উইকিপিডিয়া আলোচনা:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
শিরোনাম পরিবর্তন
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
৬৪ নং লাইন:
:: কাদের মোটিভেট করতে হবে, এ ব্যাপারটি আমি সবসময় তিন ভাগে ভাগ করি। এক একেবারে নতুন যারা উইকিপিডিয়ার কথা হয়তো জানে (নাও জানতে পারে) কিন্তু কখনও উইকিপিডিয়ায় আসে না। দুই পরীক্ষা করতে উইকিপিডিয়াতে আসে বা স্বল্প মেয়াদি ব্যবহারকারী। তিন পুরনো ব্যবহারকারী। তিনটি ভাগই সমান গুরুত্বের দাবি রাখে তবে ছোট উইকিপিডিয়ার ক্ষেত্রে আমি তিন নম্বরটি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। উপরে রাগিব ভাই বলেছেন, বড় উইকিপিডিয়া সমৃদ্ধ হয়েছে কিছু কোর মানুষের হাতে। আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত এবং ঠিক এ কারণেই তিন নম্বরটি বেশি গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন পুরনোরা অলরেডি মোটিভেটেড, কিন্তু তারাও ডিমোটিভেটেড হতে পারে। এবং তা বিভিন্ন কারণেই হতে পারে। আর একজন অভিজ্ঞ এবং মোডিভেটেড অবদানকারী ডিমোটিভেটেড হওয়া বা উইকিপিডিয়া থেকে চলে যাওয়া অন্য দুটো ক্ষেত্রের তুলনায় ছোট উইকিপিডিয়ার জন্য বেশি ক্ষতিকর। নতুনদের অংশগ্রহণ বাড়াতে হবে, তার সাথে পুরাতনদের উইকিপিডিয়াতে ধরে রাখতে হবে। তাই একেবারে নতুন, তুলনামূলক নতুনদের মোটিভেট করার সাথে সাথে পুরাতনদের নিয়মিত মোটিভেট করা বা তাদের মোটিভেশন চাঙ্গা রাখার ব্যপারটি নিয়ে ভাবা যেতে পারে।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৭:৫৪, ২৯ মে ২০১২ (ইউটিসি)
 
::: ‍‍‍‍বেলায়েত ভাইকে প্রথমেই ধন্যবাদ সুন্দরভাবে পরিস্থিতিটি বিশ্লেষণ করায়। মোবাইলের ব্যাপারে +১। ইতিমধ্যেই এ বিষয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশন কাজ করছে। মোবাইল ইনিশিয়েটিভেক কারীগরী সমস্যা সমাধান ও আঞ্চলিক প্রচারণা উভয়কে গুরুত্ব দিয়ে দুটি পৃথক দল এ বিষয়ে কাজ করছেন। আমার মনে হয় শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কার্যক আপডেট পাবো তাঁদের কাছ থেকে।
আমার মনে হয়, মোটিভেশণটা গুরুত্বপূর্ণ। এখনকার অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো'র কোন উদ্যোগ নেই। আমি নিজে উইকিতে টুকটাক গুতাগুতি করলেও আমার পুরো বন্ধু মহলে কাউকেই মোটিভেইট করতে পারি না। যদিও অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য প্রথম ক্লিক করে উইকিতে। রাগিব ভাই বলেছেন, বড় উইকিপিডিয়া সমৃদ্ধ হয়েছে কিছু কোর মানুষের হাতে। এই ধারা চললে কয়েক দিন পর কিংবা আরও পরে ফল পাওয়া যাবে। সামাজিক যোগাযোগের সাইট গুলো ভালো টার্গেট হতে পারে। ব্যবহার কারী রা একের পর এক নোট লিখে যায়, বাংলাতে তাদের আকৃষ্ট করা যেতে পারে। আমি নিজে যখন ফেইসবুকে উইকি থেকে কোন কিছু পোষ্ট করি তখন লাইক আর প্রশংসায় উত্তপ্ত হয়ে যাই। কিন্তু লোকজন উইকিতে আর আসে না। আমার ভাগ্নে এখন ৮ম শ্রেনীতে পরে (স্যাফায়ার স্বচ্ছ user:004sapphire)। আমাকে দেখে উইকিতে খেলাধূলার পাতা গুলাতে সবচেয়ে খারাপ অনুবাদ করত।কিন্তু তারপরেও মাঝে মাঝে আসে। পুরাতনদের উইকিপিডিয়াতে ধরে রাখতে হবে। যাতে নতুনদের একরাতে ১০টা নতুন ভুক্তি কপি পেষ্ট থেকে বিরত রাখতে পারে।--[[User:Aashaa|আশা]] ([[User talk:Aashaa|আলাপ]]) ১৮:৪৩, ২৯ মে ২০১২ (ইউটিসি)
 
