গজল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.7.3) (বট যোগ করছে: pt:Gazel
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{Unreferenced|date=মার্চ ২০১০}}
 
'''গজল''' ( ইংরেজি: ghazal; আরবি/ ফার্সি / উর্দু: غزل; হিন্দি: ग़ज़ल; পাঞ্জাবী: ਗ਼ਜ਼ਲ, غزل;তুর্কী: gazel) হচ্ছে চার বা ততোধিক শেরের (দুই লাইনের কবিতা বিশেষ যা নিজেই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে) সমন্বয়ে গঠিত প্রেম বিষয়ক কবিতা। আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়। প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন। পরবর্তিতে আমির খশরু, মীর তাকী মীর, ইব্রাহীম জক, মীর্জা গালিব, দাগ দেলবী এবং আধুনিক কালে আল্লামা মহাম্মদ ইকবাল, ফয়েজ আহমেদ ফয়েজ, ফিরাক গোরখপুরী গজল লেখক হিসাবে নাম করেন।
 
{{অসম্পূর্ণ}}
'https://bn.wikipedia.org/wiki/গজল' থেকে আনীত