উইকিপিডিয়া আলোচনা:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
৮৯ নং লাইন:
: সহমত প্রকাশ করছি। লক্ষ্য থাকলে কাজ করা অনেক সময়ই অনেক সহজ হয়ে যায়। — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ১০:০৫, ৩ জুন ২০১২ (ইউটিসি)
 
:: আমরা বাংলা উইকিপিডিয়ার অনেক সমস্যার কথাই আলোচনা করতে পারি, তবে আমার মতে বাংলা উইকিপিডিয়ার প্রধান সমস্যা হল এখনো বেশিরভাগ মানুষই এর ব্যাপারে ভালমত জানেনা । আমি অনেকের সাথেই এ ব্যাপারে কথা বলেছি, সবাই উইকিপিডিয়ার কথা জানে – কিন্তু বাংলা ভাষার উইকিপিডিয়ার কথা শুনে অনেকেই অবাক হয় । তাই মানুষকে ঠিকভাবে জানাতে না পারলে কোন উল্ল্যেখযোগ্য অগ্রগতি আসবে না । সবাইকে জানাতে হবে আমাদের একটা নিজস্ব বিশ্বকোষ আছে, এবং তাদের এখানে আসার ব্যাপারে উৎসাহিত করতে হবে । পরবর্তী কাজ হবে নিবন্ধিত ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানো, বর্তমানে বাংলা ভাষায় নিবন্ধিত ব্যবহারকারী ৩২ হাজারের বেশি, সেখান থেকে আমাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কিভাবে বাড়ানো যায় তার চেষ্টা করতে হবে । এরপর বিবেচ্য বিষয় হল সক্রিয় ব্যবহারকারীরা কতটা সক্রিয় তা নির্ধারণ এবং তাদের সক্রিয়তা বাড়ানো, কেউ মাসে একটা সম্পাদনা করলেই সক্রিয় ব্যবহারকারীর খাতায় নাম চলে যায় । হিন্দী উইকিপিডিয়াতে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আমাদের মতই, কিন্তু তাদের উইকিপিডিয়ায় বর্তমানে নিবন্ধ সংখ্যা ১ লাখের বেশি (তবে নিবন্ধের মানের দিকে গেলাম না) । সক্রিয় ব্যবহারকারীদের নিয়ে আরো গভীর ভাবে কাজ করতে হবে যাতে প্রথম পর্যায়ে আমরা অন্তত: ১০০ সক্রিয় ব্যবহারকারী পাই যারা মাসে অন্তত: ১০টা নতুন নিবন্ধ তৈরি করে । তাতে মাসে আমাদের উইকিপিডিয়ায় ১০০০টি নতুন নিবন্ধ যোগ হবে যেটা বর্তমান অবস্থার বিচারে খুব ভাল গ্রোথ হবে । [[User:Ali Haidar Khan|আলী হায়দার খান (তন্ময়)]] ([[User talk:Ali Haidar Khan|আলাপ]]) ১৪:২৭, ৩ জুন ২০১২ (ইউটিসি)
:::: তন্ময় ভাই, মানুষের না জানাটা একটা সমস্যা বটে, তবে বাংলা উইকিপিডিয়ার যাঁরা পাঠক তাঁরা কিন্তু ইতিমধ্যেই বাংলা উইকিপিডিয়ার কথা জানেন। ব্যানারের মাধ্যমে কিন্তু আসলে ঐ ব্যবহারকারীদের উৎসাহিত করার চেষ্টা করছি। সমস্যা আমাদের প্রচুর আছে তবে আমার মনে হয় সব সমস্যায় এক সাথে সমাধানের চেষ্টা না করে একটা একটা করে আগানো উচিত। অনুগ্রহ করে প্রশ্ন পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর পেলে আমরা উইকিপিডিয়ার ট্রাফিক কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও এগিয়ে যেতাম। — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ১৬:০৭, ৩ জুন ২০১২ (ইউটিসি)
 
