আলীম দার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আম্পায়ারিত্ব
Suvray (আলোচনা | অবদান)
৮৫ নং লাইন:
 
== আম্পায়ারিত্ব ==
ক্রিকেট [[আম্পায়ার]] হিসেবেই মূলতঃ আলীম দার ক্রিকেটাঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব। ১৬ ফেব্রুয়ারি, ২০০০ সালে গুজরানওয়ালার [[জিন্নাহ স্টেডিয়াম|জিন্নাহ স্টেডিয়ামে]] অনুষ্ঠিত [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তান]] বনাম [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কার]] মধ্যেকার [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিবসীয় ক্রিকেট]] খেলার মাধ্যমে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটান। ২০০২ সালে তিনি আইসিসি'র আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে সদস্যরূপে অন্তর্ভূক্ত হন। সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদর্শন করে আইসিসিকে আশ্চর্যান্বিত করেন। ২০০৩ সালের শুরুতে অনুষ্ঠিত [[২০০৩ বিশ্বকাপ ক্রিকেট|বিশ্বকাপ ক্রিকেটেও]] আম্পায়ারিংয়ে তিনি অন্যান্য সেরা আম্পায়ারদের সহযোগী ছিলেন। অক্টোবর, ২০০৩ সালে তিনি সেরা আম্পায়ারিত্ব করেন [[ঢাকা|ঢাকার]] [[বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম|বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে]]; সেখানে তিনি [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশ]] বনাম [[ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল|ইংল্যান্ডের]] মধ্যকার খেলার মাধ্যমে টেস্টে আম্পায়ারের অভিষেক ঘটান। কিন্তু এ পর্যন্ত তিনি পাকিস্তানের কোন টেস্ট ম্যাচে আম্পায়ারিত করেননি। এর প্রধান কারণ হচ্ছে আম্পায়ারদের আন্তর্জাতিক তালিকা প্রবর্তনের পর সকল টেস্ট ম্যাচ নিরপেক্ষ আম্পায়ার দ্বারা পরিচালিত হয়।
 
এপ্রিল, ২০০৪ সালে প্রথম পাকিস্তানী হিসেবে [[আইসিসি সেরা আম্পায়ার তালিকা|আইসিসি সেরা আম্পায়ার তালিকায়]] অন্তর্ভূক্ত হন।<ref>{{cite web|url=http://content.cricinfo.com/pakistan/content/story/136525.html|title=Mallender and Aleem Dar to join the elite|date=Feb 6, 2004|publisher=Cricinfo|accessdate=18 March 2010}}</ref> এরপর থেকেই তিনি নিজেকে শীর্ষস্থানীয় আম্পায়াররূপে মেলে ধরতে থাকেন।
 
১৭ অক্টোবর, ২০০৭ সালে [[মুম্বাই|মুম্বাইয়ে]] অনুষ্ঠিত ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যেকার খেলায় আলীম দার [[ক্রিকেটের ইতিহাস|ক্রিকেটের ইতিহাসে]] দশম আম্পায়ার হিসেবে শততম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিত্ব করেন।
 
== সাফল্যগাঁথা ==