মিখাইল শলোখভ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সৃষ্ট
 
+
১৪ নং লাইন:
}}
'''মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোখভ''' ({{lang-ru|Михаи́л Алекса́ндрович Шо́лохов}}) (মে ২৪, ১৯০৫-ফেব্রুয়ারি ২১, ১৯৮৪) নোবেলজয়ী [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত]] [[ঔপন্যাসিক]]। যুদ্ধের বিপক্ষে আর শান্তির সপক্ষে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। ১৯৬৫ সালে তিনি [[সাহিত্যে নোবেল পুরস্কার]] লাভ করেন। [[সৌরজগত|সৌরজগতে]] [[গ্রহাণুপুঞ্জ|গ্রহাণুপুঞ্জের]] একটি [[গ্রহাণু|গ্রহাণুর]] নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে, [[২৪৪৮ শলোখভ]]।
 
==জীবন ও কর্ম==
 
মিখাইল শলোখভের জন্ম [[ডন নদী|ডন নদীর]] তীরে, [[ভেশেনস্কায়া|ভেশেনস্কায়ায়]], ১৯০৫ সালে। মাত্র ১২ বছর বয়সে ১৯১৭ সালে তিনি প্রত্যক্ষ করেন [[রুশ বিপ্লব|রুশ বিপ্লবের]] ভয়াবহতা। ১৯১৯ সালে ভেশেনস্কায়া অঞ্চলে এক প্রতিবিপ্লবী অভ্যূথ্থানের প্রত্যক্ষদর্শী হতে হয়েছিল শলোখভকে। সে অঞ্চলের [[কসাক|কসাকরা]] তখন বলশেভিক আর কর্নিলভ নামে দু'ভাগে বিভক্ত হয়ে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে অবতীর্ণ হয়।
 
শলোখভের লেখালেখি শুরু হয় ১৯২৩ সালে, মাত্র আঠারো বছর বয়সে। একটি যুব সংবাদপত্রে তাঁর লেখা ছাপা হয়। তার তিন বছর পর তাঁর প্রথম বই ''টেলস ফ্রম দ্য ডন'' প্রকাশিত হয়।
 
== বহিঃসংযোগ ==