সাঁতার (ক্রীড়া): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
১৯ নং লাইন:
 
এ ক্রীড়াটি [[ফিনা]] বা [[ফেডারেশন ইন্টারনেশিওন্যাল দ্য নেটেশন]] কর্তৃক আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়। ফিনা অনুমোদিত প্রতিযোগিতা আয়োজনের জন্যে ২৫ বা ৫০ মিটার দৈর্ঘ্যের [[ক্ষুদ্র জলাশয়]] বা পুলের প্রয়োজন পড়ে।
 
== ইতিহাস ==
প্রায় সাত হাজার বছর পূর্বেকার চিত্রে [[প্রস্তর যুগ|প্রস্তর যুগে]] সাঁতারের দৃশ্যমালা অঙ্কিত হবার দৃশ্যমালা উপস্থাপন করা হয়েছে। গিলগামেশ, ইলিয়াড, ওডিসি, বাইবেল, বিউল্ফ এবং অন্যান্য গদ্য-কাহিনীতে সাঁতারের কথা উল্লেখ রয়েছে। ১৭৭৮ সালে জার্মান ভাষার অধ্যাপক নিকোলাস ওয়াইনম্যান ''দ্য সুইমার অর এ ডায়ালগ অন দি আর্ট অব সুইমিং'' নামক সাঁতার বিষয়ক প্রথম গ্রন্থ লিখেন।
 
১৮০০ সালের দিকে [[ইউরোপ|ইউরোপে]] প্রতিযোগিতামূলক সাঁতার বিশেষ করে [[ব্রেস্টস্ট্রোক]] ইভেন্ট চালু হয়।
 
== উপকরণাদি ==
২৫ ⟶ ৩০ নং লাইন:
জুলাই, ২০০৯ সালে ফিনা [[ভোট|ভোটের]] মাধ্যমে বুননকৃত বা [[টেক্সটাইল]] [[স্যুইমস্যুট (ক্রীড়া)|স্যুইমস্যুট]] ব্যতিত অন্য যে-কোন ধরনের কৃত্রিম স্যুইমস্যুট পরিধান করে ২০১০ সাল থেকে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করে। এর কারণ হিসেবে তারা বলেছে যে, বিভিন্ন ধরনের কৃত্রিম স্যুইমস্যুট পরিধান করে প্রতিযোগিতায় অংশ নেয়ায় সাঁতারুদের প্রকৃত সক্ষমতা ও দক্ষতা নিরূপণে বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি নতুন নিয়ম-কানুন প্রবর্তনের মধ্যে রয়েছে [[শরীর|শরীরের]] অংশ ঢেকে রাখা সংক্রান্ত। পুরুষ সাঁতারুদের ক্ষেত্রে [[নাভি]] থেকে [[হাঁটু]] এবং মহিলা সাঁতারুদের ক্ষেত্রে [[কাঁধ]] থেকে হাঁটু পর্যন্ত পোষাক পরিধান করা বাধ্যতামূলক।<ref>[http://www.fina.org/project/index.php?option=com_content&task=view&id=2537&Itemid=49 FINA General Congress]</ref><ref>[http://news.bbc.co.uk/sport2/hi/other_sports/swimming/8161867.stm FINA bans hi-tech suits from 2010] BBC, 31 July 2009</ref>
 
এছাড়াও, সাঁতার প্রতিযোগিতায় অন্যান্য সরঞ্জাম বা উপকরণের মধ্যে রয়েছে - [[কান বন্ধনী]], [[নাসিকারক্ষক]], [[চশমা]], [[সাঁতার টুপি|টুপি]], [[কিকবোর্ড]], নিরাপত্তাবেষ্টনী ইত্যাদি। তন্মধ্যে নাসিকারক্ষক উপকরণটি শুধুমাত্র সিনক্রোনাইজসিনক্রোনাইজড সাঁতারের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
 
== স্মারক মুদ্রা ==