মাইক্টেরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{Taxobox | fossil_range = মধ্য মায়োসিন থেকে বর্তমান | image = Yellow-billed stork standing cropped.jpg | image...
 
বর্ণনা
২০ নং লাইন:
''Dissourodes''
}}
 
 
'''''মাইক্টেরিয়া''''' [[Ciconiidae|সিকোনিডাই]] [[গোত্র (জীববিদ্যা)|গোত্রের]] অন্তর্গত [[বিষূবীয় অঞ্চল|বিষূবীয় অঞ্চলের]] বৃহদাকায় [[জলচর পাখি|জলচর পাখিদের]] একটি [[গণ (জীববিদ্যা)|গণ]]। মোট চারটি [[প্রজাতি]] এ গণের অন্তর্ভুক্ত। এ গণের প্রজাতিগুলো দুই [[আমেরিকা অঞ্চল|আমেরিকা মহাদেশ]], [[আফ্রিকা|আফ্রিকার]] পূর্বাঞ্চল, [[দক্ষিণ এশিয়া|দক্ষিণ]] ও [[দক্ষিণ-পূর্ব এশিয়া|দক্ষিণ-পূর্ব এশিয়ায়]] বিস্তৃত। অন্যসব মানিকজোড়ের তুলনায় [[Threskiornithinae|কাস্তেচরাদের]] সাথে এদের শারীরিক গঠনে মিল পাওয়া যায়, যদিও কাস্তেচরাদের সাথে এদের কোন সম্পর্ক নেই।
 
==বর্ণনা==
 
''মাইক্টেরিয়া'' গণের সদস্যরা বেশ বড় আকারের পাখি। এদের উচ্চতা ৯০-১০০ সেন্টিমিটার ও ডানার বিস্তার প্রায় ১৫০ সেন্টিমিটার। দেহে সাদা প্রাধাণ্য লক্ষ্য করা যায়। দেহতলও সাদা। ডানার প্রান্ত-পালক কালো। ঠোঁট লম্বা, গোড়া প্রশস্ত ও কিছুটা নিম্নমুখী। ঠোঁটের গোড়ায় নাকের ছিদ্র ডিম্বাকার। মাথা ও পায়ের বড় অংশ পালকহীন। আঙুল লম্বা। লেজের নিচের ঢাকনি খুব লম্বা ও লেজকে ছাড়িয়ে বিস্তৃত। [[কেঠো মানিকজোড়]] ছাড়া বাকি সদস্যদের ঠোঁট হলদে, মুখ পালকহীন ও চামড়া লালচে বা হলদে এবং পা লালচে। কেঠো মানিকজোড়ের এ অংশগুলো কালচে ও ফিকে রঙের। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখি মলিন রঙের।
 
নদীর পাড়, জলমগ্ন মাঠ, হ্রদ, কাদাচর, লবণ চাষের জমিতে ও নদীর মোহনায় বিচরণ করে। সচরাচর জোড়ায় কিংবা ছোট দলে থাকে। অগভীর পানিতে হেঁটে ঠোঁট খুলে কাদায় ঢুকিয়ে এরা খাবার খুঁজে বেড়ায়। খাদ্যতালিকায় রয়েছে মাছ, ব্যাঙ, চিংড়ি, কাঁকড়া, জলজ পোকামাকড় ও ছোট সরীসৃপ। পানির ধারে এরা প্রায়ই একপায়ে ঠায় দাঁড়িয়ে বিশ্রাম করে। ওড়ার সময় প্রলম্বিত পা ও গলা কিছুটা নিচের দিকে ঝুঁকে থাকে। মিশ্র [[কলোনি|কলোনিতে]] বাসা করে।
 
<gallery>
চিত্র:WoodStorkWhole.JPG|[[কেঠো মানিকজোড়]] ''(Mycteria americana)''
চিত্র:Milky Stork (Mycteria cinerea).jpg|[[দুধসাদা মানিকজোড়]] ''(Mycteria cinerea)''
চিত্র:Painted Stork (Mycteria leucocephala) in Garapadu, AP W IMG 5292.jpg|[[রাঙা মানিকজোড়]] ''(Mycteria leucocephala)''
</gallery>
 
[[Category:মাইক্টেরিয়া|*]]