::: যা হোক, এই ফেলোশিপ প্রকল্পটির অন্যতম দুটি অংশ — এডিটর রিটেনশন ও এডিটর এগেজমেন্ট; সহজে বললে, ব্যবহারকারী ধরে রাখা ও বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানো। দুই ক্ষেত্রেই পুরোনো ব্যবহারকারীরা এর মধ্যে পড়েন। তবে পুরোনো ব্যবহারকারীদের ক্ষেত্রে একটি কাজ ইতিমধ্যেই হয়ে গেছে — তাঁরা উইকিপিডিয়ায় কাজ করার ব্যাপারে মোটিভেডেট ও তাঁরা জানেন কিভাবে ও কোথায় কাজ করতে হয়। ছোট উইকিপিডিয়াগুলোর একটি ইতিবাচক দিক হচ্ছে, ছোট উইকিপিডিয়াগুলোতে নাটকীয়তার বালাই কম, এবং বিতর্কের সংখ্যাও কম। যেমন ধরুন ট্রোল অ্যাটাক ছোট উইকিপিডিয়াগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নয়। অথচ বড় উইকিপিডিয়াগুলোর ক্ষেত্রে এটি বিশাল একটি সমস্যা। এমনকি বহু অভিজ্ঞ উইকিপিডিয়ান, উইকিপিডিয়ার প্রতি সম্পূর্ণভাবে মোটিভেটেড হওয়া সত্ত্বেও ছেড়ে চলে যান এই ট্রোল আক্রমণের বিতৃষ্ণায় পড়ে। ছোট উইকিপিডিয়া ক্ষেত্রে এ সমস্যা নেই বললেই চলে। আমাদের এখানে অভিজ্ঞ যাঁরা উইকিপিডিয়ায় হঠাৎ অনুপস্থিত হয়ে পড়েন, তাঁরা বেশিরভাগই ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে। আর স্বেচ্ছাসেবী কার্যক্রমে কেউ-ই সবসময় সময় দিতে পারেন না, একটা সময় পর সবাই-ই একটু অনিয়মিত হয়ে পড়েন — এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর তাই নতুন স্বেচ্ছাসেবী আসা ও কাজ করার গতি ঠিক রাখার মাধ্যমেই স্বেচ্ছাসেবী প্রকল্পগুলো চলতে থাকে।
 
::: এই প্রকল্পে মূলত নতুন ও অনভিজ্ঞ ব্যবহারকারীদের সাহায্য করার মাধ্যমে তাঁদের সমস্যাগুলো দূর করার দিকে ফোকাস করা হয়েছে। আমরা সবাই জানি বাংলা উইকিপিডিয়া নতুন ব্যবহারকারী বৃদ্ধির হার অত্যন্ত কম, এবং মাঝে মাঝেই এমন অবস্থা তৈরি হয়েছিলো যে প্রকল্পটি অনেকটা থমকে দাঁড়ানোর পর্যায়ে এসে পড়েছিলো। নতুন ব্যবহারকারী তৈরির মাধ্যমেই শুধুমাত্র এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এজন্য নতুন ব্যবহারকারী বৃদ্ধির জন্য কি কি কাজ করা যেতে পারে বলে আপনি মনে করেন? একটি ব্যাপার নিশ্চিত করতে চাই যে, নতুন ব্যবহারকারীদের প্রতি ফোকাস দেওয়ার অর্থ এই নয় যে পুরোনোরা অপাংক্তেয়; মোটেই তা নয়, বরং এই প্রকল্পের আওতাধীন কাজগুলো (যেমন: নীতিমালা ও সাহায্য পাতার রিইন্সট্রাকচার) পুরোনোদেরও কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ০৭:৪৯, ৩০ মে ২০১২ (ইউটিসি)
 
