পরমাণু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ArifMahmud (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ArifMahmud (আলোচনা | অবদান)
৮ নং লাইন:
আধুনিক রসায়ন এর ভিত্তি বলে পরিচিত ডাল্টনের পরমাণুবাদে পরমাণুকে অবিভাজ্য ধরা হয়েছে। কিন্তু এ তত্ত্ব এখন অচল। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে প্রমাণিত হয় যে, পরমাণুকে আর সূক্ষ কণায় বিভক্ত করা যায়। যেসব সূক্ষ কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলে। এরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এ তিনটি কণিকা বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু সৃষ্টি করে। প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে।
=== ইলেকট্রন ===
পরমাণুর ক্ষুদ্রতম কণিকা [[ইলেকট্রন]]।১৮৯৭ খ্রিষ্টাব্দে স্যার জে. জে. থমসন সর্বপ্রথম ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। একটি ইলেকট্রনের আসল ভর অতি সামান্য (<math>9.11x10^{1085×10<sup>-28}g</mathsup>)।g। ইলেকট্রনের আধান ঋণাত্তক (<math>-1.6x10^6×10<sup>-19</mathsup>) কুলম্ব। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুর্ণায়মান। ইলেকট্রনেরইলেকট্রনকে সংকেতসাধারণত <math>e^{-1}</math>। প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
 
=== প্রোটন ===
প্রোটন ধণাত্তকধণাত্মক আধান বিশিষ্ট। এটি নিউক্লিয়াসের মধ্যে থাকে। ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী রদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন। প্রোটনের ভর 1.673×10<sup>-24</sup>g যা প্রায় হাইড্রজেনের ভরের সমান। একটি পরমাণুতে ইলেকট্রন সংখ্যক প্রোটন থাকে। প্রোটনের সংকেত <math>P</math>।
=== নিউট্রন ===
নিউট্রনের কন আধান নাই। আধানবিহীন (neutral) হওয়ায় এর এই নাম দেয়া হয়েছে। নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। ১৯৩২ সালে চ্যাডউইক নিউট্রন আবিস্কার করেন। এর আসল ভর প্রোটন অপেক্ষা সামান্য বেশি। এর প্রতীক হচ্ছে <math>n</math>।