কেভিন কারেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
TjBot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট যোগ করছে: ta:கெவின் கர்ரன்
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন
২ নং লাইন:
 
রোডেশিয়া এবং নিয়াজাল্যান্ডের রুসাপে এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। [[১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৩]] ও [[১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৭]] [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপে]] তিনি অংশগ্রহণ করেছিলেন। আগস্ট ২০০৫ থেকে সেপ্টেম্বর ২০০৭ পর্যন্ত [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ের]] [[কোচ|কোচের]] দায়িত্ব পালন করেন। মৃত্যুকালীন সময়ের পূর্ব পর্যন্ত তিনি [[জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমি|জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমির]] প্রধান ছিলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
ক্রিকেট খেলায় তাঁর ভূমিকা ছিল একজন সঠিকমানের [[অল-রাউন্ডার]] হিসেবে। ডানহাতি মিডিয়াম-ফাস্ট [[বোলিং]] করতেন। পাশাপাশি ডান হাতে মাঝারী স্তরে [[ব্যাটসম্যান]] হিসেবে ব্যাটিং করতেন। ১৯৮০'র দশকে [[ইংলিশ কাউন্টি ক্রিকেট|ইংলিশ কাউন্টি ক্রিকেটে]] [[নটিংহ্যাম্পটনশায়ার|নটিংহ্যাম্পটনশায়ারের]] পক্ষ নিয়ে নিয়মিতভাবে খেলেছন। সেখানে তিনি বেশ সফলকাম ছিলেন। পাঁচ মৌসুমে তিনি একহাজার রানেরও বেশী [[রান]] অতিক্রম করেছেন। এছাড়াও, [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকার]] [[বোল্যান্ড]] এবং [[নাটাল]] দলের পক্ষে খেলেছিলেন।
 
== তথ্যসূত্র ==