প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
+
Nasirkhan (আলোচনা | অবদান)
১ নং লাইন:
'''প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট''' (পিজিআর) ('''{{lang-en|President Guard Regiment}}''') [[বঙ্গভবন|বঙ্গভবনে]]অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রপতির নির্বাহী অফিসের একটি সত্তা, রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণ, রাষ্ট্রপতির সাধারণ যাতায়াত, চিকিৎসা সহায়তা ও জরুরী চিকিত্সা সেবা, এবং আতিথেয়তা পরিষেবা সহ সকল ধরনের নিরাপত্তা, সামরিক সহায়তা নিশ্চিত করে। পিজিআর এর প্রধান হলেন রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডার। রাষ্ট্রপতি [[জিয়াউর রহমান|জিয়াউর রহমান]] ১৯৭৬ সালে এই বাহিনী গঠন করেন। সেই সময় এটি ''প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স'' নামে পরিচিত ছিল। ১৯৮২ সালে রাষ্ট্রপতি [[হুসেইন মুহাম্মদ এরশাদ|হুসেন মুহাম্মদ এরশাদ]] এটি পূনর্গঠন করেন এবং একটি পূর্ণাঙ্গ বাহিনী হিসাবে উন্নীত করেন <ref> http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy: @ ক্ষেত্রের (DOCID + bd0146)</ref> এবং সেই সময় এটির নাম পরিবর্তন করে নির্ধারণ করা হয় এবং নতুন নাম প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।
 
== ইতিহাস ==
 
১৮২ সালে পুনর্গঠন করা হয় এবং রাষ্ট্রপতি এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান এই বাহিনীর লক্ষ্য হিসাবে নির্ধারন করা হয়।
 
==তথ্যসূত্র==