কোকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বহিঃসংযোগ, বিষয়শ্রেণী
Suvray (আলোচনা | অবদান)
বিবরণ
১৩ নং লাইন:
| binomial_authority = [[Jean-Baptiste Lamarck|Lam.]]
}}
'''কোকা''' ({{lang-en|Coca}}) [[দক্ষিণ আমেরিকা|দক্ষিণ আমেরিকার]] উত্তর-পশ্চিমে ''ইরাইথ্রোজাইল্যাসিয়া'' [[পরিবার (জীববিজ্ঞান)|পরিবারের]] উদ্ভিদবিশেষ। [[আন্দিয়ান সংস্কৃতি|আন্দিয়ান সংস্কৃতির]] অংশ হিসেবে [[সিয়েরা নেভাদা দ্য সান্তা মার্তা|সিয়েরা নেভাদা দ্য সান্তা মার্তার]] [[অধিবাসী|অধিবাসীদের]] কাছে এ গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোকা পাতায় উপ-ক্ষার ''কোকেন'' রয়েছে যা দিয়ে [[কোকেন]] নামীয় অত্যন্ত শক্তিশালী [[মাদকদ্রব্য]] তৈরী করা হয়। চার ধরনের চাষযোগ্য কোকোকোকা উদ্ভিদ রয়েছে।
 
[[গুল্ম|গুল্মজাতীয়]] এ [[উদ্ভিদ|উদ্ভিদটি]] পেরু, বলিভিয়া এবং [[কলম্বিয়া|কলম্বিয়ায়]] উৎপাদিত হয়। তন্মধ্যে, [[বলিভিয়া]] এবং [[পেরু|পেরুর]] প্রধান [[অর্থকরী ফসল|অর্থকরী ফসলরূপে]] কোকা উদ্ভিদ বিবেচিত হয়ে আসছে।<ref name="Plowman1979">Plowman T. "Botanical Perspectives on Coca." Journal of Psychedelic Drugs. 1979. 11(1-2): 103-117.</ref>
 
== বিবরণ ==
কোকা [[প্রুনাস স্পিনোসা]] বা [[ব্ল্যাকথর্ন|ব্ল্যাকথর্নের]] ন্যায় [[ঝোপ|ঝোপজাতীয়]] উদ্ভিদ। এর উচ্চতা ২-৩ মিটার (৭-১০ ফুট) হয়ে থাকে। ডালপালা বা শাখাগুলো সরলাকৃতির এবং পাতাগুলো পাতলা, গোলাকৃতি এবং সামনের দিকে সরু প্রকৃতির। [[ফুল|ফুলগুলো]] ছোট ধরনের। [[পুষ্পদণ্ড|পুষ্পদণ্ডে]] পাঁচটি হলুদ-সাদার মিশ্রণে ফুলের [[পাঁপড়ি]] থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় ফুলগুলো লাল রসাল [[ফল|ফলে]] রূপান্তরিত হয়।
 
কখনো কখনো কোকার পাতা [[ইলোরিয়া নয়েসি]] [[পতঙ্গ|পতঙ্গের]] [[লার্ভা|লার্ভার]] [[খাদ্য]] হিসেবে ব্যবহৃত হয়।
 
== তথ্যসূত্র ==
'https://bn.wikipedia.org/wiki/কোকা' থেকে আনীত