অপরাধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
উৎপত্তি
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
[[চিত্র:Pierre-Paul_Prud%27hon_-_Justice_and_Divine_Vengeance_Pursuing_Crime.JPG|thumb|250px|বিচারক এবং স্বর্গীয় আত্মা প্রতিশোধের লক্ষ্যে অপরাধীর পশ্চাদ্বাবন হয়ে থাকেন, ১৮০৮ সালে [[পিয়েরে-পল প্রুড'হন]] কর্তৃক অঙ্কিত তৈলচিত্রকর্ম।]]
'''অপরাধ''' ({{lang-en|Crime, Misdemeanor, Felony}}) হচ্ছে কোন [[ব্যক্তি]] কর্তৃক আইনবিরুদ্ধ কাজ। [[দেশ]] বা [[অঞ্চল|অঞ্চলের]] [[শান্তি]]-শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত [[আইন|আইনের]] পরিপন্থী কার্যকলাপই অপরাধ হিসেবে গণ্য করা হয়। অপরাধ গুরুতর কিংবা লঘু - উভয় ধরনেরই হতে পারে। অপরাধের ফলে ব্যক্তিকে [[অর্থদণ্ড]], [[হাজতবাস]] বা [[কারাগার|কারাগারে]] প্রেরণসহ উভয় দণ্ড কিংবা ক্ষেত্রবিশেষে [[প্রাণদণ্ড|প্রাণদণ্ডও]] প্রদান করা হয়ে থাকে। যে বা যিনি অপরাধ করেন বা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তিনি [[অপরাধী]] হিসেবে চিহ্নিত। অপরাধ নিয়ন্ত্রণের জন্য [[আইন প্রয়োগকারী সংস্থা]] হিসেবে [[থানা|থানাসহ]] [[পুলিশ]], [[গোয়েন্দা]] রয়েছে। অপরাধের গুরুত্ব অনুযায়ী [[আদালত|আদালতের]] মহামান্য [[বিচারক]] অপরাধীকে প্রয়োজনীয় ও যথোপযুক্ত [[শাস্তি]] দিয়ে থাকেন।
 
৭ ⟶ ৮ নং লাইন:
== উৎপত্তি ==
অপরাধের ইংরেজি প্রতিশব্দ ''ক্রাইম'' যা [[ল্যাটিন ভাষা|ল্যাটিন ভাষায়]] উদ্ভূত ''সার্নো'' থেকে এসেছে। এর অর্থ হচ্ছে "আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দণ্ডাজ্ঞা দিব"।
 
কিছু ধর্মে [[পাপ]] কার্য্যে অংশগ্রহণকে অপরাধরূপে দেখা হয়। [[আদম]] এবং [[ঈভ|ঈভের]] [[শয়তান|শয়তানের]] প্ররোচনায় গন্ধর্বজাতীয় নিষিদ্ধ ফল গ্রহণকে ''প্রকৃত পাপ'' হিসেবে গণ্য করা হয়। দল বা রাষ্ট্রীয় অপরাধ হিসেবে [[যুদ্ধ]] অথবা [[সংঘর্ষ]] হয়ে থাকে। আধুনিক [[সভ্যতা|সভ্যতার]] ঊষালগ্নে আইনের কতকগুলো [[ধারা]] প্রণীত হয়েছে।
 
বিখ্যাত [[সমাজবিজ্ঞানী]] [[রিচার্ড কুইনী]] সমাজ এবং অপরাধের মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, 'অপরাধ হচ্ছে সামাজিকতার দৃশ্যমান প্রতিফলন'। এ কথার মাধ্যমে তিনি মূলতঃ ব্যক্তির অপরাধে সম্পৃক্ততার প্রেক্ষাপট এবং সামাজিক আদর্শ, ন্যায়-নিষ্ঠার মাধ্যমে জনগণের উপলদ্ধিবোধ জাগ্রতকরণ - উভয় দিকই বিবেচনা করতে বলেছেন।<ref>Quinney, Richard, "Structural Characteristics, Population Areas, and Crime Rates in the United States," The Journal of Criminal Law, Criminology and Police Science, 57(1), p. 45-52</ref>