক্ষেত্রে [[হোয়াইট হাউস|হুয়াইট হাউজে]] অবস্থানরত অন্য কোন মহিলা এ দায়িত্ব পালন করতেন।
 
বর্তমানে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট [[বারাক ওবামা|বারাক ওবামার]] স্ত্রী [[মিচেলমিশেল ওবামা]] ব্যাপকভাবে ও উৎসাহের সাথেসঙ্গে ফার্স্ট লেডির মর্যাদা উপভোগ করছেন। আমেরিকান প্রচার মাধ্যম ও [[সংবাদ সংস্থা|সংবাদ সংস্থাগুলো]] প্রায়শঃই অন্য দেশের রাষ্ট্রীয় প্রধানদের স্ত্রীকে ফার্স্ট লেডি হিসেবে ব্যক্ত করে থাকে। তবে, কোন দেশে যদি রাষ্ট্র প্রধানের স্ত্রীর নির্দিষ্ট উপাধীউপাধি থেকে থাকে, তাহলে এ নিয়মের ব্যতয় ঘটে থাকে।
 
==বাংলাদেশের ফার্স্ট লেডি==
বর্তমান রাষ্ট্রপতি [[জিল্লুর রহমান|জিল্লুর রহমানের]] স্ত্রী [[আইভি রহমান]] ২১ আগস্টের [[গ্রেনেড]] হামলাজনিত কারণে ২৪ আগস্ট, ২০০৪ সালে প্রয়াত হন। তাঁর মৃত্যুর ফলে সাবেক রাষ্ট্রপতি [[ইয়াজউদ্দিন আহম্মেদ|ইয়াজউদ্দিন আহম্মেদের]] স্ত্রী [[আনোয়ারা বেগম]] বর্তমানে বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে বহাল রয়েছেন।<ref>[http://www.planetrulers.com/bangladesh-first-lady/ আনোয়ারা বেগমঃবেগম: বাংলাদেশের বর্তমান ফার্স্ট লেডি, সংগ্রহকালঃসংগ্রহকাল: ২৯ ডিসেম্বর, ২০১১ইং]</ref>
 
==প্রয়োগ==
উপাধিটি একজন [[প্রধানমন্ত্রী|প্রধানমন্ত্রীর]] [[স্ত্রী]] কিংবা সঙ্গীর ক্ষেত্রে সচরাচর ব্যবহার করা হয় না। তবে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর [[স্বামী]] কিংবা স্ত্রীর ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সহযোগী সঙ্গী হিসেবে বিশেষ মর্যাদা প্রাপ্তমর্যাদাপ্রাপ্ত হন।<ref>[http://news.bbc.co.uk/1/hi/uk_politics/4685802.stm "Being the prime minister's wife"] retrieved 11 May 2011 "BBC"</ref><ref>[http://www.bbc.co.uk/worldservice/programmes/2011/03/110303_outlook_sarah_brown.shtml "The prime minister's wife"] retrieved 11 May 2011 "BBC"</ref>
 
==ব্যতিক্রম==
২৩ নং লাইন:
১৯৯৪ সালে [[পেরু]] রাষ্ট্রের প্রেসিডেন্ট [[আলবার্টো ফুজিমোরি]] তাঁর স্ত্রী সুসানা হিগুইচি'র সাথে বিবাহ-বিচ্ছেদ ঘটে। অতঃপর, ফার্স্ট লেডি হিসেবে সুসানা হিগুইচি'র পরিবর্তে আনুষ্ঠানিকভাবে তাঁর কন্যা ''কিকো ফুজিমোরি'র'' নাম ঘোষণা করা হয়।
 
কোরিয়ার ''গ্রান্ড ন্যাশনাল পার্টির'' সাবেক প্রধান ''[[পার্ক গিউয়ানগিউন-হাই]]'' [[দক্ষিণ কোরিয়া|দক্ষিণ কোরিয়ার]] রাষ্ট্রপতি ও স্বৈরশাসক [[পার্ক চুং হি|পার্ক চুং হি'র]] আমলে ফার্স্ট লেডি হয়েছিলেন। তিনি হি'র কন্যাকন্যা। ছিলেন।১৫ আগস্ট, ১৯৭৪ তারিখে [[উত্তর কোরিয়া|উত্তর কোরীয়]] সরকারের নির্দেশে [[জাপান|জাপানী]] বংশোদ্ভূত [[মান সে-গুয়াং]] কর্তৃক তাঁর মাতা [[কোরিয়ার ন্যাশনাল থিয়েটার|কোরিয়ার ন্যাশনাল থিয়েটারে]] [[নিহত]] হবার প্রেক্ষিতে<ref>{{cite news|url=http://100.naver.com/100.nhn?docid=180730|title= 8·15대통령저격사건 (八一五大統領狙擊事件) |trans_title=15 August President assassination-attempt incident|publisher= Doopedia (두산백과)|accessdate=13 May 2012|language=Korean}}</ref> [[মা|মায়ের]] মৃত্যুজনিত কারণে এ পদবী লাভ করেন হাই।<ref>Geun Hye Park (2007). [http://www.icasinc.org/2007/2007l/2007lghp.html The Republic of Korea and the United States: Our Future Together] (HTML). Institute for Corean-American Studies, Inc.. Retrieved on 2007-07-19.</ref>
 