::: ইউজার সাইনআপের সময় ই-মেইল, বর্তমান ঠিকানা এবং মোবাইল নং অপশন রাখা যেতে পারে (তবে তা বাধ্যতামূলক নয়); যাতে করে মেইলে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পিডিএফ ডকুমেন্ট আকারে - "জনাব ..... সাহেব, বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি একজন গর্বিত ব্যবহারকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ায়। গত ... ইং তারিখে আপনি একটি একাউন্ট খুলেছেন। আপনার অবদানকে আরও গতিশীলতা ও উন্নয়নের স্বার্থে নিম্নলিখিত বিষয়াদির দিকে লক্ষ্য রাখলে বাংলা উইকিপিডিয়া আরও দ্রুত সম্প্রসারিত হতে পারে।" এছাড়াও বিষয়গুলো গুছিয়ে উদ্দীপণামূলক লিফলেট আকারে বর্তমান ঠিকানায় প্রেরণ করা যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো কপি-পেস্টের যেখানে মুক্ত/কপিরাইটের প্রসঙ্গ চলে আসে যা ব্লগে চলে। অথচ, ইংরেজি উইকিতে দেদারসে ব্লগ থেকে তথ্য কিংবা ব্লগের তথ্যসূত্র প্রদান করে। একটি এক লাইনের নিবন্ধ সৃষ্টি হলে সকল ব্যবহারকারীরই উচিত হবে দ্রুত নিবন্ধকে যে, যার মতো করে অগ্রসর হয়ে রক্ষা করা। কিন্তু ব্যতিক্রম হচ্ছে তিন/চার ঘন্টার মধ্যেই নিবন্ধটি অসম্পূর্ণ; তাই মুছে ফেলা হোক - ট্যাগ লাগানো হয় যা মোটেই বাঞ্ছনীয় নয়। কমপক্ষে এক সপ্তাহ অপেক্ষা করা যাতে ব্যবহারকারী একটু সময় পায়। অথচ, এক বাক্য কিংবা বাক্যবিহীন নিবন্ধের সংখ্যাও অনেক রয়েছে যা মোটেই কাম্য নয়! নিবন্ধ সংখ্যা বৃদ্ধিতে সক্রিয় ব্যবহারকারীদের আন্তরিক অংশগ্রহণই পারে দ্রুততর উইকিকে সম্প্রসারণ করতে যা আমার পরিসংখ্যানে দেখা যেতে পারে। তবে, নিবন্ধের মানই বোধহয় উইকির প্রধান বাঁধা। এছাড়া বই-পুস্তকের অপ্রতুলতা কিংবা সংস্পর্শবিহীন অগ্রসরতো রয়েছেই।
 
::: বর্ণিত প্রশ্নগুলোর উত্তরমালা যদি হ্যাঁ/না/মতামত ধরণের থাকতো, তাহলে সুন্দর হতো। আপনার পরিশ্রম সফল ও সুন্দরভাবে এগিয়ে যাক এ প্রত্যাশা করছি। বোধহয় উইকি সম্প্রসারণে যুগোপযোগী সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে যা উইকিকে রক্ষা করতে সচেষ্ট হবে। এছাড়াও, উপরে বর্ণিত মতামতগুলোর গূঢ়ার্থ উপলদ্ধিপূর্বক অগ্রসর হওয়া একান্ত বাঞ্ছনীয়। ধন্যবাদ সহযোগে - [[User:Subrata Roy|সুব্রত রায়]] ([[User talk:Subrata Roy|আলাপ]]) ১৫:৪৬, ৩ জুন ২০১২ (ইউটিসি)
 
:::: সুব্রতদা, এ ধরনের বড় ধরনের ইন্টারফেস পরিবর্তন আসলে এখন সম্ভব নয় এবং এগুলোর প্রযোজ্যতা নিয়ে আলোচনা চলতে পারে কিন্তু এগুলো আসলে এই প্রকল্পের উদ্দেশ্য বা স্কোপ কোনোটার মধ্যেই পড়ে না। হুম ট্যাগের ব্যাপারটি নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে এখানে ট্যাগের ভাষায় পরিবর্তন এনে কাজটি সমাধা করা যেতে পারে। আর প্রশ্নগুলো ইচ্ছাকৃতভাবেই হ্যাঁ/না টাইপের করা হয়নি, কারণ প্রশ্নগুলো বিবৃতমূলক, ঠিক জরিপ নয়। একটু সময় হয়তো লাগবে তবুও আমরা যেহেতু ইতিমধ্যেই অনেক সময় ব্যয় করে এখানে মন্তব্য রেখেছি, আশা করছি এই কষ্টটুকু আপনারা সেখানে আবারও করবেন। আমাদের উইকিপিডিয়ার জন্য শ্রম তো আমাদেরই দিতে হবে। :-) — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ১৬:০৭, ৩ জুন ২০১২ (ইউটিসি)
 
== আইডিয়া আলোচনার মূলকথা ==
"নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প" প্রকল্প পাতায় ফিরুন।