বক্সা জাতীয় উদ্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Babaidmun (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Babaidmun (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৬ নং লাইন:
==অবস্থান==
বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের [[জলপাইগুড়ি জেলা]]র [[আলিপুরদুয়ার মহকুমা]]য় অবস্থিত। এর উত্তর সীমাটি হল ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্ত ও সিঞ্চুলা পর্বতমালা। তার ওপারে রয়েছে ভুটানের [[ফিপসু বন্যপ্রাণী অভয়ারণ্য]]। পূর্ব সীমায় আছে পশ্চিমবঙ্গ-আসাম রাজ্যসীমা। তার ওপারে আছে আসামের [[মানস জাতীয় উদ্যান]]। দক্ষিণ দিকে রয়েছে ৩১ নং জাতীয় সড়ক। দক্ষিণ-পশ্চিমের [[চিলাপাতা বনাঞ্চল]]টি বক্সা ও [[জলদাপাড়া জাতীয় উদ্যান|জলদাপাড়া জাতীয় উদ্যানের]] মধ্যে একটি এলিফ্যান্ট করিডোর হিসেবে ব্যবহৃত হয়।
 
==বন-সংরক্ষণের ইতিহাস==
১৯৮৩ সালে দেশের ১৫শ টাইগার রিজার্ভ হিসেবে '''বক্সা টাইগার রিজার্ভ''' স্থাপিত হয়েছিল। ১৯৮৬ সালে সংরক্ষিত বনাঞ্চলের ৩১৪.৫২ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য স্থাপিত হয়। ১৯৯১ সালে, আরও ৫৪.৪৭ বর্গ কিলোমিটার এলাকা বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্যের সঙ্গে যুক্ত হয়। এক বছর বাদে [[পশ্চিমবঙ্গ সরকার]] এটিকে জাতীয় উদ্যান স্তরে উন্নীত করার ইচ্ছা প্রকাশ করে এবং আরও ১১৭.১০ বর্গ কিলোমিটার বনাঞ্চল এর সঙ্গে যুক্ত করা হয়। ১৯৯৭ সালে রাজ্য সরকার বক্সাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে।<ref name = projecttiger>{{Cite web| title = Project Tiger on Buxa | accessdate = 2011-03-30 | url = http://projecttiger.nic.in/buxa.htm}} </ref>
 
{{Reflist}}