তাঁর বাবা পার্ক চুং-হি ২৬ অক্টোবর, ১৯৭৯ তারিখে [[গিম জায়েগু]] নামীয় নিজস্ব গোয়েন্দা প্রধানের হাতে নিহত হবার পূর্ব পর্যন্ত মেয়ে পার্ক গিউন-হাই মায়ের পরিবর্তে [[ফার্স্ট লেডি|ফার্স্ট লেডির]] [[মর্যাদা|মর্যাদাপ্রাপ্ত]] হন। এ সময়কালে তাঁর বাবার রাজনৈতিক প্রতিপক্ষরা নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনজনিতক কারণে অর্থনৈতিক উন্নয়নে বাঁধার পরিবেশ সৃষ্টির জন্যে চুং-হিকে অভিযুক্ত করেছেন।<ref>{{cite journal|author=C.I. Eugene Kim|title=Emergency, Development, and Human Rights: South Korea| journal=Asian Survey|year=1978|month=April|volume= 18|issue= 4|pages=363–378|publisher=University of California Press|url=http://www.jstor.org/discover/10.2307/2643400?uid=3739536&uid=2129&uid=2134&uid=2&uid=70&uid=4&uid=3739256&sid=21100798234751}}</ref> ২০০৭ সালে পার্ক
 
===ফার্স্ট জেন্টেলম্যান===
বিশ্বের বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে [[নারী|নারীরা]] এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে তাঁদের [[স্বামী]] অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে এর লিঙ্গ বৈপরীত্য হিসেবে [[ফার্স্ট জেন্টেলম্যান]] উপাধি প্রদান করা হয়ে থাকে। [[ফিলিপাইন|ফিলিপাইনের]] রাষ্ট্রপ্রধানের স্বামী ''ফার্স্ট জেন্টেলম্যান'' উপাধি ধারণ করে থাকেন।
 
===ফার্স্ট ব্লোক===
২৪ জুন, ২০১০ সালে [[জুলিয়া গিলার্ড]] অস্ট্রেলিয়ার [[প্রধানমন্ত্রী]] হিসেবে অভিষিক্ত হবার পর প্রচার মাধ্যমগুলো তাঁর সঙ্গী [[টিম ম্যাথিয়েসন|টিম ম্যাথিয়েসনের]] উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনদিন পর [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] [[সংবাদপত্র|সংবাদপত্রগুলো]] ম্যাথিয়েসনকে লক্ষ্য করে ''ফার্স্ট ব্লোক'' পদবী নামে নামাঙ্কিত করে। তিনিও তা সানন্দে গ্রহণ করেন। বিশেষ করে স্বেচ্ছাসেবক এবং দাতব্য কর্মকাণ্ডে তাঁকে অতীব সম্মান সহকারে এ পদবী প্রদান করা হয়।
 
===ফার্স্ট ফ্যামিলি===
৩৭ ⟶ ৩৯ নং লাইন:
নির্দিষ্ট [[অঞ্চল]] বা এলাকায় অবস্থানরত কোন মহিলা সামাজিক স্তরে একচ্ছত্রভাবে যদি প্রাধান্য বিস্তার করে থাকেন, তাহলে তিনিও 'ফার্স্ট লেডি' হিসেবে অভিহিত হয়ে থাকেন।<ref>Sellers, 294; Russell, 501.</ref>
 
মার্কিন যুক্তরাষ্ট্রে ''ফার্স্ট লেডি'' শব্দগুচ্ছটি বিভিন্নক্ষেত্রে বহুবিধভাবে প্রয়োগ ঘটাতে দেখা যায়। [[রাজনীতি|রাজনৈতিক]] কারণ ছাড়াও কোন নারী যদি তাঁর কর্মে অসামান্য [[প্রতিভা|প্রতিভার]] স্ফূরণ ঘটান কিংবা ব্যতিক্রমধর্মী অবদান রাখেন, তাহলেই তিনি ফার্স্ট লেডি খেতাব অর্জন করে থাকেন।থাকেন অনেকট [[মিস ওয়ার্ল্ড]] পদবীর মতো। যেমনঃযেমন:-
{| class="wikitable" width=100%
|+''ফার্স্ট লেডি'' শব্দগুচ্ছের প্রয়োগ