উইকিপিডিয়া আলোচনা:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
৮৪ নং লাইন:
:::: ধন্যবাদ আপনাকে, কমিউনিটি ফেলো হিসেবে যোগদান করায় যা উইকি'র (অবশ্যই বাংলা) মানদণ্ডকে আরো গভীর থেকে গভীরতর পর্যায়ে নিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখতে সহায়তা করবে বলে আন্তরিকভাবে বিশ্বাস করি। উইকি'র উন্মুক্ত বা মুক্ত পরিবেশকে পুঁজি করে একান্তই ফাউ বা ফ্রী ব্যবহার; ব্যবহারকারীর কম্পিউটার জ্ঞান, আগ্রহ, শিক্ষাগতযোগ্যতা; সময় ও অর্থের অপব্যবহার (!); কম্পিউটারের সাংখ্যিকতা ও বিনোদনে ব্যবহারক্ষেত্র; সহজে নিজ নাম ও পরিচিতি দেখা না যাওয়া; মেধা ও স্বীকৃতির যথাযথ মূল্যায়ণ না পাওয়াই আর্থ-সামাজিক প্রেক্ষাপটের প্রধান উপাদান বলে ধারণা করছি।
:::: প্রধান পাতায় নির্দিষ্ট বিষয়গুলোতে আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উইকিতে অংশগ্রহণে আপনি যা পেতে পারেন - বাংলাকে সমৃদ্ধির অপূর্ব সুযোগ; স্বীকৃতি হিসেবে পেতে পারেন বিভিন্ন ধরণের পদের মর্যাদা ইত্যাদি। নতুন একাউন্টকে কার্যকরের লক্ষ্যে ইউজার নেম, পাসওয়ার্ডের পাশাপাশি ইমেইল যুক্ত করা যেতে পারে যাতে পরবর্তীতে নতুন বার্তার পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগ ই-মেইলের মাধ্যমে রক্ষা করে সম্পৃক্ত করা যায়। পাশাপাশি দেশাত্মবোধ ও ভাষার প্রতি জাগ্রত, আগ্রহান্বিত করার লক্ষ্যে বিজ্ঞাপনের মাধ্যমে মোটিভেশন করা যেতে পারে। আপাততঃ এগুলোই এ মুহূর্তে মাথায় এসেছে। শুভেচ্ছা সহযোগে - [[User:Subrata Roy|সুব্রত রায়]] ([[User talk:Subrata Roy|আলাপ]]) ১৫:২৬, ৩০ মে ২০১২ (ইউটিসি)
 
== আইডিয়া আলোচনার মূলকথা ==
 
উপরের আলোচনায় বেশ কিছু কার্যকর আইডিয়া এসেছে। এগুলোকে গুছিয়ে একটি প্রাথমিকভাবে কাজের প্ল্যান তৈরি করার চেষ্টা করার জন্য আইডিয়াগুলো একটু গোছানো দরকার। আমি এখানে সেই চেষ্টাই করছি। এখানে কিছু সুন্দর আইডিয়া আসলেও কিছু আইডিয়া বাস্তবতার চাপে (সার্বিকভাবে বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়ন করা সম্ভব নয়) বাদ দিতে হয়েছে। মোটামুটি আমাদের উপরোক্ত আলোচনার সারাংশটি আমি দুটি ভাগে ভাগ করছি — নতুন ব্যবহারকারী তৈরি করা এবং ব্যবহারকারীরা যেনো বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখেন তা নিশ্চিত করা।
 
; নতুন ব্যবহারকারী তৈরি
 
* ব্যানার ব্যবহারের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার পাঠকদের কাছে উইকিপিডিয়ায় অবদান রাখার আবেদন।
* অফলাইন বা উইকিপিডিয়া ব্যাতীত অন্যান্য বহিঃস্থ ওয়েবসাইটে প্রচারণার জন্য প্রাজিপ্র।
 
; ব্যবহারকারীর উইকিপিডিয়ায় অবদান রাখা নিশ্চিত করা
 
* নতুন স্বাগতম বার্তা ডিজাইন ও সাহায্য ও নীতিমালা পাতাগুলো নতুন ব্যবহারকারীসহ সকলের জন্য রিইন্সট্রাকচার করা।
* নিয়মিত যোগাযোগ রক্ষার্থে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা।
 
এখন এগুলোর সাথে কিছু ব্যাপার এসে যায়। সেগুলোর ব্যাপারে স্পেসিফিক আলোচনার প্রয়োজন আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর আপনাদের প্রত্যেকে সময় নিয়ে স্পেসিফিক উত্তর দিলে ভালো হয়।
 
# উইকিপিডিয়ার পাঠকদের মোটিভেশনের উদ্দেশ্যে তৈরি ব্যানারে কি কি বিষয় থাকা উচিত বলে মনে করেন?
# উইকিপিডিয়ার পাঠকদের মোটিভেশনের উদ্দেশ্যে তৈরি ব্যানারে কি কি বিষয় থাকা উচিত নয় বলে মনে করেন?
# উইকিপিডিয়ার পাঠকদের মোটিভেশনের উদ্দেশ্যে তৈরি ব্যানারে কি কি বিষয় থাকা উচিত বলে মনে করেন?
# স্বাগতম বার্তায় কেমন হওয়া উচিত বলে মনে করেন?
# স্বাগতম বার্তায় কোন বিষয়গুলো স্থান পাওয়া উচিত আর কোনগুলো নয়?
# কোন কোন সাহায্য ও নীতিমালা পাতাগুলো সুনির্দিষ্টভাবে আমাদের তৈরি/ঠিক করা উচিত যা নতুন ব্যবহারকারীদের কাজে লাগবে?
 
এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের প্রত্যেকের কাছ থেকে আশা করছি। — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ০৫:০১, ৩ জুন ২০১২ (ইউটিসি)
"নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প" প্রকল্প পাতায় ফিরুন।