হুইল চেয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সৃষ্ট
 
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
১ নং লাইন:
'''হুইল চেয়ার''' ({{lang-en|Wheelchair}}) এক ধরনের চাকাযুক্ত [[চেয়ার]] যা সাধারণতঃ স্বাভাবিকভাবে চলাচলে [[অক্ষম ব্যক্তি|অক্ষম ব্যক্তিগণ]] ব্যবহার করে থাকেন। এ ধরনের চেয়ারের সাহায্যে [[পঙ্গু|পঙ্গুত্বে]] বরণকারী [[ব্যক্তি]] এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করেন। অক্ষম ব্যক্তি তাঁর নিজস্ব [[হাত|হাতের]] সাহায্যে [[চাকা|চাকায়]] ধাক্কা দিয়ে এ চেয়ারটি পরিচালনা করে থাকেন। এছাড়াও, অন্য কোন ব্যক্তি চেয়ারের পিছনে ধাক্কা দিয়ে কিংবা স্বয়ংক্রিয়ভাবে [[বৈদ্যুতিক মোটর|বৈদ্যুতিক মোটরের]] সাহায্যে গমন করেন। প্রয়োজনে তিনি অন্য কোন ব্যক্তির সাহায্যে বাঁধা অতিক্রমণে অন্যের দ্বারস্থ হয়ে থাকেন।
 
== ইতিহাস ==
 
যে সকল ব্যক্তি [[হাঁটা|হেঁটে]] চলাচল করতে ব্যাপক অসুবিধা অনুভব করেন অথবা [[শরীর|শারীরিক]] [[অসুস্থতা|অসুস্থতাজনিত]] কারণ, আঘাতগ্রস্ততা অথবা [[পঙ্গুত্ব|পঙ্গুত্বে]] বরণ করেছেন - কেবল ঐ স্তরের ব্যক্তিগণই হুইল চেয়ারের ন্যায় উপকরণকে চলাচলের সঙ্গী হিসেবে বেছে নেন। সুস্থ, স্বাভাবিক, চলাচলে সক্ষম ব্যক্তিগণ এ চেয়ারের সাহায্য ব্যতিরেকে হেঁটে চলাচল করে থাকেন। কোন কারণে অক্ষম ব্যক্তির শারীরিক গঠনশৈলী ভিন্নতর হলে হুইল চেয়ারের মধ্যে আরো অতিরিক্ত অংশ যুক্ত করে স্বাচ্ছন্দ্যে চলাচলের ব্যবস্থা করা হয়ে থাকে। ১৬৭০-এর দশকে [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] সর্বপ্রথম হুইল চেয়ার ব্যবহারের নজীর রয়েছে।<ref>Oxford English Dictionary, (2nd Ed.), 1989, Vol. XX., p. 203.</ref> [[ইউরোপ]] মহাদেশে এ [[প্রযুক্তি]] [[জার্মানি|জার্মান]] [[রেনেসাঁ|রেনেসাঁয়]] আরো উত্তরণ ঘটানো হয়।
'''হুইল চেয়ার''' ({{lang-en|Wheelchair}}) এক ধরনের [[চেয়ার]] যা সাধারণতঃ স্বাভাবিকভাবে চলাচলে [[অক্ষম ব্যক্তি|অক্ষম ব্যক্তিগণ]] ব্যবহার করে থাকেন। এ ধরনের চেয়ারের সাহায্যে [[পঙ্গু|পঙ্গুত্বে]] বরণকারী [[ব্যক্তি]] এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করেন। অক্ষম ব্যক্তি তাঁর নিজস্ব [[হাত|হাতের]] সাহায্যে [[চাকা|চাকায়]] ধাক্কা দিয়ে এ চেয়ারটি পরিচালনা করে থাকেন। এছাড়াও, অন্য কোন ব্যক্তি চেয়ারের পিছনে ধাক্কা দিয়ে কিংবা স্বয়ংক্রিয়ভাবে [[বৈদ্যুতিক মোটর|বৈদ্যুতিক মোটরের]] সাহায্যে গমন করেন। প্রয়োজনে তিনি অন্য কোন ব্যক্তির সাহায্যে বাঁধা অতিক্রমণে অন্যের দ্বারস্থ হয়ে থাকেন।
 
== তথ্যসূত্র ==