আমার মনে হয়, মোটিভেশণটা গুরুত্বপূর্ণ। এখনকার অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো'র কোন উদ্যোগ নেই। আমি নিজে উইকিতে টুকটাক গুতাগুতি করলেও আমার পুরো বন্ধু মহলে কাউকেই মোটিভেইট করতে পারি না। যদিও অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য প্রথম ক্লিক করে উইকিতে। রাগিব ভাই বলেছেন, বড় উইকিপিডিয়া সমৃদ্ধ হয়েছে কিছু কোর মানুষের হাতে। এই ধারা চললে কয়েক দিন পর কিংবা আরও পরে ফল পাওয়া যাবে। সামাজিক যোগাযোগের সাইট গুলো ভালো টার্গেট হতে পারে। ব্যবহার কারী রা একের পর এক নোট লিখে যায়, বাংলাতে তাদের আকৃষ্ট করা যেতে পারে। আমি নিজে যখন ফেইসবুকে উইকি থেকে কোন কিছু পোষ্ট করি তখন লাইক আর প্রশংসায় উত্তপ্ত হয়ে যাই। কিন্তু লোকজন উইকিতে আর আসে না। আমার ভাগ্নে এখন ৮ম শ্রেনীতে পরে (স্যাফায়ার স্বচ্ছ userUser:004sapphire)। আমাকে দেখে উইকিতে খেলাধূলার পাতা গুলাতে সবচেয়ে খারাপ অনুবাদ করত।কিন্তু তারপরেও মাঝে মাঝে আসে। পুরাতনদের উইকিপিডিয়াতে ধরে রাখতে হবে। যাতে নতুনদের একরাতে ১০টা নতুন ভুক্তি কপি পেষ্ট থেকে বিরত রাখতে পারে।--[[User:Aashaa|আশা]] ([[User talk:Aashaa|আলাপ]]) ১৮:৪৩, ২৯ মে ২০১২ (ইউটিসি)
 
::: ‍‍‍‍আশা ভাই, সামাজিক যোগাযোগের সাইটসহ এক্সটার্নাল প্রচারণা সবসময়ই কাজের কিন্ত, “আমি নিজে যখন ফেইসবুকে উইকি থেকে কোন কিছু পোষ্ট করি তখন লাইক আর প্রশংসায় উত্তপ্ত হয়ে যাই। কিন্তু লোকজন উইকিতে আর আসে না।” — সমস্যা ঠেকাতে চাইলে মানুষকে উইকিতে আনতে হবে ও এখান থেকেই মোটিভেট করা যেতে পারে। অন্যভাবে বললে, প্রতিদিন অনেক মানুষ বাংলা উইকিপিডিয়া ব্রাউজ করেন (হ্যাঁ, সংখ্যাটা নেহায়েত কমন নয়), তাঁদের দিকে নজর দিতে হবে ও তাঁদেরকে মোটিভেট করার দিকে নজর দেওয়াও জরুরী। — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ০৭:৪৯, ৩০ মে ২০১২ (ইউটিসি)
 
