উইলিস ল্যাম্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Luckas-bot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: nn:Willis Lamb
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
[[File:Willis Lamb 1955.jpg|thumb|220px|{{PAGENAME}}]]
'''উইলিস ইউজিন ল্যাম্ব''' (জন্ম: [[জুলাই ১২]], [[১৯১৩]]) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি [[১৯৫৫]] সালে [[পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার]] লাভ করেন। হাইড্রোজেন মৌলের বর্ণালির সরল গঠন আবিষ্কার সংশ্লিষ্ট গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ল্যাম্ব [[পলিকার্প কুশ|পলিকার্প কুশের]] সাথে মিলে ইলেকট্রনের নির্দিষ্ট কিছু তাড়িতচৌম্বক ধর্ম নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। এর উল্লেখযোগ্য উদাহরণ হল [[ল্যাম্ব অপসরণ]]। ল্যাম্ব [[অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়|অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের]] অধ্যাপনায় নিযুক্ত ছিলেন।
 
 
উইলিস ল্যাম্বের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের [[লস অ্যাঞ্জেল্‌স]] শহরে। তিনি [[১৯৩০]] সালে [[ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়|ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলিতে]] রসায়ন বিভাগে ভর্তি হন এবং [[১৯৩৪]] সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে [[১৯৩৮]] সালে [[পিএইচডি]] অর্জন করেন। এরপর শুরু করেন কর্মজীবন। [[১৯৫৬]] থেকে [[১৯৬২]] সাল পর্যন্ত [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়|অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে]] পদার্থবিজ্ঞান বিভাগের [[ওয়াইকহ্যাম অধ্যাপক]] হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া [[ইয়েল বিশ্ববিদ্যালয়|ইয়েল]], [[কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়|কলাম্বিয়া]] এবং [[স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়|স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে]] শিক্ষকতা করেছেন।