আল রাযী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.7.2+) (বট পরিবর্তন করছে: ru:Ар-Рази, Абу Бакр Мухаммад
Rhazes.jpg ফাইলটি অপসারিত হয়েছে, কারণ কমন্স হতে Denniss এটি মুছে ফেলেছেন
২ নং লাইন:
 
'''আবু বকর মোহাম্মাদ ইবন যাকারিয়া আল রাযী''' বা '''আল-রাযী''' ([[৮৪১]] - [[৯২৬]]) একজন দক্ষ পার্সিয়ান চিকিত্সক এবং দার্শনিক। তিনি চিকিত্সা বিদ্যা, [[আল-কেমি]], পদার্থ বিদ্যা এবং অন্যান্য বিষয়ের উপর ১৮৪ টি-র বেশি বই লিখেছেন। তিনি [[সালফিউরিক এসিড]] আবিষ্কার করেন। তিনি [[ইথানল]] উত্পাদন, বিশোধন, ও চিকিত্সায় এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন। তিনিএকজন বিখ্যাত [[ইসলামি চিন্তাবিদ]] ছিলেন। তিনি বহু দেশ ভ্রমণ করেন। বাগদাদ্ নগরীতে তাঁর একটি পরীক্ষাগার ছিল। তাঁর নামে [[ইরান|ইরানে]] রাযী ইনষ্টিটিউট এবং [[রাযী বিশ্ববিদ্যালয়]] অবস্থিত। ইরানে প্রতি বছর [[২৭শে আগস্ট]] [[রাযী দিবস]] পালন করা হয়।
 
[[চিত্র:Rhazes.jpg|thumb|right|আল রাযী]]
== জন্ম ==
তিনি ৮৪১ খ্রিস্টাব্দে ইরানের [[তেহরান|তেহরানে]] জন্ম গ্রহণ করেন।