: বাংলা সমৃদ্ধকরণে সকলের আন্তরিকতাপূর্ণ লেখনি সত্যিই আগ্রহোদ্দীপক এবং বাংলা উইকির ভবিষ্যৎ স্বপ্ন, সম্ভাবনায় পথ নির্দেশকও বটে। আলোচ্য প্রকল্প বাস্তবায়নে বিজ্ঞজনোচিত অনেক কথকতা চলে এসেছে। কিন্তু কথা একটি ভেসে আসে - বিশ্বের শীর্ষস্তরের ভাষা হিসেবে বাংলা উইকি'র এ হাল কেন? সহায়তাকারীদের মূল্যবান উপদেশমালার পাশাপাশি ইউজার ইন্টারফেসও চমৎকার! তবে আর্থ-সামাজিক প্রেক্ষাপটও বিবেচনায় আনতে হবে। সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের সাথে যদি প্রধান পাতায় "এটি একটি উন্মুক্ত বিশ্বকোষ, যা সবাই সম্পাদনা করতে পারে" এর পরিবর্তে "বাংলা উইকিপিডিয়া সম্প্রসারণে আপনার স্বেচ্ছায় অংশগ্রহণ ও মতামত প্রদানে বিনীত অনুরোধ করছি" শব্দগুচ্ছের আবেদন বোধহয় আরো বেশী হবে। পাশাপাশি দৈনিকগুলোয় "বাংলাকে ভালবাসুন, বাংলা উইকিপিডিয়া সম্প্রসারণে এগিয়ে আসুন" শ্লোগান বিজ্ঞাপন আকারে তুলে ধরা যেতে পারে।
 
: তবে, অভিজ্ঞতার বিকল্প নেই। জানা মতে কমপক্ষে চারজন পুরনো বন্ধু (দু'জন সক্রিয় অথচ নিস্ক্রিয়) উইকি থেকে দূরে রয়েছেন। তাঁদের বিভিন্ন লেখনী পত্র-পত্রিকায়, ব্লগে নিয়মিত প্রকাশিত হয়। অথচ, এতো চমৎকার ও উন্নতমানের লেখনীতে অবশ্যই উইকি স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারতো। শুধুমাত্র "উইকি থেকে নিতে চাই, দিতে চাই না" - এ ধারণারও পরিবর্তন ঘটাতে হবে। আশার কথা হচ্ছে, কয়েকটি দৈনিকও উইকিপিডিয়াকে প্রধান মানদণ্ডে নিয়ে গেছে যা সত্যিই আনন্দের বিষয়। ধন্যবাদ সহযোগে - [[User:Subrata Roy|সুব্রত রায়]] ([[User talk:Subrata Roy|আলাপ]]) ১৯:২৬, ২৯ মে ২০১২ (ইউটিসি)
 
::: ‍‍‍‍সুব্রতদা, বর্হি সাইটের ইনিশিয়েটিভটা আমাদের হাতে নেই। তবে বাংলা উইকিপিডিয়া আমাদের হাতে আশে, এর শক্তি কম নয়। তাই বাংলা উইকিপিডিয়ার শক্তি-ই আমাদের কাজে লাগাতে হবে। আমরা সবাই জানি বাইরের সাইটের এই ইনিশিয়েটিভগুলো কার্যকর, তবে সত্যি বলতে আমাদের নজর দিতে হবে, প্রতিদিন নতুন অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, কিন্তু এই ব্যবহারকারীগুলো অ্যাকটিভ হচ্ছেন না? মাঝে মাঝেই নতুন ব্যবহারকারীদের সম্পাদনা করতে দেখি তাঁরা কেনো কিছুদিন পরে হারিয়ে যায়? .. ইত্যাদি প্রশ্নগুলোর দিকে। আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আনার যে পয়েন্টটি আপনি এনেছেন, তার সাথে আমি একমত। তবে আপনি যদি একটু ভেঙে বলতেন, আর্থ-সামাজিক প্রেক্ষাপটের কোন দিকগুলো নিয়ে আমাদের মূলত চিন্তা করা উচিত তাহলে ভালো হয়। — [[ব্যবহারকারী:Tanvir Rahman|তানভির রহমান]] • [[ব্যবহারকারী আলাপ:Tanvir Rahman|আলাপ]] • ০৭:৪৯, ৩০ মে ২০১২ (ইউটিসি)
"নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প" প্রকল্প পাতায় ফিরুন।