জাক রগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সৃষ্ট!
 
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন
১ নং লাইন:
'''জ্যাকুয়েস রগ''', কাউন্ট রগ ({{lang-en|Jacques Rogge}}); ({{IPA-nl|ˈrɔɣə|-|Nl-rogge.ogg}}); ([[জন্ম]]: [[২ মে]], [[১৯৪২]]) [[বেলজিয়াম|বেলজিয়ামের]] ক্রীড়া অধিকর্তা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। তিনি [[আন্তর্জাতিক অলিম্পিক কমিটি|আন্তর্জাতিক অলিম্পিক কমিটির]] ৮ম ও বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
== ব্যক্তিগত জীবন ==
ঘেন্টে জন্মগ্রহণকারী রগ পেশাদার অর্থোপেডিক সার্জন হিসেবে পরিচিত। তিনি ঘেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। [[১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকস্‌|১৯৬৮]], [[১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিকস্‌।১৯৭২]] এবং [[১৯৭৬ গ্রীষ্মকালীন অলিম্পিকস্‌|১৯৭৬]] সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসে [[ইয়াচিং]] ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এছাড়াও, [[বেলজিয়াম জাতীয় রাগবি ইউনিয়ন দল|বেলজিয়াম জাতীয় রাগবি ইউনিয়ন দলের]] পক্ষ হয়ে [[রাগবি]] খেলায় অংশগ্রহণ করেন।
 
১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত [[বেলজিয়াম অলিম্পিক কমিটি]] এবং ১৯৮৯ থেকে ২০০১ সাল পর্যন্ত [[ইউরোপিয়ান অলিম্পিক কমিটি|ইউরোপিয়ান অলিম্পিক কমিটির]] সভাপতির দায়িত্ব নিষ্ঠান সাথে পালন করেন। ১৯৯১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি'র সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৮ সালে আইওসি'র নির্বাহী পরিষদে যোগদান করেন।
 
== তথ্যসূত্র ==