অ্যাকোয়ারিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RedBot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট যোগ করছে: af, ar, ast, az, bg, bs, ca, cs, cy, da, de, eo, es, et, eu, fa, fi, fr, gan, gl, gu, he, hi, hr, id, io, is, it, ja, jv, kk, ko, la, lt, lv, mk, ml, ms, nl, nn, no, oc, pl, pt, ro, ru, sh, simple, sk, sl, s...
Suvray (আলোচনা | অবদান)
উদ্দেশ্যাবলী
১ নং লাইন:
'''অ্যাকোয়ারিয়াম''' ({{lang-en|Aquarium}}) [[মাছ]] সংরক্ষণ করার বিশেষ জায়গা হিসেবে পরিচিত। এছাড়াও, যে-সকল [[প্রাণী]] জলে বসবাস করে সেগুলোও এ জায়গায় সৌখিন মানুষ কর্তৃক শখের বশবর্তী হয়ে সংরক্ষিত হয়ে থাকে। একটি অ্যাকোয়ারিয়াম ছোট্ট পানির ট্যাঙ্ক থেকে শুরু করে সম্পূর্ণ [[ভবন]] কিংবা বৃহৎ ধরণের ট্যাংক আকৃতির হতে পারে। [[বাড়ী]], ব্যবসা-প্রতিষ্ঠান, [[রেস্তোরাঁ]] ইত্যাদি স্থানে অ্যাকোয়ারিয়াম রাখা বর্তমানে বিশ্বের সর্বত্র অত্যন্ত জনপ্রিয় [[শখ|শখে]] পরিণত হয়েছে। যিনি অ্যাকোয়ারিয়াম রক্ষণাবেক্ষন করেন, তিনি [[অ্যাকোয়ারিস্ট]] নামে অভিহিত হয়ে থাকেন। তিনি অত্যন্ত যত্নসহকারে পাত্রে সংরক্ষিত মাছগুলোকে প্রাকৃতিক জীবনপ্রণালীর ন্যায় অভিযোজন উপযোগী একই ধরণের [[পরিবেশ|পরিবেশে]] রাখতে আন্তরিকভাবে সচেষ্ট হন। একই ধরণের পরিবেশ বলতে পানির গুণগতমান, প্রয়োজনীয় আলোক সরবরাহ ব্যবস্থা এবং উপযোগীউপযুক্ত খাদ্যের সংস্থান এর সাথে ওতপ্রোতভাবে জড়িত।
 
== উদ্দেশ্যাবলী ==
[[পর্যটন]] শিল্পের প্রসারে ও [[পর্যটক|পর্যটকদের]] আকর্ষণের জন্য বৃহদাকৃতি, জনসাধারণের উপযোগী অ্যাকোয়ারিয়াম তৈরী করা হয়ে থাকে। সেখানে কর্তৃপক্ষের উদ্যোগে ও [[ব্যবস্থাপনা|ব্যবস্থাপনায়]] বিভিন্ন রং-বেরংয়ের মাছ এবং অন্যান্য জলজ প্রাণী (যেমন: [[হাঙ্গর]], [[ডলফিন]], [[কচ্ছপ]], [[শামুক]], [[ঝিনুক]], [[চিংড়ী]] ইত্যাদি) বৃহৎ জলাধারে রাখা হয়। এছাড়াও, বিপণ্ন ও প্রায় বিলুপ্ত প্রজাতির মাছ, [[উদ্ভিদ]], [[জলজ প্রাণী|জলজ প্রাণীকে]] রক্ষার লক্ষ্যে অ্যাকোয়ারিয়াম নির্মাণ করা হয়। এ ধরণের অ্যাকোয়ারিয়াম রয়েছে অস্ট্রেলিয়ার সিডনী অ্যাকোয়ারিয়ামে।
 
== তথ্যসূত্র ==